Bellal laxmipur 1985

Bellal laxmipur 1985 Hi everyone, this is my new channel
Bellal laxmipur

06/08/2025
05/08/2025

২০২৪ এর অগাস্ট থেকে ২০২৫ এর ৫ ই অগাস্ট অব্দি, এই এক বছরে সাধারণ মানুষের প্রাপ্তি কি কি.....??

ঈদের পরে সবাই মিলে আপনার সাথে রাস্তায় নামতাম
05/08/2025

ঈদের পরে সবাই মিলে আপনার সাথে রাস্তায় নামতাম

চোর এখন কোথায় আছেন
05/08/2025

চোর এখন কোথায় আছেন

সৌদি আরবের আজকের এই অবস্থার জন্য দায়ী সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।
ছবিতে সাবেক দুজন রাষ্ট্রদূতের ছবি দেয়া আছে।
প্রথম জন সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ।
যিনি ২০১৫ সাল থেকে ২০২০ পর্যন্ত এই পাঁচ বছরে সৌদি প্রবসীদের জন্য প্রশংসনীয় কাজ এবং ব্যাপক উন্নতি করে গেছেন।
অন্যদিকে জনাব জাবেদ পাটোয়ারী সাহেব ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত সবকিছু শেষ করে গেছেন।

#অবদান সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ।
* সৌদিতে বন্ধ থাকা ভিসা পুনরায় চালু।
* অবৈধ শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা।
* নারী গৃহ কর্মীদের জন্য সেইফ হাউস।
* নিজস্ব ভবনে রিয়াদ বাংলাদেশ দূতাবাস।
* দালালমুক্ত রিয়াদ বাংলাদেশ দূতাবাস।
* প্রবাসীরা সরাসরি তাদের সমস্যা নিয়ে তার সাথে সাক্ষাৎ করার সুযোগ।
* সৌদিতে বসবাসরত প্রবাসী সন্তানদের ভালো শিক্ষা অর্জনের জন্য বাংলাদেশী স্কুল উন্নয়নে সরকারি অনুদান।
* দ্রুত পাসপোর্ট সেবা চালু।
* দক্ষ এবং শক্তিশালী লেবার উইং গঠন।
* যেকোনো অপরাধ চক্রের সন্ধ্যান পেলে সেটাকে দমনে ব্যবস্থা নেয়া।
* রিয়াদে বাংলাদেশী কমিনিউটির যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা ।
* তাঁর সময়কালে কোন নারী গৃহকর্মী বাইরে এভাবে ভিক্ষা করার সুযোগ ছিল না।

* কোন প্রবাসী অসুস্থ হয়ে একবার উনার কাছে গেলে তাকে খালি হাতে ফিরতে হতো না।

* সৌদি থেকে বাংলাদেশে বড় বড় বেশ কিছু বিনিয়োগ নিয়ে যাওয়াসহ ইত্যাদি অনেক অবদান উনার রয়েছে।

* করোনা মোকাবেলায় দূতাবাসের কর্মরত সবাইকে নিয়ে করোনার সময় প্রবাসীদের পাশে থাকার জন্য নতুন প্ল্যান ।

* করোনাকালীন সময়ে অসুস্থ রোগী এবং ভিজিটে আসা ফ্যামিলিদের দেশে ফেরানোর জন্য বিশেষ ফ্ল্যাইল চালু।

ছবির দ্বিতীয় জন সাবেক রাষ্ট্রদূত জনাব জাবেদ পাটোয়ারী। জাবেদ পাটোয়ারীকে ২০২০ সালের ১৩ এপ্রিল তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়।

#অবদান সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।
* করোনা কলীন সময়ে গোলাম মসীহর যে প্ল্যান ছিল এসেই প্রথমে সেটা বাতিল ।
* যেখানে গোলাম মসীহর সাথে সাধারণ যে কোন প্রবাসী দেখা করতে পারতেন খুব সহজে, সেখানে পাটোয়ারী সাহেব এসেই তার অফিসে প্রবেশদ্বার রুদ্ধ করেছেন কঠিন নিয়ম এবং নিরাপত্তার বেড়াজালে।

