16/07/2023
একজন কমেডিয়ান অভিনেতা দিলদারের পরিচিতি কিংবা জনপ্রিয়তা সর্বত্র।একবার এক সাক্ষাৎকারে দিলদারের মেয়ে বলেছিলেন,'দিলদারের মেয়ে পরিচয় জানলে রিকশাওয়ালা পর্যন্ত টাকা নেন না।'দিলদার তার যুগের সাক্ষী,একজন জাত অভিনেতা হিসেবে নিজেকে দর্শকের সামনে তুলে ধরেছেন।
★১৯৪৫ সালে ১৩ই জানুয়ারী চাঁদপুরে দিলদারের জন্ম।
★১৯৭২ সালে "কেন এমন হয়" ছবি দিয়ে অভিনয় জগৎ এ পা রাখেন দিলদার।
★২০০৩ সালে 'তুমি শুধু আমার' চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
★দিলদারের স্ত্রীর নাম রোকেয়া বেগম।তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে।
★জনপ্রিয়তার কারণে দিলদারকে নায়ক করে নির্মাণ করা হয়েছিল "আবদুল্লাহ" নামে চলচ্চিত্র।
★দিলদার ''বেদের মেয়ে জোসনা,আনন্দ অশ্রু,বিক্ষোভ,অন্তরে অন্তরে,স্বপ্নের নায়ক,প্রাণের চেয়ে প্রিয়সহ অসংখ্য মুভিতে অভিনয় করেছেন।
★২০০৩ সালে ১৩ই জুলাই ৫৮ বছর বয়সে মৃত্যু বরণ করেন দিলদার।
#দিলদার #অভিনেতা #মৃত্যুবার্ষিকী