15/09/2024
নবী কি হাদীস লিখিত দিয়ে গেছেন?
(পর্ব -১)
হাদীস অশিকারকারি অভিযোগ করে থাকে, হাদীছ রাসূল (সা)-এর জীবদ্দশায় পরিপূর্ণ লিখিত হয়নি। অতএব হাদীস গ্রহণযোগ্য না।
জবাব , পবিত্র কুরআনও লিখিত আকারে আসমান থেকে অবতীর্ণ হয়নি। যে মুখ থেকে ছাহাবীগণ পবিত্র কুরআন শুনতেন, হাদীছও ঠিক ওই একই মুখ থেকে তারা শ্রবণ করতেন। কুরআন মাজীদও মুখস্থ করার মাধ্যমে ছাহাবীগণ সংরক্ষণ করতেন। হাদীছও মুখস্থ করার মাধ্যমে তারা সংরক্ষণ করতেন। লিখিত না থাকার কারণে যদি হাদীছ অগ্রহণযোগ্য হয়, তাহলে লিখিত আকারে অবতীর্ণ না হওয়ার কারণে কুরআনও কি অগ্রহণযোগ্য হয়ে যাবে? নাঊযুবিল্লাহ!
যেমনটা তৎকালীন কাফের-মুশরিকগণ বলেছিল,
وَلَن نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتّٰى تُنَزِّلَ عَلَيْنَا كِتٰبًا نَّقْرَؤُهُۥ
হে মুহাম্মাদ! আমরা কখনো ঈমান আনবো না যতক্ষণ না তুমি আল্লাহর পক্ষ থেকে লিখিত কিতাব নিয়ে আসো’। (সুরা বানী ইসরায়েল ১৭:৯৩)
তাদের এই দাবির উত্তরে মহান আল্লাহ বলেন,
وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ
‘আর আমি যদি আপনার প্রতি লিখিত কিতাব অবতীর্ণ করতাম, তাহলে কাফেরগণ সেই কিতাব নিজে হাতে স্পর্শ করে বলত, নিশ্চয় এটি জাদু’ (আল-আনআম, ৬/৭)।
অন্য আয়াতে মহান আল্লাহ বলেন,
وَلَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتَى وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَا كَانُوا لِيُؤْمِنُوا
‘আর আমি যদি সরাসরি ফেরেশতা অবতীর্ণ করতাম ও মৃত ব্যক্তিরাও তাদের সাথে কথা বলত এবং আমি যদি সকল সৃষ্টিজীবকে জীবিত অবস্থায় তাদের সামনে পেশ করতাম, তবুও তারা ঈমান আনয়ন করত না’ (আল-আনআম, ৬/১১১)।
উক্ত আয়াত দুটি থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, কুরআনে কারীম যেহেতু লিখিত আকারে অবতীর্ণ হয়নি, সেহেতু তৎকালীন কাফের-মুশরিকগণের বিষয়টি নিয়ে অভিযোগ ছিল। তারা প্রশ্ন উত্থাপন করে যে, যেহেতু মূসা আলাইহিস সালাম-এর নিকট লিখিত কাষ্ঠফলকে তাওরাত অবতীর্ণ হয়েছে, সেহেতু কুরআন কেন লিখিত আকারে অবতীর্ণ হবে না?
উক্ত অভিযোগের অতি স্পষ্ট ভাষায় মহান আল্লাহ উক্ত আয়াত দুটিতে উত্তর দিয়েছেন। মহান আল্লাহ প্রদত্ত এই পাল্টা উত্তর বা যুক্তি হাদীছের ক্ষেত্রেও প্রযোজ্য। উক্ত আয়াত দুটি প্রমাণ করে, লিখিত থাকা ইসলামে বিশ্বাসযোগ্য দলীল হওয়ার মানদণ্ড নয়। বরং ইসলামে জ্ঞান গ্রহণ ও বিতরণের মূল ভিত্তিই হচ্ছে মুখস্থশক্তি।