Tota's Times-USA

Tota's Times-USA Assalamu Alaikum. This page is for you. Thanks for your love and contributions. My page monetization is off.

Allah bless you..আস সালামু আলাইকুম। এই পেজটি আপনাদের জন্য। ধন্যবাদ পেজের সাথে থাকার জন্য। আমার পেজ কোন রকম এড শো করে না।🌻🌻

বাসায় থাকতে দিনে দুইবেলা হেঁটে মোড়ে যেতাম চা খাইতে৷ রেগুলার রুটিন ছিল।এখন ইউনিভার্সিটিতে যাই ২/৩ বার দিনে, এই রাস্তা দিয়...
08/07/2025

বাসায় থাকতে দিনে দুইবেলা হেঁটে মোড়ে যেতাম চা খাইতে৷ রেগুলার রুটিন ছিল।
এখন ইউনিভার্সিটিতে যাই ২/৩ বার দিনে, এই রাস্তা দিয়ে। রাস্তা খুব পরিচিত হয়ে গেছে।

08/07/2025

ভাগ্যের জোরে সফল হওয়া ব্যক্তিদের সংখ্যা সীমিত। পরিশ্রমের জোরে সফল হওয়া ব্যক্তিদের সংখ্যা অগণিত।
কিছু করতে চাইলে ভাগ্যের উপর বসে থাকাটা বোকামী।

08/07/2025

টাকার শক্তি অনেক। কিন্তু,
কেবল টাকা না থাকলেই টাকার এই শক্তি বোঝা উপলব্ধি করা যায়।
যার আছে সে বোঝে না, যার নেই সেই বোঝে।

১৯৫৭ সালে মহাকাশে পাঠানো প্রথম প্রাণী যে  পৃথিবীর কক্ষপাতে ঘুরতে সক্ষম হয়েছিল। তার আগেও অনেক প্রাণী মহাকাশের উদ্দেশ্যে প...
07/07/2025

১৯৫৭ সালে মহাকাশে পাঠানো প্রথম প্রাণী যে পৃথিবীর কক্ষপাতে ঘুরতে সক্ষম হয়েছিল। তার আগেও অনেক প্রাণী মহাকাশের উদ্দেশ্যে পাঠানো হলেও তারা কক্ষপাত ঘুরতে সক্ষম হয়নি।

কানাডার ভুয়া ভিসা কিভাবে যাচাই করবেন সেই নিয়ে একটা ভিডিও বানাবো শীঘ্রই। পেজের সাথে থেকে জানতে পারবেন। এখানে কি কি ভুল সব...
06/07/2025

কানাডার ভুয়া ভিসা কিভাবে যাচাই করবেন সেই নিয়ে একটা ভিডিও বানাবো শীঘ্রই। পেজের সাথে থেকে জানতে পারবেন। এখানে কি কি ভুল সব পয়েন্ট করা হবে।

06/07/2025

আমেরিকার ডলারের ডিজাইন অনেক সাদামাটা এবং সাদাকালো রঙের আধিক্য কিন্তু সব থেকে পাওয়ারফুল।
অন্যদিকে কিছু দেশের টাকা দেখলে মনে হয় এদের হাই লেভেল আর্টিস্ট দিয়ে বানানো কিন্তু মানে শক্তিশালী নাহ!

06/07/2025

কোন স্বপ্ন থাকলে সেটার পিছনে পরিশ্রম করুন। শুধু স্বপ্ন দেখে অলস বসে থাকলে সেটা পূরণ করা দিনে দিনে কঠিন হয়ে যাবে।

05/07/2025

বাংলাদেশে না জন্মালে জীবনে অনেক টুইস্ট মিস করতাম। প্রতিদিন কিছু না কিছু ভাইরাল হয়, আর পরে তাই নিয়ে টুইস্ট আর টুইস্ট!

আমাদের ফল বাগান থেকে প্রতিবছর শত শত কাঁঠাল মানুষদের দিয়ে দেওয়া হয়। অথচ আমেরিকাতে এসে একটু স্বাদ নেবার জন্য কিনতে গিয়েও ক...
05/07/2025

আমাদের ফল বাগান থেকে প্রতিবছর শত শত কাঁঠাল মানুষদের দিয়ে দেওয়া হয়। অথচ আমেরিকাতে এসে একটু স্বাদ নেবার জন্য কিনতে গিয়েও কিনলাম না। একটা কাঁঠালের ১/৮ অংশের দাম ১০০০৳ এর উপরে। স্থানভেদে পণ্যের মূল্য অনেক হয় আর কি!

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Tota's Times-USA publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager