15/09/2025
আজকে সবার সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করব, আজকে ২০১৭ ব্যাচের এক ছোট ভাই, যদিও ক্লাস এর হিসেবে সে আমার এক ব্যাচ সিনিয়র তাকে নাম ধরে ডাকছি পরে আমাকে বলে ভাইয়া আমি তোমার বড় ভাই তুমি আমাকে নাম ধরে ডাক দিও না তো আমি চুপ করে দারিয়ে ছিলাম একটু পরেই ওর এক বড় ভাই এসে আমাকে বলে আরে বন্ধু কি অবস্থা কেমন আছিস এই কথা সুনে সে হয়তোবা মনে মনে লজ্জা পাচ্ছে, একটু পরে তার ওই বড় ভাইকে জিজ্ঞেস করে ভাই হেয় তো ২০১৮ ব্যাচে পরিক্ষা দিছে আপনি ওনাকে বন্ধু বলেন কোন হিসেবে উওরে তার বড় ভাই বলে আরে বেটা আমি পরিক্ষা দিছি ২০১৫ ব্যাচে কিন্তু ওরা ছিলো ২০১৪ ব্যাচের। এই কথা সুনে ওই ছোট ভাই আমাকে বলে ভাই ছরি কিছু মনে কইরেন না, আমি বুজতে পারি নাই যে আপনি ২০১৪ ব্যাচের আমি বল্লাম ওকে ভাইয়া,কোন সমস্যা নেই আমি বয়স অথবা ব্যাচ দেখে বন্ধু বানাই না, আমি বন্ধু বানাই বিপদ থেকে, যে বিপদে পাশে থাকে সেই হলো আমার প্রকৃত বন্ধু এই কথা বলে আমি চলে আসছি। প্রায় সময় দেখি অনেকের সাথে দেখা হইলেই বলে কিরে ছোট ভাই কেমন আছিস আমি প্রতি উওরে বলি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ তারা কেউ ২০১৫,২০১৬ এই ব্যাচ এর কিন্তু আমি কোন সময়ই বলি না ভাই আমি ওই ব্যাচের অথবা সেই ব্যাচের আমার কথা হচ্ছে ভাই বল্লে যদি সে খুশি থাকে, এতেই আমি খুশি।। ক্লাস অথবা বয়স হিসেবে আমি ২০১৪ থেকে ২০১৮ এর মধ্যে অনেকেরেই বন্ধু হিসেবে বলি। আবার অনেকেরেই ভাই হিসেবে বলি।যদিও আমার ক্লাস গ্যাপ খাওয়ার পিছনে প্রধান কারণ হলো আমি হাফেজি লাইনে ছিলাম। ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো।। ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জাস্ট আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম।