দৈনিক জনগণের কন্ঠ

দৈনিক জনগণের কন্ঠ official page
দৈনিক জনগণের কন্ঠ following

24/07/2025

শেরপুর জেলায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ২ নেতাকে পুলিশে দিল বিএনপি।
সাথে তাদেরকে দল থেকেও বহিষ্কার করেছে দলটি।
ধন্যবাদ বিএনপিকে। ❤

10/07/2025

যৌতুক না পেয়ে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে...

08/07/2025

মায়ামির শিবিরে লিওনেল মেসিকে ঘিরে আবারও শুরু হয়েছে গুঞ্জন।

06/07/2025

জামাত নেতা হারুনের বিরুদ্ধে অভিযোগ
লালমনিরহাট-৩ আসনের জামায়াতের সংসদ প্রার্থী হারুন সাহেব ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর বড়বাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিকে সাথে নিয়ে প্রচরণায় ব্যস্ত। তার প্রমাণ স্বরূপ ভিডিও।

06/07/2025

ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। এর আগে গতকাল শনিবার সকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

অনুষ্ঠানে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে। পরকালীন জবাবদিহির ভয়ে ভীত জনগণের কোনো নেতা রাষ্ট্রের সম্পদ চুরি ও লুণ্ঠন করতে পারেন না। কর্তৃত্ব নয়, সেবা পরায়ণতাই হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস দেয়াল ঘড়ি প্রতীকে অংশগ্রহণ করবে।

আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।

সভায় ঢাকা বিভাগের সংসদীয় আসনগুলোর সম্ভাব্য প্রার্থীগণ নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা ও তৎপরতার রিপোর্ট পেশ করেন। সভায় ঘোষিত প্রার্থীগণ হলেন—টাঙ্গাইল-১ মাওলানা কেএম আনসার আলী, টাঙ্গাইল-২ মুফতি আব্দুল মালেক, টাঙ্গাইল-৩ মুফতি বছির উদ্দিন বিপ্লবী, টাঙ্গাইল-৪ মুফতি আবদুর রহমান মাদানী, টাঙ্গাইল-৫ মো. ছানোয়ার হোসেন সরকার, টাঙ্গাইল-৬ আব্দুল মান্নান সেখ, টাঙ্গাইল-৭ মুফতি আবু তাহের তালুকদার, টাঙ্গাইল-৮ মাওলানা মো. শহীদুল ইসলাম, কিশোরগঞ্জ-১ হিফজুর রহমান খান, কিশোরগঞ্জ-২ মাওলানা সাঈদ আহমদ, কিশোরগঞ্জ-৩ আতাউর রহমান শাহান, কিশোরগঞ্জ-৪ ওলিউর রহমান, কিশোরগঞ্জ-৫ মাওলানা আবদুল আহাদ, কিশোরগঞ্জ-৬ সাইফুল ইসলাম সাহেল, মানিকগঞ্জ-১ মুফতি আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ-২ এসএম সালাহউদ্দিন, মানিকগঞ্জ-৩ তাওহিদুল ইসলাম তুহিন, মুন্সীগঞ্জ-১ মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান মৃধা, মুন্সীগঞ্জ-৩ আব্বাস কাজী, ঢাকা-১ সিকদার মোবারক হোসেন, ঢাকা-৩ নূর হোসেন, ঢাকা-৫ সেলিম হোসাইন আজাদী, ঢাকা-৬ কাজী সরদার নেয়ামত উল্লাহ, ঢাকা-৯ ফয়েজ বক্স সরকার শহীদ, ঢাকা-১০ আহমদ আলী কাসেমী, ঢাকা-১১ অধ্যাপক সিদ্দিকুর রহমান, ঢাকা-১২ ফারুক আহমদ ভূঁইয়া, ঢাকা-১৩ মোহাম্মদ শাহজাহান, ঢাকা-১৪ মুফতি মিজানুর রহমান, ঢাকা-১৫ শেখ মুহাম্মদ সুলাইমান, ঢাকা-১৬ ডা. রিফাত হোসেন মালিক, ঢাকা-১৭ লে. কর্নেল (অব.) ডা. এমদাদুল হক।

