09/07/2025
যে সমাজ সত্যকে ভয় পায়, অন্যায়ের পাশে চুপ থাকে— সেই সমাজ কখনো এগোতে পারে না, বরং অন্ধকারেই ডুবে যায়।”সমাজ গড়ে ওঠে নৈতিকতা আর মূল্যবোধের ওপর। টাকা দিয়ে বড় হওয়া যায়, কিন্তু মূল্যবান হওয়া যায় না।”সমাজের চোখে ভালো হওয়া নয়, নিজের বিবেকের চোখে ভালো হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”