 
                                                                                                    15/05/2024
                                            কারো প্রেমে পড়া খারাপ না!
সারাদিন তার কথা ভেবে যাওয়াও খারাপ না!
কোন একজন তোমায় পাত্তা না দিলেও তার প্রতি প্রচন্ড ভাবে টান থাকাটা মন্দ না!
শুধু তোমায় জানতে হবে কখন কোথায় থেমে যেতে হবে, তোমায় বুঝতে হবে কোনটা বিশ্বাস আর কোনটা আশ্বাস! 
ভুল সবাই করে তাতে কোন ক্ষতি নেই! 
তবে এক ভুল বার'বার করলে, ক্ষতি আছে!🫠                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  