Shorts Tuber USA

Shorts Tuber USA Welcome to my "Shorts Tuber" page! Here you'll find a mix of content that reflects my interests, passions, and experiences.

ক্ষণিকের এই দুনিয়ায় জীবনের চলার পথের কিছু স্মৃতি, কিছু নিঃশব্দ কথা, আমেরিকার নিউ ইয়র্ক থেকে। এই দুনিয়া চিরস্থায়ী নয়। সূরা আল ইমরান এর ১৮৫ নম্বর আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় — ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে' Like and follow my page to stay updated on my latest posts and join the conversation in the comments section. Thank you for being a part of my journey!

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল- ১. পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসাআপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেত...
17/03/2025

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল-

১. পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসা

আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে, তাহলে সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে।

বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না, তাই অন্যের ছায়ায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে।

প্রয়োজন হলে নিজের শহর ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়ে থাকা উচিত, যেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকবে।

২. সাময়িক পিছিয়ে যাওয়া – সফলতার জন্য প্রস্তুতি

অনেক সময় সফলতা পাওয়ার জন্য কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে হয়।

পেস বোলাররা যেমন গতি বাড়াতে পেছনে সরে আসে, তেমনি আপনাকেও মাঝে মাঝে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে।

সমালোচনা আসবেই, কিন্তু একদিন সেই সমালোচনাকারীরাই আপনার প্রশংসা করবে। মনে রাখতে হবে "Success is the best revenge"।

৩. নির্দিষ্ট একটি স্কিল ডেভেলপ করা

আজকের দুনিয়ায় একটি ভালো স্কিল আপনাকে ডিগ্রির থেকেও বেশি প্রোডাক্টিভ করতে পারে।

নিচের যেকোনো একটি স্কিলে দক্ষতা অর্জন করুন:

ভিডিও এডিটিং

গ্রাফিক ডিজাইন

কোডিং

ইউটিউবিং

কন্টেন্ট রাইটিং

রান্নাবান্না ইত্যাদি।

একটানা ছয় মাস একটি স্কিলের পেছনে লেগে থাকুন, দক্ষতা আসবেই।

৪. একজন মেন্টর খুঁজে নেওয়া

সফলতার জন্য একজন উপযুক্ত মেন্টর নির্বাচন করুন।

তার গাইডলাইন অনুসরণ করুন, ভালো বই পড়ুন, কোর্স করুন, ইউটিউব ভিডিও দেখুন।

সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন।

৫. অর্থের সঠিক ব্যবহার ও ভ্রমণের অভিজ্ঞতা

অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করুন।

একটি একটি করে দেশ ভ্রমণ করুন, এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি হবে।

ইন্টারন্যাশনাল কালচারের সাথে পরিচিত হলে বড় দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে।

৬. প্রোডাক্টিভ মানুষের সংস্পর্শে থাকা

অলস বা নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গ এড়িয়ে চলুন।

উদ্যমী, পরিশ্রমী ও সৎ মানুষের সাথে সময় কাটান, তাদের থেকে শেখার চেষ্টা করুন।

৭. নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া

সুস্থ শরীর মানেই সুস্থ মন, তাই নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দিন।

জিম করুন বা বাড়িতে ব্যায়াম করুন, মাত্র ছয় মাসের মধ্যেই শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে।

নিয়মিত ব্যায়াম করলে শক্তিশালী হাত, পেশিবহুল বুক ও মজবুত পা গঠন করা সম্ভব।

৮. সফল ব্যক্তিদের কৌশল ও অভ্যাস অনুসরণ করা

নীচে কয়েকজন সফল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হলো:

এলন মাস্ক: দিনে ১২-১৬ ঘণ্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসী।

ওয়ারেন বাফেট: প্রতিদিন ৮ ঘণ্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন।

স্টিভ জবস: সিম্পল ও ফোকাসড থাকার ওপর জোর দিতেন, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন।

বিল গেটস: নতুন স্কিল শেখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করতেন।

৯. দরকারি বই পড়া ও গবেষণা করা

সফলতা অর্জনের জন্য নিচের কিছু বই পড়তে পারেন:

"Atomic Habits" - James Clear (অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সফল হওয়ার কৌশল)

"Deep Work" - Cal Newport (গভীর মনোযোগ দিয়ে কাজ করার দক্ষতা)

"The 7 Habits of Highly Effective People" - Stephen Covey (সফল ব্যক্তিদের মূল অভ্যাস)

"Think and Grow Rich" - Napoleon Hill (আর্থিক স্বাধীনতা অর্জনের পথ)

১০. ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা

দ্রুত সফলতা আসে না, এজন্য ধৈর্য ধরতে হবে।

দৈনিক ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই দীর্ঘমেয়াদে বড় সাফল্য অর্জন করা সম্ভব।

ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান।

শেষ কথা-

সফলতা একদিনে আসে না, তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন, তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজের স্কিল উন্নয়ন করুন, পরিশ্রম করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন – সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই!

