
07/01/2024
তোমাকে পাইনি বলে তোমার বদনাম করে যাব এমন ভালো আমি তোমাকে বাসি নাই ...!
বড় বড় গুণী ব্যক্তিরা তো বলেই গেছেন সব ভালবাসার পূর্ণতা পায় না
কিছু ভালোবাসার পূর্ণতায় রয়ে যায় যেমন আমার টা,
কিছু কিছু সম্পর্কে না পাওয়ার মাঝে একটা তৃপ্তি পাওয়া যায়, তোমার সাথে আমার যেটা হইছে সেটা হচ্ছেন না পাওয়ার তৃপ্তি। তোমাকে অনেক আশা ছিলো, সবকিছুই বিনিময়ে পাশে থাকবে,সারাটা জীবন হাত ধরে রাখবো, দুজন একসাথে বৃদ্ধ হবো 🥰 একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পারছি জোর করে কোন কিছুই বেশিদিন ধরে রাখা যায় না, তোমাকে না পেয়ে আমার যতটা আফসোস হয়, কতটা পাগলামি করছি তোমার জন্য, কতটা পাগলামি করছি তোমাকে নিজের করে পাওয়ার জন্য।🥹 শেষ পর্যন্ত চেষ্টা করলে প্রিয় মানুষটিকে পাওয়া যায়। পরিশেষে একটা কথাই বলবো; কাউকে ভালবাসতে না পারলে মিথ্যে মায়া দেখাবে না প্রিয় , যেখানেই থাকো যার সাথেই থাকো ভালো থাকো 😔 হুমায়ুন ফরিদী স্যারের একটা কথা ছিল যে__ তুমি আমাকে বুঝবা,,হয়তো আজ_ নয়তো কাল, আর তা না হলে বহু বছর পরে কিন্তু তুমি আমাকে সে দিন ঠিকই বুঝবে, তবে সেদিন আর কোন কাজ হবে না।🥹 আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি,আমি তাকে ছাড়া অসহায়,আমার ভালো থাকাটা হারিয়ে গেছে তার এত্তো এত্তো অবহেলার মাঝে, কারণ আমি তোমাকে নিজের জীবন থেকে বেশি ভালোবেসে ফেলে ছি 😍 একটা কথা বলতে চাই, তুমি ছৈড়ে দেওয়ার পর থেকে মানুষটা আর ভালো থাকাটা অনেক কষ্টের, তখন তার কষ্টটা কাউকে বুঝিয়ে বলতে পারে না, শুধু নিরবে কান্না করা ছাড়া কোনো উপায় না প্রিয় 🥰