MD Zakariya Ahmmed

MD Zakariya Ahmmed আসসালামুয়ালাইকুম এই পেজটিতে বাংলাদেশ সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর আপলোড করা হয়

17/09/2024

ফলো করুন ফেসবুক পেজ Cumilla News 69

12/09/2024

দেশ বিদেশের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নিউজ পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ Cumilla News 69

পেঁয়াজেই লুকিয়ে আছে চুল পড়ার সমাধানরিপোর্টার মোঃ জাকারিয়া আহাম্মেদ  হোমনা টিভিপেঁয়াজের অনেক উপকারিতা থাকলেও মাথায় তা ব্য...
07/08/2024

পেঁয়াজেই লুকিয়ে আছে চুল পড়ার সমাধান

রিপোর্টার মোঃ জাকারিয়া আহাম্মেদ হোমনা টিভি

পেঁয়াজের অনেক উপকারিতা থাকলেও মাথায় তা ব্যবহার করতে অনীহা অনেকের। পেঁয়াজের ঝাঁঝালো গন্ধই এর কারণ। তবে গন্ধ এড়াতে বিভিন্ন কন্ডিশনার, শ্যাম্পু ও তেলে পেঁয়াজের নির্যাস দিয়ে চাইলেই এটা ব্যবহার করতে পারেন।

চুলের বিভিন্ন সমস্যা সমাধানে পেঁয়াজের রস ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহৃত হয়। যেমন- নতুন করে চুল গজানো বা মাথার ত্বকের সংক্রমণ রোধে। এ ছাড়া এটি চুলের গঠনগত প্রোটিন কেরাটিনের মান ভালো করে। পেঁয়াজের তীব্র গন্ধের জন্য এটি ব্যবহারে অনীহা থাকলেও ইদানীং পেঁয়াজের নির্যাস ব্যবহার করছে বিভিন্ন প্রসাধনী সংস্থা। তাদের প্রসাধনীতে আলাদা করে সুগন্ধি মেশানো হয়। তাই পেঁয়াজের উগ্র গন্ধ অস্বস্তিতে ফেলে না ততটা। কিন্তু এমন কী রয়েছে এর মধ্যে?

নতুন চুল গজাতে কীভাবে কাজ করে পেঁয়াজের রস?

১) সালফার রয়েছে পেঁয়াজের রসে। এটি উদ্দীপক হিসেবে কাজ করে। ফলিকল থেকে বিশেষভাবে নতুন চুল গজাতে সাহায্য করে।

জুঁইফুলের বিশেষ তেলে বাড়বে চুলের ঘনত্ব, তৈরি করবেন যেভাবে
২) চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে মাথার ত্বকে কোনো রকম সংক্রমণ হলে। পেঁয়াজের রস ব্যবহারে কোনো রকম ব্যাক্টেরিয়া বা ছত্রাক মাথার ত্বকে বাসা বাঁধতে পারে না।

৩) পেঁয়াজের রস মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। ভালো রক্ত চলাচলের ফলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় চুলের ফলিকলে।

পেঁয়াজ থেকে রস বের করবেন কীভাবে?

পেঁয়াজ মিহি করে বেটে নিন ব্লেন্ডার বা মিক্সিতে। তারপর সেই পেঁয়াজ বাটা ঢেলে দিন পাতলা সুতির কাপড়ে। চাইলে ব্যবহার করতে পারেন ছাঁকনিও। এরপর রস বের করতে হবে ছেঁকে।

পেঁয়াজের রস কীভাবে মাখবেন?

মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে মাথায় আগে করতে হবে শ্যাম্পু। তবে পেঁয়াজের রস ভিজে চুলে মাখা যাবে না। চুল ভালো করে আগে শুকিয়ে নিতে হবে। এরপর তুলো পেঁয়াজের রসে ভিজিয়ে তা মেখে নিন মাথার ত্বকে। পেঁয়াজের রস অন্ততপক্ষে আধ ঘণ্টা মেখে রাখুন মাথায়। পেঁয়াজের গন্ধ এবং ঝাঁঝ সহ্য করতে পারলে রেখে দিতে পারেন সারা রাত। পরের দিন মাথায় শ্যাম্পু করে কন্ডিশনার মাখলেই শেষ হবে কাজ।

আলহামদুলিল্লাহ এক আপুর হ্যাক হয়ে যাওয়া একাউন্টের কোন অ্যাক্সেস না থাকার কারণে আইডিটা  ডিজেবল করে দেয়া হলো। আপনাদের যে...
15/07/2024

আলহামদুলিল্লাহ এক আপুর হ্যাক হয়ে যাওয়া একাউন্টের কোন অ্যাক্সেস না থাকার কারণে আইডিটা ডিজেবল করে দেয়া হলো।
আপনাদের যেকোনো হ্যাক হয়ে যাওয়া আইডি অথবা ফেইক আইডি রিমুভ করার জন্য সরাসরি ইনবক্সে নক করতে পারেন। ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেয়া হবে।

উনি একজন কা**ফের।উনার বাবা মা দুই জনই কা**ফের।উনি বিবাহ করেছেন ও একজন কা**ফেরকে।উনার চরিত্রের একটি উদাহরণ, উনি নয় বছর এক...
12/07/2024

উনি একজন কা**ফের।উনার বাবা মা দুই জনই কা**ফের।উনি বিবাহ করেছেন ও একজন কা**ফেরকে।উনার চরিত্রের একটি উদাহরণ, উনি নয় বছর একটা মেয়ের সাথে অ*বৈ**ধ সম্পর্ক করে ২ টা সন্তান জন্ম দিয়েছে।

উনার ২ টি সন্তান অবৈধ।

মুসলমানের সন্তান হিসেবে উনার সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে?উনার জন্য রাত জেগে চিল্লা ফাল্লা করে জেগে থেকে গলা ভেঙ্গে রবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াব?

আল্লাহ তায়ালার হুশি*য়ারী নিচে দেওয়া হলঃ

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوا الۡیَہُوۡدَ وَ النَّصٰرٰۤی اَوۡلِیَآءَ ۘؔ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاِنَّہٗ مِنۡہُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۵۱﴾

হে মু’মিনগণ! তোমরা ইয়া***হুদী ও খৃ****ষ্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করনা, তারা পরস্পর বন্ধু; আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদেরই মধ্যে গণ্য হবে; নিশ্চয়ই আল্লাহ অ*ত্যা*চারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেননা।

আল্লাহ তায়ালা আমাদেরকে বুজার তৈফিক দান করুন।

সম্পর্কের শুরুর দিকে যে ৪ জিনিস গোপন না রাখলে বিপদসম্পর্কের শুরুর দিকে যে ৪ জিনিস গোপন না রাখলে বিপদলাইফস্টাইলসম্পর্কের ...
10/07/2024

সম্পর্কের শুরুর দিকে যে ৪ জিনিস গোপন না রাখলে বিপদ

সম্পর্কের শুরুর দিকে যে ৪ জিনিস গোপন না রাখলে বিপদ
লাইফস্টাইল
সম্পর্কের শুরুর দিকে যে ৪ জিনিস গোপন না রাখলে বিপদ

সম্পর্কের শুরুর দিকে কিছু জিনিস একেবারেই সঙ্গীর সঙ্গে শেয়ার না করাই ভালো। সম্পর্কের বয়স যত বাড়বে সেসব কথা তখন এমনিই আসবে। তাই সম্পর্কের প্রথম দিকে পা ফেলুন একটু ভেবেচিন্তে।

বিজ্ঞাপন

সম্পর্কের একদম প্রথম ধাপে রয়েছেন আপনি। এ সময় পার্টনারের সঙ্গে আপনার দিনলিপি, ভালোলাগা এবং খারাপ লাগা শেয়ার করে নিতে পারেন। তবে ভুলেও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করবেন না।

প্রথমত, সম্পর্কের শুরুর দিকে আপনি সেই মানুষটাকে ভালোভাবে চিনে উঠতেই পারেননি। সেখানে তার হাতে এমন তথ্য তুলে দিলে তার অপব্যবহার হতে পারে। তাই এসব পাসওয়ার্ড প্রথম দিকে না জানানোই ভালো।

আমি তার স্ত্রী, এটার সঙ্গে ভিকি কোন সিনেমা করবে কোনো সম্পর্ক নেই
ফল তো সবাই খাই, কিন্তু কোন ফলে পোকা হয় না?
পরিবারের গোপন তথ্য

এখনও সেই মানুষটি আপনার পরিবারের একজন হয়ে ওঠেননি। সম্পর্কের একদম প্রথম ধাপে রয়েছেন আপনারা। এমন সময়ে পরিবারের গোপন বিষয়গুলো তার সঙ্গে ভুলেও আলোচনা করবেন না। হয়ত সেসব তথ্য তিনি নিজের সুবিধার্থে কখনো কাজে লাগাতে পারেন।

তাই এসব তথ্য তার কানে তুলে দিয়ে সেই সুযোগ করে দেবেন না আপনি। বরং আগে সম্পর্কটাকে আরও মজবুত হতে দিন।

দুর্বলতা কি জানাবেন?