সংগৃহীত ✍️

23/01/2025

আম্মাজান আয়েশা সিদ্দীকা বলেছেন,আমার নবীজি যখন মুচকি হাসি দিতেন তখন নবীজির দাতের ফাঁক দিয়ে নুর চমকাতো সুবাহানাল্লাহ.!

যদি আল্লাহর সৃষ্টি দেখো, তবে তাঁর ক্ষমতার বিশালতা অনুভব করতে পারবে।
22/01/2025

যদি আল্লাহর সৃষ্টি দেখো, তবে তাঁর ক্ষমতার বিশালতা অনুভব করতে পারবে।

22/01/2025

ধীরে ধীরে আমরা পবিত্র রমজান মাসের দিকে
এগিয়ে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ

আমেরিকার যুক্তরাষ্ট্রে চিকিৎসা সেবা ভয়াবহ ব্যয়বহুল।কেমন ব্যয়বহুল একটু উদাহরণ দেই। নরমাল ডাক্তার ভিজিট বাংলাদেশী টাকায় ১০...
11/12/2024

আমেরিকার যুক্তরাষ্ট্রে চিকিৎসা সেবা ভয়াবহ ব্যয়বহুল।

কেমন ব্যয়বহুল একটু উদাহরণ দেই। নরমাল ডাক্তার ভিজিট বাংলাদেশী টাকায় ১০-৩০ হাজার টাকা। কোন কারণে ইমার্জেন্সী রুমে নিতে হলে বিল আসবে দেড়-আড়াই লক্ষ টাকা। হাসপাতালে থাকা লাগলে বিল ৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা আসতে পারে। বাচ্চা হওয়ার সময় নরমাল ডেলেভারির খরচ পড়ে ১০-১৫ লক্ষ টাকা, সিজারিয়ান হলে বিল ৩০ লক্ষ টাকায় ঠেকতে পারে। এপেন্ডিক্স রিমুভাল সার্জারির মত বেসিক সার্জারির বিল ৩০ লক্ষ টাকার উপর চলে আসে!

তো এত ব্যয়বহুল চিকিৎসার ব্যয় মানুষ বহন করে কীভাবে?

হেলথ ইন্সুরেন্সের মাধ্যমে।

মানুষজন ইনস্যুরেন্স কোম্পানিগুলোতে প্রতিমাসে একটা এমাউন্টের টাকা জমা দেয়, যাকে বলে "প্রিমিয়াম"। যখন কারো চিকিৎসা বিল দেওয়া লাগে, তখন সে ইনস্যুরেন্স ক্লেইম করতে পারে। তাও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে পুরো ব্যয় বহন করে তাও না। শুরুতে ক্লায়েন্টকে ব্যয়ের একটা অংশ নিজেরই বহন করতে হয়। তারপর ইন্স্যুরেন্স কোম্পানি টোটাল খরচের একটা অংশ দেয়।

এখন, এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে সবেচেয়ে বড় হলো UnitedHealth Group. প্রায় সাড়ে চার কোটির বেশি মানুষ এই কোম্পানি থেকে হেলথ ইন্স্যুরেন্স নেয়। তাদের টোটাল রেভনিউ হলো ৩৭১ বিলিয়ন ডলারের উপরে আর গতবছর তাদের ইনকাম ছিলো প্রায় ৩২ বিলিয়ন ডলারের বেশি!

এখন প্রশ্ন আসতে পারে, এরা এত টাকা ইনকাম করে কীভাবে! এই ইউনাইটেড হেলথকেয়ার ক্লায়েন্টদের ক্লেইম রিজেক্ট করার জন্য কুখ্যাত। তাদের ক্লেইম রিজেক্ট করার হার ৩২% যা ইন্ড্রাস্ট্রি এভারেজের প্রায় ডাবল! মানে, মাসের পর মাস মানুষ এই কোম্পানিতে প্রিমিয়াম হিসেবে টাকা দিয়ে যায়, আর যখন তাদের জীবন-মরণ অবস্থায় চিকিৎসার দরকার হয়, তখন নানা রকম ছুতো দেখিয়ে এই কোম্পানি তাদের ইন্স্যুরেন্সের টাকা দিতে অস্বীকৃতি জানায়! তাদের এই অস্বাভাবিক লাভের পাহাড় মূলত লক্ষ লক্ষ মানুষের কান্না-মৃত্যুর উপর দিয়ে হয়!

শুধু তাই না, কে টাকা পাবে আর কে পাবে না, সেটা তারা একটা AI দিয়ে নির্ধারণ করে। সেই AI এর সিদ্ধান্ত বিভিন্ন পরীক্ষায় ৯০% ভুল প্রমাণিত হবার পরও তারা সেটা ইউজ করা থামায় নাই। এমন বহু ঘটনা আছে যেখানে তারা মারাত্মক অসুস্থ রোগীর চিকিৎসার মাঝপথে টাকা দেওয়া অফ করে দিয়েছে, রোগী মারা গেছে। তাদের নামে এত এত কন্ট্রভার্সি আর মামলা সেটার লিস্ট পড়তে গেলেও যে কেউ হাঁপিয়ে যাবে।

সম্প্রতি এই ইউনাইটেড হেলথ এর CEO ব্রায়ান থম্পসনকে নিউ ইয়র্কে এক হোটেলের সামনে প্রকাশ্য দিবালোকে ঠান্ডা মাথায় গু/লি করে হ* করা হয়েছে। ঐ হোটেলে সেই সময় কোম্পানির ইনভেস্টরদের মিটিং হচ্ছিলো। গু/লির খোসায় তিনটা শব্দ লেখা ছিলো "Deny" "Delay" আর "Depose" শব্দগুলো, যে পদ্ধতিতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মৃত্যুপথযাত্রী রোগীদের চিকিৎসার টাকা দিতে অস্বীকৃতি জানায়।

এই হ*কাণ্ডের পর একটা মজার ব্যাপার ঘটেছে। একদিকে রাজনীতিবিদ, অন্যান্য কোম্পানির CEO রা গভীর শোক প্রকাশ করছে আর নিন্দাপ্রকাশ করছে, আর উল্টোদিকে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ যতভাবে পারা যায় এই ঘটনা নিয়ে হাস্যরস করছে, মিম বানাচ্ছে, মজা নিচ্ছে। ব্রায়ানের মৃত্যু রিলেটেড প্রতিটা খবরের নিচে “I’m sorry, prior authorization is required for thoughts and prayers,” “Does he have a history of shootings? Denied coverage,” এই ধরণের কমেন্ট করছে, তালির ইমোজি দিচ্ছে, হাসির রিয়েক্ট দিচ্ছে। মিম পেইজগুলোতো মাথা খারাপ অবস্থা, এই ঘটনা নিয়ে বিদেশী মিম পেইজ, 9gag এর মত সাইটগুলো মিমের বন্যা ভাসায় দিচ্ছে। কোথাও ঐ CEO এর জন্য এক ফোঁটা সমবেদনা নাই।

মানুষের এই রিয়েকশন অবশ্য অভাবনীয় না। প্রতি বছর আমেরিকায় গড়ে ৬৮০০০ মানুষ কেবল মাত্র ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর নানা নিয়ম নীতির অজুহাতে টাকা দিতে অস্বীকৃতি জানানোয় বিনা চিকিৎসায় মারা যায় আর এই ব্রায়ান থম্পসনের মত CEO রা ১০-১৫ মিলিয়ন ডলার বোনাস পায় পুরস্কার হিসেবে!

এদিকে এই ঘটনায় দায়ী সন্দেহে যাকে গ্রেফতার করা হয়েছে, Luigi Mangione, সে রাতারাতি ইন্টারনেট সেনশনে পরিণত হয়েছে। তার নামে অসংখ্য আইডি খোলা হচ্ছে, মানুষ তাকে প্রশংসায় ভাসায় দিচ্ছে, তাকে হিরো বানানো হচ্ছে।

কিছুদিন আগের নির্বাচনের পর থেকে বিভক্ত হয়ে পড়া আমেরিকার মানুষজনের দলমত নির্বেশেষ কোন বিষয়ে এমন একাত্মতা দেখানোর নিদর্শন অচিন্তনীয় ছিলো। কিন্তু এই একটা মৃত্যু পুরো আমেরিকার মানুষজনকে একত্রিত করেছে, সমাজের হাতেগোণা কিছু এলিট আর অতি সুশীল বাদে কেউ সেই সিইও এর জন্য সমবেদনা জানাচ্ছে না উলটো দুর্নীতিতে জর্জরিত যুক্তরাষ্ট্রের হেলথকেয়ার সিস্টেম নিয়ে প্রশ্ন উঠাচ্ছে নতুন করে।

আর সবেচেয়ে বড় যে ম্যাসেজটা গেছে, মানুষের চোখের পানি আর রক্ত চুষে সম্পদের পাহাড় গড়া কোম্পানির সিইওদের কাছে। তারা হঠাৎ অনুভব করছে, অঢেল সম্পদের বিলাসী জীবনের আড়ালে আর নিরাপদ নয়, তাদের কারণে আপন মানুষ হারানো, নিঃস্ব হওয়া ভিক্টিমরা আর নীরব থাকবে না। তাদের রাতের শান্তির ঘুম হারাম। কে জানে, এই ঘটনা নতুন এক বিপ্লবের জন্ম দেয় কি না "ল্যান্ড অফ ড্রিম" এ!

Asifur Rahman

Shout out to my newest followers! Excited to have you onboard!Alam Sarker, Nazneen Karim, Md. Suruj Talukder, Raj Un, মে...
11/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Alam Sarker, Nazneen Karim, Md. Suruj Talukder, Raj Un, মেঘলা আকাশ, Syeda Ta-ha Rahaman, Sahnaj Chowdhury, Mahidi Hasan

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Shorts Tuber USA publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager