দৈনিক খবর প্রতিদিন

দৈনিক খবর প্রতিদিন Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de দৈনিক খবর প্রতিদিন, Site web d’actualités, Democratic Republic of the.

কালিহাতীতে  ৮ জুয়াড়ু  গ্রেফ্তার[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায়  জুয়ার আসর থে...
18/07/2025

কালিহাতীতে ৮ জুয়াড়ু গ্রেফ্তার
[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ুকে৷ গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ।
পুলিশের এই অভিযান চলে বৃহস্পতিবার রাতের দিকে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার বলাই ঠাকুরের ছাপড়া ঘর থোকে ৬৭ হাজার ৫শ টাকা, একটি কম্বল ও জুয়া খেলায় ব্যবহৃত তিন সেট তাস সহ
মশাজান গ্রামের মৃত আজমত আলীর ছেলে আঃ আজিজ (৫২), এলেঙ্গা গ্রামের মৃত মহর বেপারীর ছেলে মোঃ আনছের আলী (৬০), একই গ্রামের মৃত নলনীর ছেলে সুমন বনিক (৪২), বানিয়াবাড়ী গ্রামের মৃত দুলু শেখের ছেলে মোঃ আমজাদ হোসেন (৬৭), এলেঙ্গা গ্রামের মৃত সুবল চন্দ্র শেখের ছেলে অমূল্য চন্দ্র ঘোষ (৬৫), মৃত সুশীল মালাকারের ছেলে শ্যামল কুমার মালাকার (৫৫), বাঁশি গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুল হালিম (৫৩), এবং পৌলি গ্রামের মৃত পেয়ার আলী মন্ডলের ছেলে মোঃ হযরত আলী (৭৩)দেরকে গ্রেপ্তার করো।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।

কলেজের ওয়াশরুমে ছাত্রী ধ`র্ষ`ন  ধ`র্ষ`ক গ্রে`ফ`তার[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]ওয়াশ রু‌মে এক ছাত্রী ধ`র্ষ`ণের ঘ`ট`ন...
11/07/2025

কলেজের ওয়াশরুমে ছাত্রী ধ`র্ষ`ন ধ`র্ষ`ক গ্রে`ফ`তার
[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]
ওয়াশ রু‌মে এক ছাত্রী ধ`র্ষ`ণের ঘ`ট`নায় জাবির আব্দুল্লাহ নামে এক ছাত্রকে গ্রে`ফ`তার করেছে পুলিশ
রাজবাড়ীর ড.কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জের ওয়াশরু‌মে একছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উ‌ঠে‌ছে। এঘটনায় আজ ওই ছাত্রীর বাবা পাংশা ম‌ডেল থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছে। মামলার পর অ‌ভিযুক্ত ওই ছাত্রকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

বুধবার সকা‌লে পাংশা উপ‌জেলার ড.কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জে এঘটনা ঘ‌টে।

মামলার এজাহা‌রে উ‌ল্লেখ করা হয়, অ‌ভিযুক্ত ওই কি‌শোর ছাত্র বাহাদুরপুর ইউ‌নিয়‌নের ডা‌ঙ্গিপাড়া গ্রা‌মের বা‌সিন্দা। ড.কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জের একাদশ শ্রেণীর ছাত্র- ছাত্রী হওয়ায় তা‌দের ম‌ধ্যে প‌রিচয় হয়। বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে ওই ছাত্রী‌কে একা‌ধিকবার ধর্ষণ ক‌রে। সর্বশেষ গত মঙ্গলবার ক‌লে‌জের ওয়াশরু‌মে নি‌য়ে তা‌কে ধর্ষণ ক‌রে। প‌রে বিষয়‌টি ক‌লেজ কতৃপক্ষ টের পে‌য়ে অ‌বিভাবক‌দের খবর দেয়।

পাংশা মডেল থানার ও‌সি সালাঊ‌দ্দিন ব‌লেন, ওই ছা‌ত্রির বাবা বা‌দি হ‌য়ে আজ মামলা দা‌য়ের ক‌রে‌ছে। মামলার পর আসা‌মি‌কে গ্রেপ্তা‌রের পর আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

10/07/2025

টাঙ্গাইল মধুপুরে ৮০ হাজার অবৈধ গাছ ধংস করেছে প্রশাসন
[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]
টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ৮০ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করলেন উপজেলা প্রশাসন।

বুধবার (৯জুলাই) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন নার্সারী থেকে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা এনে নার্সারী মালিকদের সামনেই ধ্বংস করা হয় এসব পরিবেশ বিনষ্টকারী নিষিদ্ধ গাছের চারা।

সরকার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ ঘোষণা করার পর দেশে প্রথমবারের মতো এসব ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হলো।

এ উপলক্ষে গত মঙ্গলবার (৮ জুলাই)মধুপুর উপজেলা চত্বরে ৩দিনব্যাপি বৃক্ষ মেলা অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশিক পারভেজ বৃক্ষ মেলার ১ম দিনে ৪০ হাজার নিষিদ্ধ গাছ ধংস করার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন।

এর ধারাবাহিকতায় আজ ২য় দিনে ৪০ হাজার গাছ ধংসের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা জুবায়ের হোসেন। এসময় তিনি বলেন, এ উপজেলা চত্বরে ২দিনে মোট ৮০ হাজার নিষিদ্ধ গাছ ধংস করা হলো, পরবর্তীতে এলাকা ভিত্তিক অভিযান পরিচালিত হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা সমাজ সেবা অফিসার মো মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা সহ উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতিসহ  ছিনতাইকার  গ্রেপ্তার [[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]রাজধানীর মোহাম্মদপুর থানাধী...
09/07/2025

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতিসহ ছিনতাইকার গ্রেপ্তার
[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১ জন সক্রিয় সদস্য শুভ ওরফে হৃদয় (২০)’কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

র্যাব-২ এর এই অভিযান চলে
৮ জুলাই ২০২৫ রাতের দিকে।

র‌্যাব-২ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যে রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে শুভ ওরফে হৃদয় কে গ্রেপ্তার করে।
এ সময় তার সঙ্গে থাকা অন্য ২ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আসামির কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ১ টি চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় , তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিস্তল গুলিসহ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার [[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]ঢাকার সাভারে মোহাম্মদ টুটুল নামে এক শীর্ষ স...
07/07/2025

পিস্তল গুলিসহ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার
[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]
ঢাকার সাভারে মোহাম্মদ টুটুল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে টু টু লং রাইফট পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের এই গ্রেপ্তারী অভিযান চলে
৬ জুলাই দিবাগত রাতের দিকে।

আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টুটুল (৩৪) ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার লিয়াকত আলীর ছেলে।

সাভার থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: ফয়সাল আলম এর নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেক পোস্ট বসিয়ে রিক্সা যোগে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা রিক্সার গতিরোধ করে রিক্সায় থাকা টুটুলের দেহ তল্লাশী করে। এ সময় তল্লাশি কালে তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার- কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তার আরও দুই সহযোগীর তথ্য পাওয়া গেছে, গ্রেপ্তার মোহাম্মদ টুটুলসহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর টুটুলকে আদালতে সোপর্দ করে ।

সংগঠনের উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করেন  সংগঠনের নেতৃবৃন্দ[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]] প্রতিবেদক কাজল::জমকালো...
05/07/2025

সংগঠনের উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ
[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]
প্রতিবেদক কাজল::
জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।

জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৪ জুলাই ২০২৫ সন্ধায়, সিলেট বিয়ানী বজার উপদেষ্টার নিজ বাসায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশন সংগঠনের নেতৃবৃন্দ। সাথে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং সংগঠনের সম্মানিত চেয়ারম্যান মো, লাভলু মিয়া।

উপদেষ্টা আনোয়ার হোসেন সংগঠনের নেতৃবৃন্দের সাথে
আলোচনা বৈঠক করেন। বৈঠকে আলোচনার বিষয় ছিল সংগঠনের উননয়ন ভবিষ্যৎ পরিকল্পনা , এবং কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তারের করা যায়।
তিনি আরো করেন—সমন্বিলিত প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনকে একটি শক্তিশালী, বিশ্বস্ত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা সম্ভব।

সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞাকে বুড়োআংগুল হরিণ শিকার[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা...
01/07/2025

সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞাকে বুড়োআংগুল হরিণ শিকার
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]
সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কুচক্রী মহল প্রতিনিয়ত সুন্দরবনে হরিণ শিকারে নিমিত্তে ফাঁদ পেতে চলেছে।

খুলনা বিভাগের অন্যতম জেলা সাতক্ষীরা।বনবিভাগের প্রধান কার্যালয় এই জেলার শ্যামনগর উপজেলার বুড়িবুড়িগোয়ালিনী অবস্থিত।

সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনগোষ্ঠী তার মধ্যে অন্যতম কয়রা গোলখালি ঘড়িলাল গাবুরা মীরগান সহ অসংখ্য এলাকা হাজার নিষেধাজ্ঞা সত্ত্বেও একদল কুচক্রী মহল প্রতিনিয়ত সুন্দরবনে হরিণ শিকারে নিমিত্তে ফাঁদ পেতে চলেছে।

কোনভাবে বন বিভাগের কাছে খবর আসলে তাৎক্ষণিক আইনত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জানান। টহলকৃত অবস্থায় বন বিভাগের সদস্য, সিপিসি সদস্য হরিণের শিকারের ফাঁদ অনেকবার উদ্ধার করেছেন।কখনো জীবিত আবার কখনো মৃত।

মূলত বিশ্বের একক ম্যানগ্রোভ সুন্দরবন দর্শনীয় ও প্রাকৃতিক সম্পদে ভরপুর।সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময় বিশেষ করে, কাকড়ার প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে।যে কারণবশত জীববৈচিত্রের বংশবিস্তার এবং সুরক্ষার নিমিত্তে তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।অভিযোগে প্রকাশ,

বেপরোয়া একদল হরিণ শিকারি চক্র রাতের আঁধারে হরিণ শিকারের পায়তারা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। গাবুরা ঘড়িলাল মিরগাং কয়রা এ সকল স্থানে বিভিন্ন চক্র সক্রিয়।এই বিষয়ে রেঞ্জ সহকারি এবিএম হাবিবুর ইসলাম বলেন বনবিভাগ সর্বদা সোচ্চার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল সুন্দরবন রক্ষা করার দায়িত্ব আপনার আমার, আমাদের সকলের।

এটা আমাদের দেশীয় গৌরব সঠিক ইনফরমেশন পেলেই দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।সতর্ক এবং সজাগ অবস্থানে রয়েছে বনবিভাগ।উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর মানবতায় যেটুকু সম্ভব সেটুকু মানানসই। ছবিটি বিগত দিনের হরিণ শিকারিদের হাত থেকে উদ্ধার মুহূর্ত। সম্প্রতি সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম দরিদ্র হতদরিদ্র জেলে বাওয়ালিদের প্রতি সদয় ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।।।

এইচএসসি পরীক্ষার্থী  নিখোঁজ সাভারে উদ্ধার [[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]*রাজধানীর বসুন্ধরা  বাসা থেকে  এইচএসসি...
30/06/2025

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ সাভারে উদ্ধার
[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]
*রাজধানীর বসুন্ধরা বাসা থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য বের হয় মাহিরা বিনতে মারুফ (পুলি) ডারপর সাভার থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪।
র‌্যাব-৪ এর এই অভিযান চলে ২৯ জুন ২০২৫ রাতের দিকে।
র‌্যাব-৪ জানয়, পুলির
পরীক্ষা কেন্দ্র ছিলো মিরপুর সরকারি বাঙলা কলেজ। তিনি মিরপুর সরকারি বাঙলা কলেজ সেন্টারে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রবিবার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে যান। ওই দিন দুপুর ১টার মধ্যে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যান। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, তিনি ওই দিন পরীক্ষাকেন্দ্রে উপস্থিতই হননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও দিনভর মাহিরা’কে না পেয়ে তার পরিবার ডিএমপির গুলশান বিভাগের ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিক্ষার্থীর পুলি জানায়, ২৯ জুন ২০২৫ তারিখ তার এইচএসসি পরীক্ষা ছিলো। সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে মিরপুর সরকারি বাঙলা কলেজ সেন্টারে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পর পরই একজন মহিলা তার সাথে কথা বলতে আসে, কথা বলার এক পর্যায়ে মহিলা চেতনা নাকশ কিছু দ্রব্য তার নাকের সামনে ধরলে মেয়েটি অজ্ঞান হয়ে যায় এর পরে সে আর কিছু মনে করতে পারে না। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি রুমের ভিতরে আবিষ্কার করে।

অজ্ঞাত বাসায় বেশ কিছুসময় অতিবাহিত হওয়ার পরে সুকৌশলে বাসা থেকে বের হয়ে যায়।

র‌্যাবের টহল দল তখন ভিকটিমের সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে তাকে উদ্ধার করে এবং হেফাজতে নেয়।

উদ্ধারকৃত ভিকটিমকে প্রাথমিক আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

রাতে দরজা ভেঙ্গে হিন্দু মেয়েকে ধর্ষণ [[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]কুমিল্লায় নিজ বাবার বাড়িতে ধর্ষনের শিক...
29/06/2025

রাতে দরজা ভেঙ্গে হিন্দু মেয়েকে ধর্ষণ
[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

কুমিল্লায় নিজ বাবার বাড়িতে ধর্ষনের শিকার হন এক হিন্দু নারী, পরে এলাকার লোকজন এসে উদ্ধার করে ঐ নারীকে আর আটোক করে ধর্ষক ফজর আলীকে। ফজর আলী একই গ্রামের শহিদ মিয়ার ছেলে বিএনপির নেতা বলে পরিচিত।
ধর্ষণের এই ঘটনা ঘটে ২৬জুন ২০২৫ দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে।
স্থানিয় সুত্রে জানাযায়, কুমিলা মুরাদ নগর থানার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন বাহের চর পচকিত্তা গ্রামে এই হিন্দু নারীর বাবার বাড়ি, প্রায় ১৫দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন ঐনারী , রাতে খাবার খেয়ে নিজ বাবার বাড়িতে দরজা লাগিয়ে শুয়েছিল এই হিন্দু নারী। হঠাৎ দরজা ধাক্কাদিয়ে দরজা খুলতে বলে ফজর আলী। দরজা না খুল্লে এক পর্যায় ধরজা ভেঙ্গে ঘরে ঢুকে ফজর আলী এবং ধর্ষণ করার জন্য জোর করতে থাকে, ধচতাধচতির শব্দ শুনে আশপাশের লোকজন আসতে আসতে ধর্ষন করতে থাকে ফজর আলী। নারীকে উদ্ধার করে আর ফজর আলীকে আটক করে ফ্যামিলিকে খবর দেয়। গ্রামের নিরহ লোকজনকে বিএনপির নেতা বলে ভয়ভিত দেখিয়ে চলে যায়।
পরে ঐনারী নিজে বাদিহয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান ভুক্তভোগী নিজে বাদি হয়ে মামলা করেছেন , আর আসামী ধরার জন্য পুলিশ চেষ্টায় আছে।

ঢাকা পল্লবী থেকে  মাদক সম্রাট জালাল আটক[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকা হতে হেরোইনস...
27/06/2025

ঢাকা পল্লবী থেকে মাদক সম্রাট জালাল আটক
[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]
ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকা হতে হেরোইনসহ মাদক সম্রাট মোঃ জালাল (২৪) কে আটক করেছে র‌্যাব-৪।
র‍্যাব -৪ এর এই অভিযান চলে ২৬ জুন ২০২৫ রাতের দিকে।
র‍্যাব -৪ জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -৪ এর একটি দল ২২ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট মোঃ জালাল(২৪) কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ জালাল(২৪), পিতা- মোঃ জামাল, মাতা- মৃত- চায়না বেগম, সাং- ফুলকার চর, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, বরতমাব- মমতাজ ভিলা, বাড়ি নং- ৬০, রোড নং- ৮, সেকশন-১২ মিরপুর থানা-পল্লবী, আসমী আরো জানায় সে
বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয় করে ঢাকা মহানগরীর পল্লবী থানাসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নোয়াখালীতে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে   অস্ত্র উদ্ধার[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]নোয়াখালী চাটখিল থানা পুলিশ এ...
24/06/2025

নোয়াখালীতে
পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার
[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]
নোয়াখালী চাটখিল থানা পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযানে অস্ত্রসহ জাহিদুল ইসলাম নামে এক জন গ্রেপতার।
যৌথবাহিনীর এই অভিযান চলে
২৪/০৬/২৫ ভোর ৫টার দিকে।

পুলিশ যানায়,নোয়াখালী চাটখিল থানা পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযানে

চাটখিল থানাধীন ২ নং রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামস্থ সাতের দীঘির দক্ষিন পাড়ে ধৃত আসামী

রুবেল (৩৮), পিতা- মৃত হোসেন চৌধুরী, মাতা- নুরু নাহার বেগম, সাং- ধর্মপুর ( সাতের বাড়ী), ১ নং ওয়ার্ড, ২নং রামনারায়নপুর ইউনিয়ন, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীর বসত বিল্ডিংয়ের দক্ষিন পাশের জানালার সানশেড এর উপর হইতে ক) ০১(এক) টি দেশীয় লোহার তৈরি পিস্তল, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত। যাহা বাট সহ লম্বা অনুমান ১০ ইঞ্চি, যাহাতে ৩০৩ রাইফেলের গুলি ব্যবহৃত হয়, খ) ৩০৩ রাইফেলের গুলি ০৭ (সাত) রাউন্ড, গ) ০৭ (সাত) রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট), প্রত্যেকটি সবুজ রংয়ের, ঘ) ০১ টি লোহার তৈরি পুরাতন চাপাতি দা, যাহা কাঠের বাট সহ লম্বা অনুমান ১৫ ইঞ্চি ধৃত আসামী নিজ হাতে বাহির করে দেওয়া মতে উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম পাটোয়ারী ২৪/০৬/২৫ ইং তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে চাটখিল থানার মামলা নং- ০৯, তাং- ২৪/০৬/২৫ ইং, ধারা- দি আর্মস এ্যাক্ট, ১৮৭৮ এর 19A/19(f) রুজু করা হয়।

মতলবে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে  পলালো স্ত্রী[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]চাঁদপুরের মতলব উত্তরে ঘুমন্ত স্বামীর ...
24/06/2025

মতলবে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পলালো স্ত্রী
[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]
চাঁদপুরের মতলব উত্তরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছে স্ত্রী। সোমবার ২৩ জুন রাত ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রী ও শশুর পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে উজ্জ্বলের সাথে কয়েক বছর আগে বিবাহ হয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কল্পনার সাথে। এর আগেও উজ্জ্বল আরেকটি বিবাহ করে এবং পরেও ফারজানা নামে আরেকটি মেয়েকে বিবাহ করেন। কয়েকদিন আগে দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগম (২৫) স্বামী উজ্জলকে ফোন দিয়ে সোনারগাঁও থেকে কৃষ্ণপুর গ্রামে আনে। সেই বাড়িতে বসবাস করছিল উজ্জ্বল। সোমবার রাত ২টার সময় ঘুমন্ত অবস্থায় স্ত্রী কল্পনা ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলে। উজ্জ্বল রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকলে তার মোবাইল ফোন থেকে তৃতীয় স্ত্রী ফারজানাকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে বিষয়টি জানায়।
তাৎক্ষণিকভাবে ফারজানা ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন,এটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। স্বামী উজ্জ্বলকে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তসাপেক্ষ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801711934843

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque দৈনিক খবর প্রতিদিন publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à দৈনিক খবর প্রতিদিন:

Partager