
24/06/2025
গতকাল বাংলাদেশ ইসলামী
ছাত্রশিবির পাকিস্তান শিবিরের সাথে
মালয়শিয়ায় একটি প্রোগ্রামে সৌজন্য সাক্ষাৎ করে।
এতে ছাত্রদলের নাসিরুদ্দিন
নাসির এইটা নিয়ে নোংরামি শুরু করছে।
অথচ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
জাফরুল্লাহ জামিলের সাথে খালেদা
জিয়ার গোপন বৈঠক হয়েছিলো ২০০৪ সালে।
আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী
শওকত আজিজ এবং পাকিস্তান
সেনাবাহিনীর সাথেও খালেদা জিয়া দেখা করে।
খালেদা জিয়া পাকিস্তানের
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে।
মির্জা ফখরুল এই লিস্টে আছে।
এছাড়াও বিএনপির সিনিয়র
নেতাদের এমন অনেক সাক্ষাৎ এর ঘটনা
আছে একটু খোঁজাখুঁজি করলেই সব বেরিয়ে আসবে।
গণহত্যাকারীদের
সাথে এভাবে গিয়ে বৈঠক কেনো?
ছাত্রদলের সেক্রেটারি নাসির চাচা জবাব চাই।
অনলাইনের জগতে
শিবির সাথে পুংটামি করতে আইসো না।
তুমরা যদি খুচাখুচি করো আমরাও
এমন জায়গায় খুচা দিবো একদম সোজা হয়ে যাবে।
ইট মারলে পাকটেল খেতেই হবে।