ঢাকা-১৮ সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ঢাকা-১৯ অধ্যাপক এনামুল হক, ঢাকা-২০ মুফতি আশরাফ আলী, গাজীপুর-১ আবদুল হালিম আল হেরা, গাজীপুর-২ খন্দকার রুহুল আমীন, গাজীপুর-৩ সুলতান মাহমুদ, গাজীপুর-৫ মাওলানা আজীজুল হক, নরসিংদী-১ হাফেজ মহিউদ্দিন জামিল, নরসিংদী-২ নূরুল আবসার শাহীন, নরসিংদী-৫ জাকির হোসাইন কাসেমী, নারায়ণগঞ্জ-১ মো. এমদাদুল হক, নারায়ণগঞ্জ-২ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ-৩ মুফতি সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ-৫ এবিএম সিরাজুল মামুন, রাজবাড়ী-২ অধ্যাপক কাজী মিনহাজুল আলম, গোপালগঞ্জ-১ মাওলানা কাজী রফিকুর রহমান, গোপালগঞ্জ-২ জিএম মনিরুজ্জামান মিন্টু, গোপালগঞ্জ-৩ মাওলানা আলী আহমদ, মাদারীপুর-৩ মনির হোসেন আকঞ্জি, শরীয়তপুর-১ মো. মিজানুর রহমান, শরীয়তপুর-২ দেলাওয়ার হোসাইন, শরীয়তপুর-৩ মাওলানা ইউসুফ ইসলাম।

কালবেলা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

জাতীয় নির্বাচনসংসদীয় আসনখেলাফত মজলিসপ্রার্থী ঘোষণাঢাকা বিভাগ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

মেজর হাফিজ
ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে শেখ হাসিনা
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম|প্রিন্ট সংস্করণ
অ- অ+facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttoncopy sharing button
ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে শেখ হাসিনা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে। জনগণ দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়াঙ্গনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর খুব কম সংগ্রামেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায়। শেখ হাসিনার বীভৎসতা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয়।

Ad

চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর ধানমন্ডি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূতি পালন কমিটির সদস্য সচিব এবং বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার শাসনামলকে ভয়াবহ আখ্যা দিয়ে রিজভী বলেন, আজকে চৌধুরী আলম, সাজেদুল হক সুমন, ইলিয়াস আলী তারা কোথায়? তাদের তো শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে। সুতরাং তাদের ঠিকানা তো শেখ হাসিনার জানার কথা। তার শাসনামল তো ছিল নৈরাজ্যকর ও ভয়াবহ। অনেকেই তুলে নিয়ে আয়না ঘরে প্রথমেই বেদম মারধর করা হয়েছে। সম্প্রতি গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট যেটি জমা দেওয়া হয়েছে, তাতে যে তথ্য উল্লেখ আছে, তা যদি পড়ি তাহলে আমাদের রক্ত হিম হয়ে যায়, লোম খাড়া হয়ে যায়। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে।

কালবেলা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মন্তব্য করুন

কালবেলা গোপনীয়তার নীতি শর্তাবলি মন্তব্য প্রকাশের নীতিমালা বাংলা কনভার্টার বিজ্ঞাপন যোগাযোগ
সম্পাদক : সন্তোষ শর্মা

প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ

সোশ্যাল মিডিয়া
নিউজলেটার
কালবেলা থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।
মোবাইল অ্যাপস
অ্যান্ড্রয়েড
আইফোন
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
স্বত্ব © কালবেলা মিডিয়া লিমিটেড ২০২৫

05/07/2025

পিওনের ৪০০ কোটি টা'কা বানাতে আগে লাগতো ১৫ বছর, এখন লাগে ৩ মাস: রুমিন ফারহানা

05/07/2025

রংপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে

05/07/2025

হাতীবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরনবী কাজল গ্রে'ফ'তার

04/07/2025

বিএনপিকে জড়িয়ে সার্জিসের স্টাটাস,প্রতিবাদ করলো বিএনপি

দৈনিক জনগণের কন্ঠ
NTV Amir Bangla TV

04/07/2025
21/06/2025

নতুন কিছু রাজনৈতিক ভিডিও নিয়ে আসছি,
কে হবে বাংলাদেশের সরকার? মতামত দিবে জনতা🎯

08/02/2025

Adresse

Rangpur Division
Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque দৈনিক জনগণের কন্ঠ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager