Islam er nur

Islam er nur !ফিরে এসে আল্লাহ পথে!
যে পথে চললে পাবে নাজাতের পথ
! ইনশাআল্লাহ

02/09/2024

সন্দীপ ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওসাদ সিদ্দিকীর বক্তব্য...

13/04/2024

রাত পোহালেই দেখা মিলবে পহেলা বৈশাখের। এটাকে কেন্দ্র করে গড়ে ওঠা অপসংস্কৃতি রুখে দিতে হবে শক্ত কণ্ঠে। কালচারাল জমিদাররা বাংলা নববর্ষকে ব্যবহার করেও হারানো আধিপত্য ফেরানোর জোরদার কসরত চালায়। সুতরাং বাঁচতে হলে এই অপসংস্কৃতির বিরুদ্ধে গর্জে উঠুন।

02/12/2023

লক্ষ টাকা দিয়ে সন্তানকে ইংরেজি শেখাও কিন্তু কোরআন শেখাতে হুজুরকে ১০০ টাকা দিতে পারো না, তুমি বৃদ্ধাশ্রমে যাবে না কোথায় যাবে ,?

Mumbai MIRA ROAD   রবিবার ভাইজান আসছে
25/11/2023

Mumbai MIRA ROAD
রবিবার ভাইজান আসছে

12/10/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন

আমার দুলাভাই ৮:50-এ দুনিয়ার সফর শেষ করেছেন।

১৯৪২ সালের ৮ আগস্ট গান্ধীজী ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে "ভারতছাড়ো" আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই সময়ে দেশের ব...
30/09/2023

১৯৪২ সালের ৮ আগস্ট গান্ধীজী ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে "ভারতছাড়ো" আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই সময়ে দেশের বিভিন্ন এলাকার মতো মানভূম জেলা বর্তমানে পুরুলিয়া জেলার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করেছিলেন।

১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর বন্দোয়ান ও বরাবাজার থানা দখল করেন বিপ্লবীরা এবং থানার সমস্ত নথি সহ থানা,ব্যারাক ইত্যাদি পুড়িয়ে দিয়ে ব্রিটিশদের পতাকা ফেলে দিয়ে তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন বিপ্লবীরা।
পরের দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ১৯৪২ সালে কয়েকশো বিপ্লবীরা মানবাজার থানা ঘেরাও করেন।

বিপ্লবীরা থানা চত্বরের ভিতরে প্রবেশ করতে গেলে ব্রিটিশ পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলে চুনারাম মহাতো প্রাণ হারায়, গুলিবিদ্ধ অবস্থায় গোবিন্দ মহাতোকে পুরুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারান। বেশকিছু বিপ্লবী গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন।।

★ মানবাজার থানার অন্তর্ভুক্ত কুদা/কুড়দা গ্রামের বাসিন্দা ছিলেন শহীদ চুনারাম মহাতো।
★ মানবাজার থানার অন্তর্গত নাথুরডি গ্রামের বাসিন্দা ছিলেন শহীদ গোবিন্দ মাহাতো।
★ মহাত্মা গান্ধীর আহব্বানে সাড়া দিয়ে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কুড়মি সমাজের এই দুই যোদ্ধা।
★ এই বীরযোদ্ধাদের কোনো ছবি ছিলনা, পরিবারের সদস্যদের সাথে কথা বলে ছবি এঁকেছেন শিল্পী।

শহীদ যোদ্ধাদের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা...

পীরজাদা নওসাদ সিদ্দিকী
বিধায়ক, ভাঙড় বিধানসভা
চেয়ারম্যান, আইএসএফ

22/09/2023

যে লাইনটি আমি সবচেয়ে দ্রুত টাইপ করতে পারি সেটা হলো-

‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’

04/08/2023
02/05/2023
06/03/2023

ইউটিউব আর ফেসবুক কিন্তু দ্বীন প্রচারের বর্তমানে একটি বড় মাধ্যম, অনেকে অস্বীকার করলেও কিন্তু মেনে নিতে হবে?
এক সময় ইংরেজী শিক্ষাকে হারাম বলে ঘোষণা দেওয়া হয়েছে পরে তা আবার ক্লাসে ইংরেজী বাধ্যতামূলক করা হয়েছে!
অশ্লী*লতার যুগে আমরা অশ্লী*তা দূর না করে বা*জে মন্তব্য না করি

23/12/2022

| করোনা নিয়ে রিপাবলিক বাংলার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ক্লিপটি ২০২১ সালের পুরনো ক্লিপ। অযথা বিভান্তি ছড়াবেন না।

#হচ্ছেটাকী





আমার অন্তরের দুই ভাইজান এক হাতে হাত।ছাত্র জীবনে এনাদের ক্লাস ফ্রেন্ড হবার সুবাদে খুব কাছ থেকেই অনুধাবন করেছি এনাদের দুইজ...
04/12/2022

আমার অন্তরের দুই ভাইজান এক হাতে হাত।
ছাত্র জীবনে এনাদের ক্লাস ফ্রেন্ড হবার সুবাদে খুব কাছ থেকেই অনুধাবন করেছি এনাদের দুইজনের অটুট বন্ধুত্ব (একজাস্ট) বোঝাপড়া।
একজনা তাফসিরের পন্ডিত দ্বিতীয় জন হাদিসের অসীম দক্ষতা সম্পন্ন মানুষ।

আজ এই ছবি দেখে নিজেকে খুবই ভালো লাগলো
মনে পড়ে গেল ছাত্রজীবনের কথা।

হে রব্বে করীম হে দয়াময় আল্লাহ দাদা পীরের আওলাদের হায়াত দারাজ করে শরীর সুস্থ রেখেদিন ।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Islam er nur publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Islam er nur:

Partager