সঙ্গীর সঙ্গে নিরাপত্তাহীনতা এবং দুর্বলতা অবশ্যই ভাগ করে নেওয়া ভালো বিষয়। এতে একে অপরকে আরও কাছ থেকে চেনা যায়। এমনকি যে কোনো পরিস্থিতিতে পার্টনারের পাশেও থাকা যায়। তবে সম্পর্কের প্রথম ধাপে এসব বিষয়ে কথা বললে তার কিছু খারাপ দিকও থাকতে পারে।

আপনার পার্টনার যদি অসংবেদনশীল হন তাহলে আপনার সঙ্গে কথা কাটাকাটির সময় এই দুর্বলতাগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন।

যেসব কথা ভুলেও বলবেন না

সম্পর্কের প্রথম প্রথম প্রেম, উন্মাদনা থাকে অনেক বেশি। এই সময় একে অন্য়ের সঙ্গে কথা না বলে যে একদিনও কাটানো যায় না। প্রথম প্রথম নিজের সারাদিন কথা বলতে ইচ্ছে করে মনের মানুষটির সঙ্গে। তবে সম্পর্কের শুরুর দিকে সঙ্গীর এতটা কাছে আসার আগে একটু ভাবতে হবে।

এক্ষেত্রে ডেটিংয়ের সময় নিজের সব অর্থনৈতিক বিনিয়োগ তার সামনে খুলে না বলাই ভালো। এসব খুব ব্যক্তিগত তথ্য। কারও প্রতি বিশ্বাস জন্মানোর আগেই সেগুলো শেয়ার করলে বিপদে পড়তে পারেন আপনি নিজেই।

নারীদের যে ৪ ভুলে মুখ ফিরিয়ে নেয় প্রেমিকসম্পর্ক ভালো রাখার জন্য দুই সঙ্গীকেই সমান চেষ্টা করতে হয়। কারণ এক পক্ষের ছোট ভুল...
07/07/2024

নারীদের যে ৪ ভুলে মুখ ফিরিয়ে নেয় প্রেমিক

সম্পর্ক ভালো রাখার জন্য দুই সঙ্গীকেই সমান চেষ্টা করতে হয়। কারণ এক পক্ষের ছোট ভুলেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে সম্পর্ক। এক্ষেত্রে কখনও পুরুষদের ভুল থাকে, আবার কোনও সময় নারীরও ভুল থাকে। কোন পাঁচ ভুলে মুখ ফিরিয়ে নেয় প্রেমিক, জেনে নেওয়া যাক...

বিজ্ঞাপন

প্রতি কাজের জন্য প্রেমিককে আপনি প্রশ্ন করেন, আর তাকে জবাবদিহি করতে বাধ্য করেন। তার নিশ্চয়ই আপনার সঙ্গে এক সম্পর্কে থাকতে দমবন্ধ লাগে। তিনি মনে মনে খুবই কষ্ট পান। এই কষ্টই কিন্তু দুজনের মধ্যে দূরত্ব বাড়াবে। জবাবদিহি করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। এক সময়ে এতটাই দূরত্ব বাড়ে যে, একে অপরের কাছাকাছিও আসতে পারেন না দুজন। তাই এই কাজটা আর না করাই উত্তম। বরং সম্পর্কটাকে উপভোগ করুন। দুজন দুজনকে সম্মান করুন। দেখবেন সব ঠিক থাকবে।

প্রত্যেক পুরুষই ব্যক্তিগত পরিসরকে বিশেষ গুরুত্ব দেন। তারা নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু আপনি যদি সব সময়েই তার ঘাড়ে নিশ্বাস ফেলেন, তাহলে তো তিনি রেগে যাবেনই। আর এখান থেকেই আপনাদের সম্পর্কটা খারাপ হতে শুরু করবে। এক সময়ে আপনাদের ব্রেকআপও হয়ে যেতে পারে!

