
18/05/2024
Al Ekram সুন্দর কথা বলছেন ভাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভনকে অত্যন্ত যোগ্য প্রার্থী হিসেবে মনে করি
২০১৫ সাল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়াটা একপ্রকার স্বপ্নই ছিলো! আল্লাহর রহমতে চান্সও পেয়ে গেলাম বিজ্ঞান বিভাগেই! তখন আমার শহরে কোন ফ্রেন্ড সার্কেল ছিলোনা, এসএসসি পরীক্ষার সময় মাত্র দুয়েকজনের সাথে পরিচয় হয়েছিল। সরকারি কলেজের কথা এলেই মানস্পটে ভেসে উঠতো উগ্র ছেলেপেলের মারামারি, আক্রমণাত্বক আচরণ আর শহরে বসবাস করার ফুটানির বিষয়গুলো! সরকারি কলেজ ক্যাম্পাসের এই সমস্যাগুলো শহরের বাইরে থেকে আসা যেকোন ছেলের জন্য ভাবনার বিষয়। চোখের সামনে অনেককেই দেখেছি শহুরে কিছুসংখ্যক বখাটের গ্রুপ কর্তৃক হামলা আর অপমানের শিকার হতে। তখন বিভৎস বাস্তবতার কারনে মাথায় রক্ত উঠে গেলেও নবীনগর, কসবা কিংবা আখাউড়া থেকে বিদ্যার্জন করতে আসা একটা ছেলে ন্যুনতম প্রতিবাদটুকুও করতে পারেনি!!
কিন্তু আমরা যারা মোহাম্মদপুর গ্রামের ছিলাম আমরা কিন্তু ঠিকই বুক ফুলিয়ে ক্যাম্পাসে থাকতাম। কারন আমাদের একজন Shahadat Hossain Shovon আছে। আমাদের সাথে কেউ কোন ঝামেলা করতে হলে দ্বিতীয়বার চিন্তা করতে হতো। এর সবচেয়ে বড় কারন হলো আমরা যে যখনই ডেকেছি, শোভন কাকা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। শুধু আমরা কেন, আমাদের গ্রামের যে কেউ যখনই কোন সমস্যা/বিপদে পড়ে শোভন কাকার সাথে যোগাযোগ করেছে, শোভন কাকা সেখানেই দীপ্ত পায়ে এগিয়ে এসেছেন। সেই সমস্যাগুলোর সমাধান ও বিপদ থেকে উত্তরণের উছিলা হয়েছেন।
শোভন কাকাদের পরিবারের আরো বেশকিছু অবদান আমাদের গ্রামের জন্য রয়েছে। যেন, শোভন কাকার বাবা জনাব অলি মাষ্টার আমাদের গ্রামে নিজ জমিতে প্রতিষ্ঠা করেছেন Mohammadpur Enlightened Academy - মোহাম্মদপুর ইনলাইটেন্ড একাডেমি। স্কুলটির পরিচালনা পর্ষদে শোভন কাকার বড় ভাই এডভোকেট নবীর হোসেন কাকা ও Sarwar Shafiq কাকা স্কুলটির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাছাড়া শোভন কাকা নিজেও নিয়মিতভাবে স্কুলটির পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। প্রতিবছর একইসাথে গ্রহণযোগ্য ও ঈর্ষনীয় ফলাফল অর্জনের মাধ্যমে আমাদের গ্রামের জন্য এই স্কুলটি গর্ব বয়ে আনছে। ইভেন এই বছর আমাদের স্কুল থেকে ২ টি A+ এসেছে যা আমাদের জন্য অত্যন্ত গর্বের!
এছাড়াও শোভন কাকার বাবা জনাব অলি মাষ্টার আমাদের গ্রামের হাজী বাড়ি মাদ্রাসা মাঠে প্রতিবছর অনুষ্ঠিত ১০ দিন ব্যাপি ওয়াজ মাহফিলের আয়োজনে নিয়মিতভাবে অবদান রেখে গেছেন। আমি তার হায়াতের মধ্যে বরকত কামনা করি এবং মহান আল্লাহর কাছে এই উত্তম কাজের উত্তম প্রতিদানের দোয়া করি 🤲
এবার আসি মূল কথায়.....
এবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমাদের শাহাদাৎ হোসেন শোভন নির্বাচন করবেন। আগামী ০৫ জুন ২০২৪ তারিখে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। উপরোল্লিখিত বিষয়সমূহের আলোকে আমরা শাহাদাৎ হোসেন শোভনকে অত্যন্ত যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করতে পারি। কোন রাজনৈতিক পরিচয়ে নয়, আসুন আমরা শাহাদাৎ হোসেন শোভনকে ভোট দেই তার ব্যক্তিত্বের বদৌলতে, তার ও তার পরিবারের অবদানসমূহ বিবেচনা করে। চলুন আমরা করোনা মহামারী ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রকোপে হিমসিম খাওয়া জনসাধারণের পাশে দাঁড়ানো শোভনকে ভোট দেই, নিজের ভোটের সাথে সুবিচার