
07/05/2025
এই মানুষটা আমার কাছে যে কতটা স্পেশাল তা আমি বলে কয়ে কখনোই বোঝাতে পারবো না মায়ের পরে যদি কেউ আমায় ভালোবাসে সেটি হচ্ছে আমার দিদা আর দাদু এই দুটো মানুষ আমার জীবনে খুবই স্পেশাল পরওজন্ম বলে যদি কিছু থাকে তাহলে আমি ভগবানের কাছে একটা জিনিসই চাইবো সেটি হচ্ছে আমার দাদু আর দিদা কে ❤️❤️😘☺️😍🥀💐