সন্দেহবাতিক প্রেমিকা একদমই পছন্দ করেন না পুরুষরা। তাই আপনিও এই ভুলটা করবেন না। কারণ এমন কাজ আপনার সম্পর্ককে একটু একটু করে শেষ করে দিচ্ছে। তবে আপনার মনে কোনও বিষয় নিয়ে যদি নিরাপত্তাহীনতা থাকে, তাহলে সেটা নিয়ে সঙ্গীর সঙ্গে সরাসরি আলোচনা করুন। দেখবেন সব ঠিক হয়ে যাবে।

বিজ্ঞাপন

আপনি কি সঙ্গীকে সময়ই দেন না? তাহলে কিন্তু অজান্তেই সম্পর্কের কফিন গড়ছেন। কারণ প্রেমকে উজ্জীবিত রাখার জন্য দুজন সঙ্গীকেই সময় দিতে হবে। নাহলে তো সম্পর্ক খারাপ হতে বিশেষ সময় লাগবে না!

সারা দিন কাজের চাপে তেমন সময় না পেলেও সন্ধ্যায় বয়ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলুন। তার দিনটি কেমন কাটল জানতে চান। দেখবেন তাতেই তিনি খুশি হবেন।

মামুন হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত 😡😡ধর্ষণ মামলায় ধার্য তারিখে স্বশরীরে হাজির না হওয়ায় মামুনুল হ...
25/06/2024

মামুন হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত 😡😡

ধর্ষণ মামলায় ধার্য তারিখে স্বশরীরে হাজির না হওয়ায় মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত। মঙ্গলবার (২৫ জুন) সকালে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাকিবউদ্দিন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে রিসোর্টের ৫০১ নম্বর কক্ষ ভাড়া নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় জান্নাত আরা ঝর্না বাদী হয়ে সোনারগাঁও থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসার অভিযোগে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, সম্প্রতি ওই মামলায় মামুনুল হক নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ থেকে জামিন পান। জামিনে শর্ত ছিল আদালতের হাজিরার সময় স্বশরীরে উপস্থিত থাকবেন। আজ মামলার হাজিরার ধার্য করা তারিখ ছিল। মাওলানা মামুনুল হক আদালতে উপস্থিত না থেকে তার আইনজীবির মাধ্যমে হাজিরার আবেদন করেন। আদালতের শর্ত ভঙ্গ করার অভিযোগে আদালত তার জামিন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন মিয়া জানান, হাজিরার তারিখ ধার্য ছিল। তবে মামুনুল হক অসুস্থ থাকার কারণে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন। আদালত সেটি আমলে না নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেন বলেও জানান তিনি।

আলহামদুলিল্লাহ 💗💗একটা পুরনো একাউন্টের এক্সেস না থাকার কারনে আইডিটা ডিজেবল করে দেয়া হলো। যোগাযোগ করুন WhatsApp-এ Cyber se...
22/06/2024

আলহামদুলিল্লাহ 💗💗
একটা পুরনো একাউন্টের এক্সেস না থাকার কারনে আইডিটা ডিজেবল করে দেয়া হলো।

যোগাযোগ করুন WhatsApp-এ Cyber security BD-কে মেসেজ করুন। https://wa.me/8801978953224

বয়কট!! বয়কট!! বয়কট! কোকাকোলা সাথে কাজল আরেফিন অমি'দেরকেও বয়কট করা দরকার, ঘুরেফিরে দিন শেষে তারা ইজরায়েলেরই দালালি করে।
19/06/2024

বয়কট!! বয়কট!! বয়কট!
কোকাকোলা সাথে কাজল আরেফিন অমি'দেরকেও বয়কট করা দরকার, ঘুরেফিরে দিন শেষে তারা ইজরায়েলেরই দালালি করে।

16/06/2024
বাংলাদেশ জাতীয় দলের সাইলেন্ট কিলার তকমা পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদের সেরা ফ্যান বেজ পেলাম 🥰
15/06/2024

বাংলাদেশ জাতীয় দলের সাইলেন্ট কিলার তকমা পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদের সেরা ফ্যান বেজ পেলাম 🥰

Adresse

হোমনা থেকে ঘারমোড়া রোড
Democratic Republic Of The

Téléphone

+8801831998981

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque MD Zakariya Ahmmed publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à MD Zakariya Ahmmed:

Partager