
16/06/2025
মানবতা,ন্যায়,অন্যায়,রাষ্ট্রীয় নীতি এসব মূলত জাতি,ধর্ম ও রাষ্ট্রের উর্দ্ধে হওয়া উচিত। কারণ ধর্ম,বর্ণ,ভূখণ্ড একটু পৃথক/আলাদা হলেও সবাই মানুষ। সবার মাঝে একই রক্ত।
কিন্তু পৃথিবীতে বড় বড় রাষ্ট্র ও তাদের মোড়লরা নিজেদের অনুগত রাষ্ট্রগুলো ব্যাপক অন্যায়,মানবাধিকার লঙ্ঘন করলেও চোখে দেখে না,বরং তাকে আরো অন্যায় করতে সহযোগিতা করে। অথচ তারাই আবার ছোট ছোট রাষ্ট্রগুলোর মানবাধিকার,ন্যায়-অন্যায়ের বিষয়ে ব্যাপক ছবক দেয়।
সত্য তো চিরজীবনই সত্য, অন্যায় তো সব সময়ই অন্যায়। আধুনিক বিশ্বে মোড়ল রাষ্ট্রগুলোর রাষ্ট্রীয় নীতি আসলেই পরিবর্তন হওয়া উচিত।