22/06/2025
_মানুষ প্রায়ই বলে, "ভাগ্যে ছিল না বলেই পাইনি।"
কিন্তু আসলে, সবকিছুর মূলে রয়েছে নিয়ত, বিশ্বাস আর প্রার্থনা। ভাগ্য এমন কিছু নয় যা একবার লেখা হয়ে গেলে আর বদলানো যায় না। যদি তুমি সঠিকভাবে, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে কিছু চাও, তবে সেই দোয়ার শক্তি এতটাই গভীর যে তা আসমান কাঁপিয়ে দিতে পারে।
তাই কখনোই আশা হারিয়ো না. তুমি যা চাও, তা আল্লাহর কাছে চাইতে থাকো, হৃদয় উজাড় করে। কারণ- Dua can change our Taqdeer ❤️