* গোলাম মসিহ যেখানে বলতেন এই দূতাবাস সাধারণ প্রবাসীদের জন্য, তাদের জন্য দূতাবাসের দরজা সব সময় খোলা।
* সেখানে পাটোয়ারী সাহেব দূতাবাসের প্রবেশের ক্ষেত্রে সাধারণ প্রবাসীদের জন্য কঠোর নীতামালা বেঁধে দিয়েছেন।
* তার সাথে দেখা করতে বেশ কয়েকটি নিরাপত্তা বলয় পার হতে হতো, এবং অনেকবার চেষ্টার পর কেউ সাক্ষাতের অনুমতি পেলে আগ থেকে শিডিউল নিয়ে দেখা করতে পেরেছেন। তাও ভিআইপি ব্যবসায়ীরা সাধারণ প্রবাসী না।
* করোনার পরে বেকারত্ব যেমন বেড়েছে , পাশাপাশি বেড়েছে ক্রাইম। শত অভিযোগ এর পরেও নেয়া হতোনা কোন ব্যবস্থা । যার ফলে দেখতে হচ্ছে আজকের এইদিন।

* যেখানে আগে কোন নারী গৃহকর্মী রাস্তায় পড়ে থাকতে দেখলে দূতাবাস থেকে দ্রুত পদক্ষেপ নেয়া হতো তাকে সেইফ হাউজে নেয়ার। সেখানে পাটোয়ারী সাহেব আসার পর শত থেকে হাজার হাজার নারী গৃহকর্মী বিভিন্ন জায়গায় ভিক্ষা বৃত্তি করছে। জড়িয়ে পড়েছে অনৈতিক কাজে। নেয়া হয়নি কোন ব্যবস্থা।

* করোনার পর থেকে অপহরণ এবং ছিনতায় এর ঘটনা দিন দিন বেড়েই আসছিল তবে দূতাবাসের ভালো কোন পদক্ষেপ না থাকার কারণে আজকে সৌদি আরব বাঙালি কর্তৃক বাঙালি অ/পহ/রণ ভযাবহ আকার ধারণ করেছে।

* তিনি তার নিজস্ব লবিং এবং পছন্দের লোক দিয়ে সাজিয়েছেন দূতাবাস কার্যালয়।

* এমনকি চাকরিচ্যুত হয়েছে লেবার উইং এর বেশ কয়েক বছর ধরে প্রবাসীদের নিয়ে কাজ করা দক্ষ অনেক কর্মী।

* তিনি তার সার্ভিসের চার বছর সৌদি আরবে থাকা ৩২ লক্ষ প্রবাসীর জীবিকা নির্বাহন কেবল যে শুধু হুমকির মুখে ঠেলে দিয়েছেন তা নয়, রিয়াদে বাংলাদেশীদের অপরাধ প্রবণতা এতটা ভযাবহ পরিস্থিতে পৌঁছেছে যে, বাংলাদেশী কমিউনিটি বর্তমানে একা ঘর থেকে বের হতে ভয় পায়। বাংলাদেশী কোন ড্রাইভারের গাড়িতে উঠতে ভয় পায়।

* এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় পর্যায় থেকে সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে অপ/হরণ ছিনতাই রোধে জোরালোভাবে কাজ করতে হবে।

04/08/2025
আবদুল হালিম নিহন ভাই  বিন মিশাল ভাই সাইফুল রাজিব ভাই ইলিয়াস ভাই প্রবাসী বাংলাদেশি মানুষের জন্য কাজ করে যাচ্ছে ন যেকোন তথ...
03/08/2025

আবদুল হালিম নিহন ভাই
বিন মিশাল ভাই
সাইফুল রাজিব ভাই
ইলিয়াস ভাই
প্রবাসী বাংলাদেশি মানুষের জন্য কাজ করে যাচ্ছে ন
যেকোন তথ্যের জন্য তাদের এবং আবদুল হালিম নিহন ভাই সাইফুল রাজিব ভাই প্রাবাসী মানুষের সমস্যা নিয়ে কাজ করছেন তাদেরকে সবাই শোয়ার করেন সবাই সঠিক তথ্য দিয়ে এগিয়ে আসুন

রাশেদ ছিল গ্রামের একদম সাধারণ ছেলে। বয়স মাত্র ২৪, মেধাবী হলেও পরিবারের অভাবের কারণে কলেজ ছেড়ে মাছের বাজারে কাজ করত।একদিন...
03/08/2025

রাশেদ ছিল গ্রামের একদম সাধারণ ছেলে। বয়স মাত্র ২৪, মেধাবী হলেও পরিবারের অভাবের কারণে কলেজ ছেড়ে মাছের বাজারে কাজ করত।

একদিন এক লোক গ্রামের দোকানে এসে বলল,
“ভাই, সৌদিতে একটা দারুন কোম্পানি। ভালো বেতন, থাকা-খাওয়া ফ্রি। এখন ভিসা লাগলে শুধু ৪ লাখে কাজ হয়ে যাবে।”

রাশেদের চোখে তখন শুধু টাকা। মনে মনে ভাবে, “ছয় মাসেই তুলে ফেলব। দুই বছরে জমিয়ে ব্যবসা দিব।”

বাবা-মাকে বুঝিয়ে চাষের জমিটা বন্ধক রাখল। সুদের ওপর ধার করল, কেউ আবার গরু বিক্রি করে দিল ছেলের ভিসার জন্য।

একটা ভিসা, একটা স্বপ্ন।

---

সৌদিতে পৌঁছানোর পর...

এয়ারপোর্ট থেকে তাদের নিয়ে গেল একটা ক্যাম্পে। সেখানে ২০ জন এক রুমে, ঘুমানোর মাদুর ছেঁড়া, খাবার পচা, কাজ নেই।

বুঝতে পারল—সব ভুয়া। কোম্পানি নেই, নিয়োগকর্তা নেই, কফিল বলছে:
“তোমার কাজ খুঁজে নাও, আমি কিছু জানি না। আর স্পন্সর বদলাতে চাইলে আরো ৭০০০ রিয়াল দাও।”

রাশেদ মাথা ঠুকে চুপ করে থাকল। কয়েক মাস পর একটা নির্মাণ কাজ পেয়ে গেল। সকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা—৪৫ ডিগ্রি তাপমাত্রায় কাজ। ১২০০ রিয়াল বেতন, তাও ৩ মাসে একবার দেয়।

একদিন ফোনে মা বলে,
“তোর শোধকৃত কিস্তি আর হয়নি... সুদের টাকা বেড়ে যাচ্ছে রে বাবা!”

রাশেদের বুক কেঁপে উঠে। মনে পড়ে, যে লোকটা ভিসা করে দিয়েছিল, সে এখন আর ফোন ধরে না।

---

বছর দুয়েক পর…

রাশেদ দেশে ফিরে এল।

পকেটে ৩ হাজার টাকা, শরীরে ঘাম আর মুখে তীব্র ক্লান্তি। গ্রামে সবাই চুপচাপ। কেউ বলে না কিছু, শুধু ভাবে—"সৌদিতে গেল আর কিছু আনল না!"

রাশেদ জানে—সৌদি যাওয়া তার ভুল ছিল না, ভুল ছিল না জেদ।
ভুল ছিল “সত্যতা যাচাই না করে, ভিসাকে ভাগ্য ভেবে কোটি টাকার স্বপ্ন দেখা।”

---

শেষ কথা:

> “ভিসা এক জিনিস, বাস্তবতা আরেক।"
সৌদি বা অন্য যেকোনো দেশে যাওয়ার আগে যাচাই করা উচিত কোম্পানির আসল অস্তিত্ব, কাজের ধরন, চুক্তিপত্র, কফিলের অবস্থা।
৪-৫ লাখ টাকা দিয়ে যদি প্রতারণার শিকার হতে হয়, তাহলে সেই টাকা দিয়ে দেশে ছোট ব্যবসা করাই অনেক নিরাপদ ও সম্মানজনক হতে পারে।”

03/08/2025

সবাই শোয়ার করেন

Adresse

Democratic Republic Of The

Téléphone

+966507955094

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Bellal laxmipur 1985 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Bellal laxmipur 1985:

Partager