01/04/2025
ড. ইউনূসই পারবে বাংলাদেশকে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড় করাতে। এই মানুষটার কনফিডেন্স লেভেল মারাত্মক! এই মানুষটার কথা আর কাজ দেখে দিনদিন তার ফ্যান হয়ে যাচ্ছি।
তিনি চায়নাতে বসে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতে গিয়ে বলেই ফেললেন "এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক আমরা"।
এভাবে আর কেউ বলতে পারছে? পারে নাই! দাসত্ব করেই গেছে।
তবে ইউনুস পারছে! তিনি শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে বিশ্বমঞ্চে দেশকে রিপ্রেজেন্ট করতে হয়। কিভাবে দাঁতে দাঁত রেখে কথা বলতে হয়।