28/04/2025
আয়নার দিকে তাকালে, মুখটা আমার নয়,
হাসির আড়ালে লুকানো এক নিঃশব্দ ক্ষয়।
স্বপ্নগুলো ধুলো হয়ে উড়ে যায় হাওয়ায়,
জীবন বলে—"এটাই নিয়ম, এটাই চাওয়ায়।"
কেউ বোঝে না, কতো কথা জমে বুকের ভেতর,
চোখের জল হাসিতে ঢাকা, অভিমান যে ভীষণ পর।
তবু চলি, কারণ থেমে যাওয়ার নেই অনুমতি,
বাস্তবতা তো আর দেয় না কোনো মুক্তি।