পরিবর্তন নিয়ে উক্তি , বাণী , ক্যাপশন , কবিতা

পরিবর্তন নিয়ে উক্তি  , বাণী  , ক্যাপশন , কবিতা Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de পরিবর্তন নিয়ে উক্তি , বাণী , ক্যাপশন , কবিতা, Créateur de vidéos de jeux, Democratic Republic of the.

ব্যাট হাতে ৩৭ বলে ৫৮* — দলের সেরা ব্যাটারবল হাতে ৪-১-১৩-৫ — দলের সেরা বোলারস্ট্রাইকরেট বা ইকোনমি বা ইম্প্যাক্ট, দুই দিক ...
10/07/2025

ব্যাট হাতে ৩৭ বলে ৫৮* — দলের সেরা ব্যাটার
বল হাতে ৪-১-১৩-৫ — দলের সেরা বোলার

স্ট্রাইকরেট বা ইকোনমি বা ইম্প্যাক্ট, দুই দিক থেকেই ছাড়িয়ে গেছে একাদশের বাকি ২১ জনকে। এই বুড়ো সাকিবও এরকম একটা তরুণ সাকিবময় পারফরম্যান্স করতে করবে, আমি অন্তত ভাবিনি।

টি২০তে ৪৩তম ম্যাচসেরা পুরষ্কার পেলেন সাকিব, ছাড়িয়ে গেলেন ডিভিলিয়ার্স এর ৪২টি।
🚨 টি২০ তে সর্বোচ্চ ম্যাচসেরা:
ক্রিস গেইল: ৬০
গ্লেন ম্যাক্সওয়েল: ৪৬
এলেক্স হেলস/কাইরন পোলার্ড: ৪৫
আন্দ্রে রাসেল: ৪৪
সাকিব আল হাসান/শোয়েব মালিক: ৪৩
এবি ডি ভিলিয়ার্স: ৪২
(১০ জুলাই, ২০২৫ অনুযায়ী)

শেষ অব্দি ৫৮* রান, ৩৭ বল৭ চারের সাথে ১ ছয়... খুব আগ্রহ নিয়ে সাকিবের ব্যাটিং দেখছিলাম। দেখেই বুঝতে পারি, সাকিব কতটা এনজয় ...
10/07/2025

শেষ অব্দি ৫৮* রান, ৩৭ বল
৭ চারের সাথে ১ ছয়...

খুব আগ্রহ নিয়ে সাকিবের ব্যাটিং দেখছিলাম। দেখেই বুঝতে পারি, সাকিব কতটা এনজয় করছে ক্রিকেটটা। নট আউট থেকে শেষ করে আসতে পারাটাও আমার কাছে বিশেষ কিছু। যেভাবে খেলেছে, আমি অন্তত এনজয় করেছি। ওয়েল ডান, সাকিব আল হাসান।

15/06/2025
কাজী নজরুল ইসলাম যদি.....এই Gf Bf এর যুগে বেঁচে থাকতেন তাহলে হয়তো তাঁর সংকল্প কবিতা এরকম হতোসংকল্প.......কাজী নজরুল ইসলা...
30/05/2025

কাজী নজরুল ইসলাম যদি.....

এই Gf Bf এর যুগে বেঁচে থাকতেন তাহলে হয়তো তাঁর সংকল্প কবিতা এরকম হতো

সংকল্প.......

কাজী নজরুল ইসলাম থাকবো নাকো সিঙ্গেল ওরে দেখবো এবার রিলেশন করে কেমন করে করছে তাঁরা।

একটা ছেড়ে দুইটা ধরে ফ্ল্যাট হতে ফ্ল্যাটন্তরে করছে তাঁরা ডেটিং ওরে কিসের নেশায় কেমন করে চ্যাটিং করছে রাত্রি ভোরে কিসের আশায় করছে বরণ।

ব্রেক... আপের যন্ত্রনাকে কেমন করে বীর তরুণরা মিথ্যা বলে পার্কে আসে বাসায় ফিরে মাকে বলে প্রাইভেট ছিল স্যারের কাছে।

29/05/2025

লেবুর এক ফোটা রস
যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয়
তেমনই মানুষের অহংকার
তার হাজারো গুন কে নষ্ট করে দেয়

29/05/2025

কাজল চোখের মেয়ে
—সংগৃহীত কবিতা

শোনো, কাজল চোখের মেয়ে
আমার দিবস কাটে, বিবশ হয়ে
তোমার চোখে চেয়ে।

দহনের দিনে, কিছু মেঘ কিনে
যদি ভাসে মধ্য দুপুর
তবু মেয়ে জানে, তার চোখ মানে
কারো বুক পদ্মপুকুর।

