CHOTO VAI I make comedy videos for those of you who want to have fun in your spare time. Stay tuned to me.

05/04/2025
03/02/2025

গুলতি /মার্বেল খেলা।
গ্রামীণ জীবনের মজাদার খেলা।

জীবন হওয়া উচিৎ শেখ রেহানার মত, খাবেন-দাবেন ভোগ করবেন কিন্তু আপনার বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না! 😅
26/08/2024

জীবন হওয়া উচিৎ
শেখ রেহানার মত,
খাবেন-দাবেন ভোগ করবেন কিন্তু
আপনার বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না! 😅

13/08/2024

যেই ছেলেটা ফোন দিলেই, বাড়ি যাব,কিছু ভালো লাগে না,মন টেকে না,বাড়িতে যাবার জন্য মনটা উতলা হয়ে থাকে,বলতো।তার হঠাৎ কি যেন হয়ে গেল,সে বলতেছে,আর বাড়ি যাব না।আর কেউ বললও না,কি রে।এত দিন বাড়ি আসার জন্য না কত কি কইলি হঠাৎ কি হলো।আয় বাড়ি আয়,দু'একদিন থেকে যা,দেখবি ভালো লাগবে,সব ঠিক হয়ে যাবে। এমন করে কেউ বলে নি,কেউ না।🥲কেউ আমায় বুঝে না,সত্যি আমাকে বুঝে এমন একটা মানুষ ও আমি পাই নাই🥹।
শেষ কথা এটা শুনেছি তোর বাসা ভাড়া আর খাবার টাকা পরিশোধ করে।বাকি টাকা টা বাড়িতে পাঠে দেস।
অথচ আমার ভিতরে কি চলতেছে সেইটা বুঝার ক্ষমতা কেউ রাখে না।

-—পুরুষ মানুষ নিজের জন্য বাঁচে কয় দিন🥹।
—choto vai

প্রবাসী(রেমিট্যান্সযোদ্ধা) ভাইয়েরা কথা রেখেছে,আলহামদুলিল্লাহ 🥰❤️
12/08/2024

প্রবাসী(রেমিট্যান্সযোদ্ধা) ভাইয়েরা কথা রেখেছে,
আলহামদুলিল্লাহ 🥰❤️

04/08/2024

সুন্দর ভাবে বললাম আমরা ৯ দফার কথা। তা মেনে নিতে আপনার অনেক কষ্ট সহ্য করতে হবে তাই মেনে নিলেন না। সংবাদ মাধ্যমে বলে ছিলেন,যদি একজন ব্যক্তিও বলে নেমে যেতে আপনি নেমে যাবেন। কিন্তু পুরা বাংলাদেশ আপনাকে আর চাচ্ছে না।কই নামছেন না যে?যা নিজেই চেয়েছিলেন,তাতেও আবার আপত্তি কিসের জনাব।আপনার সুবিধার জন্য ১দফা দিলাম। কথা দিয়ে কথা রাখতে শিখ পিও।

27/01/2024

একটু হালকা ভ্রমণ

24/01/2024

দুর্ভাগ্যবশত,
আমরা আজও স্বাধীন না🥲

★ট্রান্সজেন্ডার কি?উত্তর:কোন নারী  নিজেকে ছেলে মনে করে অথচ স্বাভাবিক ভাবেই সে নারী, আবার কোন পুরুষ নিজেকে মেয়ে মনে করে অ...
24/01/2024

★ট্রান্সজেন্ডার কি?
উত্তর:কোন নারী নিজেকে ছেলে মনে করে অথচ স্বাভাবিক ভাবেই সে নারী, আবার কোন পুরুষ নিজেকে মেয়ে মনে করে অথচ স্বাভাবিক ভাবেই সে পুরুষ তাকে/তাদের কে ট্রান্সজেন্ডার বলে।

★এখন প্রশ্ন হতেই পারে,
যেই নারী নিজেকে ছেলে আর যেই পুরুষ নিজেকে মেয়ে মনে করে তারা তাহলে বিয়ে করবে কাকে?
স্বাভাবিক উত্তরটা হবে একজন ছেলে একজন মেয়ে আর একজন মেয়ে একজন ছেলে কে, তাই নয় কি?
তাহলে উত্তর টা দাঁড়ায় এক ছেলে যে নিজেকে মেয়ে মনে করে সে ছেলে কে বিয়ে করবে,আর একজন মেয়ে যে নিজেকে ছেলে মনে করে সে তাহলে একটা মেয়ে কে বিয়ে করবে,,
তাহলে কি দাঁড়াল বিষয় টা,
ছেলে+ছেলে=বিয়ে
মেয়ে+মেয়ে = বিয়ে
সোজা কথা সমান সমানে বিয়ে, যা প্রকৃতপক্ষে অসম্ভব। আর এটাকে বলে সমকামিতা
এই সমকামিতা ইসলামে হারাম
বরং, হযরত লুৎ আ: এর কওম কে এই সমকামিতার জন্যই আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়।
সেই একই পাপে যেন আপনার—আমার এবং পরের প্রজন্ম গুলোকে বিনা হিসেবে জাহান্নামী বানানো যায় তার পায়তারা চলছে।
এখন কি আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন,নাকি জেগে উঠবেন?

★এই এজেন্ডা বাংলাদেশে কে আনল,কারা বাস্তবায়ন করতে উঠে পরে লেগেছে,আর এর প্রতিবাদ করায় কেন ব্র্যাকবিশ্ববিদ্যালয়ের গায়ে খোঁটা লাগলো,বিষয় টা কি চিন্তার নাহ!
আর বিষটা কেনই বা পাঠ্য বইয়ে ই তারা অন্তর্ভুক্ত করল তা নিয়ে আপনার কোন মাথা ব্যথা নেই, তাহলে মনে রাখবেন আপনি নিশ্চয়ই একজন ভৃত্য/পা চাটা গোলাম বৈ কি? যারা নিজের প্রজন্মের ক্ষতি হবে জেনেও নিজের খ্যাতি আর যশের জন্য সব মুখ বুজে মেনে নেয় তারা কেমন মানুষ। যাদের ভালো—মন্দ বোঝার কোন জ্ঞান নেই তারা মানুষ নামের কোন কাতারে পরে আমার জানা নেই।

!!ট্রান্সজেন্ডার এর কত যে ক্ষতিকর দিক আছে তা নাই বা বললাম।
Creadit★ Md. Nasir Uddin
Department of Philosophy.
Gaibandha government College.

Adresse

Democratic Republic Of The
5730

Téléphone

+8801750127187

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque CHOTO VAI publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à CHOTO VAI:

Partager