
11/10/2024
~"যে মেয়েটা স্কুল টিফিনের টাকা বাচিঁয়ে এক'শ বিশ টাকা মূল্যের মেকাপ বক্স কিনে ;আমি তার সৌন্দর্য অনুভবে নিজেকে খানিকের জন্য রাস্তার বকাটে ভাবতেও রাজী আছি।
~বন্ধবীদের দামী দামী জামা দেখে যে মেয়েটা নিজেকে একই বোকরায় এক বছর লুকিয়ে রাখে ;আমি তার ওড়না ছাড়া রুপটা একবার দেখার জন্য নিজেকে নোংরা স্বভাবের মানুষ ভাবতেও রাজী আছি।
~যে মেয়েটা তার মায়ের অসুস্থার জন্য স্কুল বন্ধ করে মালিকের বাসার বাসন পরিস্কার করে; আমি তার হাতের রান্না খাবার খাওয়ার জন্য নিজেকে সভ্য সমাজের বাহিরে নিয়ে যেতেও রাজী আছি।
~যে মেয়েটা কালো চামড়ার জন্য তার দরিদ্র বাবা-মায়ের আহ্মেপের কারন হয়ে গোপনে চহ্মুজল ফেলে; আমি তার ঐ নোংরা হাত ধরে সমুদ্রতীরে কদমে কদম মিলিয়ে হাটতেও রাজী আছি।"
#ধন্যবাদ 🥰