23/04/2025
ছেড়ে যাওয়ার আর ছেড়ে দেওয়া মাঝে একটা পাথক্য আছে!
ছেড়ে যাওয়ার মানে তোমাকে আমি চাইনা
আর ছেড়ে দেওয়া মানে তোমার আমি খুব করে চাই! কিন্তু তোমাকে আমি পাইনা।
হাত বাড়ালেই যাকে তুমি পাও সে হয়তো তোমার ভালো লাগা আর খুব করে চেয়েও তুমি যাকে পাওনা তবুও তুমি তাঁকে চাও কিংবা মনে রাখো
হয়তো সেটাই ভালোবাসা। আর ভালোবাসা মানেই সব সময়ই মানুষটাকে পাওয়ার না কখনো
কখনো না পাওয়া ছাড় দেওয়া কিংবা অপেক্ষা করা এগুলো কিন্তু শুদ্ধতম ভালোবাসা বলে!