24/01/2024
★ট্রান্সজেন্ডার কি?
উত্তর:কোন নারী নিজেকে ছেলে মনে করে অথচ স্বাভাবিক ভাবেই সে নারী, আবার কোন পুরুষ নিজেকে মেয়ে মনে করে অথচ স্বাভাবিক ভাবেই সে পুরুষ তাকে/তাদের কে ট্রান্সজেন্ডার বলে।
★এখন প্রশ্ন হতেই পারে,
যেই নারী নিজেকে ছেলে আর যেই পুরুষ নিজেকে মেয়ে মনে করে তারা তাহলে বিয়ে করবে কাকে?
স্বাভাবিক উত্তরটা হবে একজন ছেলে একজন মেয়ে আর একজন মেয়ে একজন ছেলে কে, তাই নয় কি?
তাহলে উত্তর টা দাঁড়ায় এক ছেলে যে নিজেকে মেয়ে মনে করে সে ছেলে কে বিয়ে করবে,আর একজন মেয়ে যে নিজেকে ছেলে মনে করে সে তাহলে একটা মেয়ে কে বিয়ে করবে,,
তাহলে কি দাঁড়াল বিষয় টা,
ছেলে+ছেলে=বিয়ে
মেয়ে+মেয়ে = বিয়ে
সোজা কথা সমান সমানে বিয়ে, যা প্রকৃতপক্ষে অসম্ভব। আর এটাকে বলে সমকামিতা
এই সমকামিতা ইসলামে হারাম
বরং, হযরত লুৎ আ: এর কওম কে এই সমকামিতার জন্যই আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়।
সেই একই পাপে যেন আপনার—আমার এবং পরের প্রজন্ম গুলোকে বিনা হিসেবে জাহান্নামী বানানো যায় তার পায়তারা চলছে।
এখন কি আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন,নাকি জেগে উঠবেন?
★এই এজেন্ডা বাংলাদেশে কে আনল,কারা বাস্তবায়ন করতে উঠে পরে লেগেছে,আর এর প্রতিবাদ করায় কেন ব্র্যাকবিশ্ববিদ্যালয়ের গায়ে খোঁটা লাগলো,বিষয় টা কি চিন্তার নাহ!
আর বিষটা কেনই বা পাঠ্য বইয়ে ই তারা অন্তর্ভুক্ত করল তা নিয়ে আপনার কোন মাথা ব্যথা নেই, তাহলে মনে রাখবেন আপনি নিশ্চয়ই একজন ভৃত্য/পা চাটা গোলাম বৈ কি? যারা নিজের প্রজন্মের ক্ষতি হবে জেনেও নিজের খ্যাতি আর যশের জন্য সব মুখ বুজে মেনে নেয় তারা কেমন মানুষ। যাদের ভালো—মন্দ বোঝার কোন জ্ঞান নেই তারা মানুষ নামের কোন কাতারে পরে আমার জানা নেই।
!!ট্রান্সজেন্ডার এর কত যে ক্ষতিকর দিক আছে তা নাই বা বললাম।
Creadit★ Md. Nasir Uddin
Department of Philosophy.
Gaibandha government College.