JR Arian helping hend

18/03/2023

টিকটক মিলন মেলায়

16/03/2023

দেখুন শুটিং কিভাবে করে!!

চ্যানেল আইয়ের ধারাবাহিক নাটক বউ রাশি।
কেন্দ্রীয় চরিত্রে: ডিএ তায়েব, মৌমিতা মৌ,আনহা তামান্না, রেবেকা আরো এবং আমি জুয়েল রানা আরিয়ান সহ অনেকে।

শোক সংবাদ 😭😭আবারো দুঃখে সাগরে ভাসতে হলো আমাদের প্রিয় মানুষ ডিএ তায়েব ভাইয়া ও তার পরিবার কে। মেজ ভাইয়ের শোক কাটতে না ...
01/02/2023

শোক সংবাদ 😭😭
আবারো দুঃখে সাগরে ভাসতে হলো আমাদের প্রিয় মানুষ ডিএ তায়েব ভাইয়া ও তার পরিবার কে। মেজ ভাইয়ের শোক কাটতে না কাটতেই গর্ভধারিনী মাকে হারালে প্রিয় এই নায়ক।
আজ সন্ধ্যা আনুমানিক সাতটার সময় পৃথিবীর মায়া ত্যাগ করে পরিবার পরিজন সকলকে ভুলে গিয়ে শেষ বিদায় নিয়ে পরকাল গমন করলেন আমাদের প্রিয় মানুষ ডিএ তায়েব ভাইয়ার মা জননী।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭 মহান আল্লাহ যেন প্রিয় মা কে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য্য ও এই শোক সইবার তৌফিক দান করেন আমিন।🤲🤲 মায়ের হাসি মুখটা আর কখনো দেখা হবে না। এতিম হয়ে গেলেন প্রিয় মানুষটি। তার কান্নার বিজড়িত কন্ঠ আমার কানে এখনো বাধছে। মহান আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করি আল্লাহ যেন প্রিয় মানুষটিকে ধৈর্য ও শোক সয়বার তৌফিক দান করেন আর প্রিয় মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।

29/01/2023

আমার প্রিয় মানুষ সুপার হিরো ডিএ তায়েব ভাইয়ার আপন মেজো ভাই মরহুম ডিএ কাদের ভাই এর দোয়া মাহফিল এর শেষে একাংশ। দোয়া করি আল্লাহ যেন প্রিয় ভাই কে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।🤲🤲🤲

প্রিয় পরিবারটির উপর, মহান আল্লাহতালার কাছে বিনয়ের সঙ্গে চাওয়া । মহান আল্লাহ তা'আলা যেন আমাদের মানবতার নায়ক প্রিয় ডি...
25/01/2023

প্রিয় পরিবারটির উপর, মহান আল্লাহতালার কাছে বিনয়ের সঙ্গে চাওয়া । মহান আল্লাহ তা'আলা যেন আমাদের মানবতার নায়ক প্রিয় ডিএ তায়েব ভাইয়া ও তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। করোনা কালীন সময়ে বড় ভাইকে হারানোর যন্ত্রণা। তার কিছুদিন পরেই দুলাভাইকে হারানোর যন্ত্রণা😭 জানুয়ারি ২৫ তারিখ হঠাৎ তার মেজো ডিএ কাদের ভাই কে এমন অকাল মৃত্যুতে প্রিয় পরিবারটি খুবই মর্মাহত এবং আঘাতপ্রাপ্ত। শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত। এমন বিপদ যেন মহান আল্লাহতালা আর কোন পরিবারকে না দেন। ভাই হারানোর যন্ত্রণা কতটা কঠিন যার হারায় সেই বোঝে। ভাই হারানোর কথাটা শুনেই প্রিয় মানুষটি পাগলের মত হয়ে গেছে।যা নিজের চোখে দেখে আমার বুক ফেটে চোখ দিয়ে কান্না আসছে। আমিও আমার বড় ভাই কে হারিয়েছি ৩ বছর আগে। তাই তো ভাই হারানোর যন্ত্রণা এখনো মেনে নিতে পারে না। তাই, আমি এবং আমরা সকলেই খুবই মর্মাহত। ফোনের মাধ্যমে যখন প্রিয় মানুষটি কথা বলল তার কান্নার কণ্ঠস্বর আমাকে আরো স্তব্ধ করে দিয়েছে। শুধু দোয়া করব মহান আল্লাহ যেন মরহুম ডিএ কাদের ভাই কে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং প্রিয় পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন 🤲🤲😭

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque JR Arian publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à JR Arian:

Partager