MD Abdull malek

MD Abdull malek Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de MD Abdull malek, Créateur de vidéos de jeux, Thakugaon, Democratic Republic of the.

সম্মানিত ভিউয়ার্স সকলের সাথে একটি বিষয় শেয়ার না করলেই নয়, বাংলাদেশের একটি প্রাণী নিয়ে বড়ই কৌতূহল সৃষ্টি হয়েছে। বর...
19/05/2025

সম্মানিত ভিউয়ার্স সকলের সাথে একটি বিষয় শেয়ার না করলেই নয়, বাংলাদেশের একটি প্রাণী নিয়ে বড়ই কৌতূহল সৃষ্টি হয়েছে। বর্তমান যা আমিও এটা নিয়ে কথা না বলে থাকতে পারলাম না। সান্ড vs গুলশাপ – দেখলে মিল, জানলে ফারাক!

দেখতে প্রায় এক, কিন্তু এরা দুই জগতের বাসিন্দা!

সান্ড: নিরীহ, মাটির নিচে থাকে। মাটির শ্রমিক।

গুলশাপ: ভয়ংকর, গাছে উঠে, ডিম খায়, শিকার করে।

একজন মাটির নিচে লুকানো বন্ধু, আর একজন প্রকৃতির সাহসী যোদ্ধা!

মিল খুঁজলে ঠকবে, জানলে চিনবে! বাংলাদেশী কিছু ভ্রাম্যমান পল্লী চিকিৎসক আছে যারা এটাকে ভিন্ন খেতে প্রবাহিত করে আর্থিক মুনাফা লাভের আশায়। সচেতন হই গুজব এড়িয়ে চলি 🚺🚺🚺

জন্মভূমি ঠাকুরগাঁও ছেড়ে বর্তমানে কে কোথায় অবস্থান করছেন?
17/05/2025

জন্মভূমি ঠাকুরগাঁও ছেড়ে বর্তমানে কে কোথায় অবস্থান করছেন?

রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সরিফ উদ্দিন আহাম্মদ সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি মানবিক পোস্ট করেছে...
15/05/2025

রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সরিফ উদ্দিন আহাম্মদ সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি মানবিক পোস্ট করেছেন । এসএস সি পরীক্ষায় চার ঘন্টা ত্রিশ মিনিট ডিউটির পরে সম্মানী ভাতা দেওয়া হয় ২০০ টাকা । যাহা বিষয়টি অমানবিক এবং একজন শিক্ষক পেশা হিসেবে এটি প্রকাশ করা লজ্জাজনক।
একজন অশিক্ষিত দিনমজুরির বর্তমান শ্রম বাজারে দৈনিক মজুরি ৬০০ থেকে ৭০০ টাকা আট ঘন্টা পরিশ্রমের পর পেয়ে থাকে । সে ক্ষেত্রে একজন শিক্ষক এরকম ২০০ টাকা সম্মানিত ভাতা দেওয়া এ পেশাটাকে অসম্মানিত করা হয় । তাই কেউ যদি জিজ্ঞাসা করে পরীক্ষার ডিউটির সম্মানী ভাতা দৈনিক কত টাকা পায় এটি প্রকাশ করা একজন শিক্ষকের লজ্জাজনক ব্যাপার ।
তাই আমি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটিকে দৃষ্টি আকর্ষণ করছি সামাজিক যোগাযোগে মাধ্যমে ভাইরাল হওয়া লেখাটি প্রতি বিশেষভাবে নজর দেওয়া এবং ২০০ টাকার পরিবর্তে কমপক্ষে ৫০০ টাকা উন্নতি করা । তবেই একটু হলেও শিক্ষকতা পেশাই অনেকটা সম্মানজনক হবে বলে আমি মনে করি।

মোঃ ফারুক আহাম্মদ সরকার
মোহনা টেলিভিশন প্রতিনিধি

15/05/2025

ঈদুল আজহা-2025 উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে-2025 (শুধুমাত্র বাংলাদেশে)
===========================================
ঈদ মোবারক ❤️ ঈদ মোবারক💚💚 ঈদ মোবারক 💜🩷❤️
ᩣシ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৬ মে থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবেন বাসমালিকেরা। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট এই অগ্রিম বিক্রির আওতায় থাকবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (১৪ মে) বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বিষয়টি জানিয়েছেন।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ১৬ মে শুক্রবার থেকে বাসের মালিকেরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ দিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইন–উভয় মাধ্যমেই টিকিট পাবেন।

অতিরিক্ত ভাড়া নেওয়া প্রসঙ্গে শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এসি বাসের ভাড়ার বিষয়ে রাকেশ বলেন, ‘গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় না, ফলে মালিকেরা তাঁদের গাড়ি কতটা বিলাসবহুল সেই অনুযায়ী একটা ভাড়া নির্ধারণ করেন। এবার আমরা মালিকেরা বসেছি এবং এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয়, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

15/05/2025

*121*5855 # গ্রামীনে পাচ্ছেন ৫০০ এমবি

15/05/2025

খারাপ সময়ে কাঁধের উপর রাখা হাত , সুসময়ে হাততালি দেওয়ার থেকেও ভালো।

15/05/2025
03/04/2025

বাবা মেয়ে

Adresse

Thakugaon
Democratic Republic Of The
5001

Téléphone

+81642397641

Site Web

https://m.me/md.abdullmalek.50

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque MD Abdull malek publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à MD Abdull malek:

Partager