
08/04/2025
গাজা এখন শুধু একটা নাম না, এটা এক চিলতে আর্তনাদ, একটা ইতিহাসের কষ্ট!
একটা ছোট্ট ভূখণ্ড, যেখানে শিশুদের খেলার মাঠে এখন বোমা পড়ে।
যেখানে স্বপ্নগুলো মাটির নিচে চাপা পড়ে, কেবল একটা পরিচয়ের কারণে—"ফিলিস্তিনি"।
তাদের অপরাধ কী?
তারা শুধু বাঁচতে চায়, ভালোবাসতে চায়, শান্তিতে ঘুমাতে চায়।
আমরা যারা আজ নিরাপদে ঘুমাই, ভালো খাই, তাদের প্রতি আমাদের একটা দায় থেকে যায়—
সত্যের পক্ষে দাঁড়ানোর, অন্যায়ের প্রতিবাদ করার