এই যে মেয়ে, কজল চোখ
তোমার বুকে আমায় চেয়ে
তীব্র দাবির মিছিল হোক।

তাকাস কেন?
আঁকাস কেন, বুকের ভেতর আকাশ?
কাজল চোখের মেয়ে
তুই তাকালে থমকে থাকে
আমার বুকের বাঁ পাশ।

🌸💛🍃

28/05/2025

দেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গিয়েছে। ৭ জুন ঈদুল আজহা!❤️

⛔ যেহেতু আরবি মাস অনুযায়ী ক্যালেন্ডার/তারিখ মাগরিবের পর থেকে পরিবর্তন হয়। সেহেতু, আজ মাগরিবের পর শুরু হয়েছে যিলক্বদ মাসে...
28/05/2025

⛔ যেহেতু আরবি মাস অনুযায়ী ক্যালেন্ডার/তারিখ মাগরিবের পর থেকে পরিবর্তন হয়।
সেহেতু, আজ মাগরিবের পর শুরু হয়েছে যিলক্বদ মাসের ২৭ তারিখ।
যদি যিলক্বদ মাস ২৯ দিনে শেষ হয় এবং যিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়। তাহলে,
ইংরেজি ২৮ মে বুধবার মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ শুরু হবে পবিত্র যিলহজ্ব মাস।
অর্থাৎ ২৯ মে বৃহস্পতিবার, ১লা যিলহজ্ব।
সে হিসাবে যারা যিলহজ্ব মাসের রোজা রাখতে চান, তারা বুধবার রাতে সাহরি করে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন ইনশাআল্লাহ।

বছরের শ্রেষ্ঠ দশদিন হলো যিলহজ্ব মাসের প্রথম দশ দিন।
পবিত্র রমজানের পর ইবাদতের দ্বিতীয় বৃহৎ মৌসুম হলো যিলহজ্ব মাসের প্রথম ১০ দিন।

কিন্তু এটা সত্য যে আলহামদুলিল্লাহ রমজান মাসে চারদিকে ইবাদতের একটা আমেজ থাকলেও যিলহজ্ব মাসের প্রথম ১০ দিন অন্যান্য সময়ের মতোই অনেক অবহেলায় পার করা হয়।
রমজানে যারা অধিক নেক আমল করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমল করতে পারেননি। তারা যিলহজ্ব মাসের এই প্রথম ১০ দিনকে কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ।

যিলহজ্ব মাসের কিছু আমলসমূহ তুলে ধরা হলোঃ

▪️প্রথমেই নিয়ত সহিহ করে নেওয়া। যে, আমি এই আমলগুলো করবো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।
▪️যিলহজ্ব মাসের প্রথম দশ দিনের আমলের জন্য একটা রুটিন করে নেওয়া। তাহলে একটা টার্গেট থাকবে এবং আমল করতে সুবিধা হবে ইনশাআল্লাহ।

▪️যিলহজ্বের প্রথম ৯ দিন রোজা রাখা। বিশেষত আরাফার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবি ছ্বল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন,
‘‘আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।’’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ২৬৩৬]

▪️সামর্থ্যবান হলে কুরবানি করা।

রসূল ছ্বল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।’’ [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ৩১২৩; হাদিসটি হাসান]

▪️যিলহজ্ব মাস শুরু হওয়ার আগেই চুল, নখ কেটে নেওয়া।
এই দশ দিন নখ ও চুল না কাটা।

নবি ছ্বল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমাদের কেউ যিলহজ্ব মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।’’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ৫০১৩]

▪️চার ধরণের যিকিরে লেগে থাকা।
এছাড়া অন্যান্য যিকির আযকার বেশি বেশি করা।

রসূল ছ্বল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম

28/05/2025

জিলহজের চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এক মহিমান্বিত দশকে প্রবেশ করলাম আমরা।

রমাদানের পরে ইবাদেতের সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। রাসুল (সা.) বলেছেন, আল্লাহর নিকট অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয় [সহিহ বুখারি]।

তাই আসুন, এই শ্রেষ্ঠ দশককে ইবাদতের সৌরভে ভরিয়ে তুলি।
©শায়েখAhmadullah

28/05/2025

সব সম্পর্কের ভিতর মায়া থাকে, কিন্তু সময়ের সাথে সাথে কার কার মায়া টিকে থাকে, সেটাই আসল সত্যি।

😥"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন„😥_ঐতিহ্যবাহী চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া সাহেব ইন...
03/06/2023

😥"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন„😥

_ঐতিহ্যবাহী চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া সাহেব ইন্তেকাল করিয়াছেন.!!😒

'আল্লাহ হযরতের সারা জীবনের খেদমতগুলো কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক,!🤲🥺

🤲আমীন🤲

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801878617115

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque পরিবর্তন নিয়ে উক্তি , বাণী , ক্যাপশন , কবিতা publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à পরিবর্তন নিয়ে উক্তি , বাণী , ক্যাপশন , কবিতা:

Partager