
01/05/2025
কখনো কখনো জীবন থমকে যায়, কিন্তু চলতে তো হবেই।
দায়িত্বের পাহাড়, সম্পর্কের টানাপোড়েন, মানুষের শেষ না হওয়া প্রত্যাশা-সব মিলিয়ে যেন দম বন্ধ হয়ে আসে।
নিজেকে হারিয়ে ফেলি নিজের ভেতরেই,অথচ কেউ তা টেরও পায় না।