live24news.net

live24news.net www.live 24news.net

07/04/2023
17/03/2023

সোনারগাঁ রাতের আঁধারে অস্ত্রের মহড়ায় কৃষি জমির মাটি কাটার মহোৎসব ঘুমন্ত আইনী প্রশাসন

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানাধীন দাসনাগাঁও মৌজার ১৪৯ শতাংশ দ্বীফসলী জমির মাটি প্রতিদিনই রাতের আঁধারে দেশী বিদেশী অস্ত্রের মহড়া দিয়ে একটি সন্ত্রাসী বাহিনী অবৈধভাবে জোড় পূর্বক মাটি মহোৎসবে মেতে উঠেছেন কৃষি জমিকে খাল বিলে পরিনত করে চলছে ।
জমির মালিকগন এ সকল মাটি খেকো সন্ত্রাসীদের প্রতিরোধে সমাজের কারো সহযোগিতা না পেয়ে আইনের সহযোগিতা চেয়েও কোন প্রতিকার না পেয়ে দিশেহারা।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, মো: ফয়সাল (৩২), পিতা- ছগির মেম্বার এবং রিয়েল (৩০), পিতা- ঝালেক ভূঁইয়া গং, সর্বসাং-পেরার, পো: মহজমপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। এবং আবুল হাসনাত ( ৩৫), পিতা- ফয়েজ মোল্লা, সাং- গজারিয়াপাড়, সোনারগাঁ। এদের নেতৃত্বে ৪০/৪৫ জনের একটি সন্ত্রাসী অপরাধী সংঘবদ্ধ চক্র রয়েছে। এ চক্রটি আমেনা বেগম, মোর্শেদা আক্তার হ্যাপীর ৪৫ শতাংশ দ্বিফসী জমি ও ৮ শতাংশ ভিটেবাড়ি এবং রেজাউল করিম মাখন, মামুন মোল্লা, মোশারফ এদের ৩০ শতাংশ দ্বিফসলী জমি রাতের আধারে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে অবৈধভাবে জোড়পূর্বক মাটি কেটে নিয়ে গিয়ে থেমে থাকেনি এখন আরো ৯০ শতাংশ দ্বিফসলী জমির মাটি জোড়পূর্বক কেটে চলছে।

সন্ত্রাসী মো: ফয়সাল (৩২) এবং রিয়েল (৩০) জোড় পূর্বক মাটি কাটার মুলহোতা এবং তাদের সাথে অজ্ঞাতনাম ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে পাহাড়া দিয়ে প্রতিরাতে মাটি কাটে এবং এ বিষয়ে বাধা দিতে গেলে ভূক্তভোগীদের মেরে ফেলার হুমকি দেওয়াসহ গুলিবর্ষন করে ধাওয়া দেয়। ফলে জমির মালিকগন জায়গায় যেতে পারছে না এবং ফসলী জমি ও ভিটিবাড়ীটি গিয়ে রক্ষা করতে পারছে না। এরা একের পর এক জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে
ভূক্তভোগিরা সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেও এখনো পর্যন্ত কোন প্রতিকার না পেয়ে গ্রামবাসী দিশেহারা হয়ে ছুটোছুটি করছে ন্যায় বিচারের আশায়।
এলাকাসূত্রে যানা যায় যে, ছগির মেম্বারের ছেলে ফয়সাল (৩২) সে রূপগঞ্জ, জামপুর,সাদীপুর, নয়াপুড়,গাউছিয়া,বরপা এলাকার সংবদ্ধ অপরাধীদের নিয়ে একটি শক্তিশালী সন্ত্রাসী দল গঠন করে বিভিন্ন স্হানে অপরাধের রাম রাজত্ব করে চলছে। তাঁরা মাদক বিক্রি , চাঁদাবাজি, মাটি কাটা সহ বিভন্ন ধরনের অপরাধ মূলক কাজ করে চলছে। এ চক্রটি দাসনাগাঁও গজাড়িয়া পাড়ায় কৃষি বাড়ির জংঙ্গলে একটি টর্চার সেলের আস্তানাও গড়ে তুলেছে।

ভূক্তভোগী এলাকাবাসী এ সন্ত্রাসীদের অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে সোনারগাঁ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে বার বার যোগাযোগ করেও কোন স্হায়ী সমাধান পাচ্ছে না। তাই তাদের দাবী ঘুমন্ত জনপ্রতিনিধী ও আইনী সেবাকারীদের জাগ্রত হয়ে দ্রুত সু ব্যবস্হা গ্রহনের আহ্বান জানান।

23/01/2023

❤️💝 Live 24 News 💝❤️
এর পক্ষ্য থেকে নবাগত সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ভাই কে শুভেচ্ছা ও অভিনন্দন ।

নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা কেসিদ্ধিরগঞ্জ থানা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচছা  সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি  ...
23/01/2023

নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা কে
সিদ্ধিরগঞ্জ থানা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচছা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা বিনিময় করেছেন সিদ্ধিরগঞ্জ থানা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ । এসময় সাংবাদিক নেতারা সদা হাস্যজ্জল ও বিনয়ী নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সাথে ফুল বিনিময়সহ দীর্ঘ সময় সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন । সিদ্ধিরগঞ্জ থানা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পল্লী বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গাজী সেলিম সাথে এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও দৈনিক আজকাল সংবাদের সিনিয়র স্টাফ রিপোটার সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক দৈনিক অগ্রবানী পত্রিকার সিনিয়র ফটোগ্রাফার এসএইচ এম আমজাদ হোসেন মোল্লা, লাইভ ২৪. কম এর ব্যবস্হাপনা পরিচালক ও সম্পাদক নাজমুল হোসেন জুয়েল, কার্যকরী সদস্য ও দৈনিক মাতৃভূমি র সিনিয়র রিপোটার মোহাম্মদ মনিরুজ্জামান ভুইয়া, দৈনিক বজ্রধ্বনি র সাংবাদিক ও সদস্য মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।সাংবাদিক মোহাম্মদ গাজী সেলিম সহ সকলে অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সাথে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার মাদক, কিশোর গ্যাং, ইফটিজিংসহ নানা অপরাধ মুলক বিষয় নিয়ে কথা বলেন।

পবায় ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে তিন জন নিহত lরাজশাহী প্রতিনিধিজাকির হোসেন রাজশাহীর পবা উপজেলার ডাংগেরহাটে এলাকায় ট্রাক ...
21/01/2023

পবায় ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে তিন জন নিহত l

রাজশাহী প্রতিনিধি
জাকির হোসেন

রাজশাহীর পবা উপজেলার
ডাংগেরহাটে এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। একজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনার সতত্যা নিশ্চিত করেন কর্নহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন।নিহতেরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার থাই মিস্ত্রি রাকিব, রাজপাড়া থানার বহরমপুরের ব্যবসায়ী শাহীন ও একই এলাকার সোহাগ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে পবার মড়মড়িয়া এলাকায় হাঁসের মাংস খেতে যায় তারা। খাবার খেয়ে মোটরসাইকেল যোগে রাজশাহী ফিরছিলেন তারা। ডাংগেরহাট মোড়ের একটু আগে একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের।এতে ঘটনাস্থলেই মারা যান শাহীন ও সোহাগ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। একই সঙ্গে তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় পুরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এঘটনায় কর্নহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তাং 22,1,2023 ইং ৩য় তম বর্ষপূর্তি Live 24 News এর পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
15/01/2023

তাং 22,1,2023 ইং
৩য় তম বর্ষপূর্তি Live 24 News এর পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।

15/01/2023

Live 24 News এর
৩য় তম বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২৩ ইং
গুণীজন সংবর্ধনা ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক।
স্থান : লাখিবাজার নূর কমিউনিটি সেন্টার।
সময়: বিকাল ৫ ঘটিকায়।
প্রধান অতিথি :আলহাজ্ব ফাইজুল ইসলাম সাধারণ সম্পাদক :ফতুল্লা থানা যুবলীগ।
প্রধান উপদেষ্টা :মোঃ মহসিন ভূঁইয়া
চৌধুরী বাড়ি ব্যাবসায়ী এসোসিয়েশন সভাপতি।
প্রধান আলোচক: জাকির হোসেন জয় বিভাগীয় প্রধান মার্কেটিং, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ।
সভাপতিত্ব :এসকে নাসির উদ্দিন মাস্টার প্রতিষ্ঠাতা সেম্পা নিটিং।
আপনারা সবাই আমন্ত্রিত।

12/01/2023

অভিনন্দন ও শুভেচ্ছা

11/01/2023

পবায় ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে তিন জন নিহত

জাকির হোসেন রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার
ডাংগেরহাটে এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। একজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনার সতত্যা নিশ্চিত করেন কর্নহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন।নিহতেরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার থাই মিস্ত্রি রাকিব, রাজপাড়া থানার বহরমপুরের ব্যবসায়ী শাহীন ও একই এলাকার সোহাগ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে পবার মড়মড়িয়া এলাকায় হাঁসের মাংস খেতে যায় তারা। খাবার খেয়ে মোটরসাইকেল যোগে রাজশাহী ফিরছিলেন তারা। ডাংগেরহাট মোড়ের একটু আগে একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের।এতে ঘটনাস্থলেই মারা যান শাহীন ও সোহাগ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। একই সঙ্গে তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় পুরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এঘটনায় কর্নহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

26/12/2022

আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে এখন
Live 24 News
এর Like - 10k
Follow - 10K

ধন্যবাদ
আপনাদের সবাইকে Live 24 News এর পক্ষ্য থেকে।
সম্পাদক
মোঃ নাজমুল হোসেন জুয়েল

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801810489093

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque live24news.net publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à live24news.net:

Partager