MM Raihan Ahmed

MM Raihan Ahmed لا اله الا الله محمد رسول الله (صلى)

~"যে মেয়েটা স্কুল টিফিনের টাকা বাচিঁয়ে এক'শ বিশ টাকা মূল্যের মেকাপ বক্স কিনে ;আমি তার সৌন্দর্য অনুভবে নিজেকে খানিকের জন্...
11/10/2024

~"যে মেয়েটা স্কুল টিফিনের টাকা বাচিঁয়ে এক'শ বিশ টাকা মূল্যের মেকাপ বক্স কিনে ;আমি তার সৌন্দর্য অনুভবে নিজেকে খানিকের জন্য রাস্তার বকাটে ভাবতেও রাজী আছি।

~বন্ধবীদের দামী দামী জামা দেখে যে মেয়েটা নিজেকে একই বোকরায় এক বছর লুকিয়ে রাখে ;আমি তার ওড়না ছাড়া রুপটা একবার দেখার জন্য নিজেকে নোংরা স্বভাবের মানুষ ভাবতেও রাজী আছি।

~যে মেয়েটা তার মায়ের অসুস্থার জন্য স্কুল বন্ধ করে মালিকের বাসার বাসন পরিস্কার করে; আমি তার হাতের রান্না খাবার খাওয়ার জন্য নিজেকে সভ্য সমাজের বাহিরে নিয়ে যেতেও রাজী আছি।

~যে মেয়েটা কালো চামড়ার জন্য তার দরিদ্র বাবা-মায়ের আহ্মেপের কারন হয়ে গোপনে চহ্মুজল ফেলে; আমি তার ঐ নোংরা হাত ধরে সমুদ্রতীরে কদমে কদম মিলিয়ে হাটতেও রাজী আছি।"

#ধন্যবাদ 🥰

 িভিল_ইঞ্জিনিয়ার_হিসেবে_পজেক্টের_দায়িত্ব_পেলে_প্রথমে_কি_কি_কাজ_করতে_হয়।এই পোষ্টের প্রধান টপিক সমূহঃএকজন সিভিল ইঞ্জিনিয়ার...
10/10/2024

িভিল_ইঞ্জিনিয়ার_হিসেবে_পজেক্টের_দায়িত্ব_পেলে_প্রথমে_কি_কি_কাজ_করতে_হয়।

এই পোষ্টের প্রধান টপিক সমূহঃ
একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে যখন একটি প্রজেক্টের কাজ শুরু করার দায়িত্ব দেওয়া হবে, তখন আপনি কি কি কাজ করবেনঃ

প্রথমে প্রজেক্টের লোকেশান জেনে নিয়ে, প্রজেক্ট ভিজিট করে পারিপার্শ্বিক বিষয়গুলি বিবেচনা করে কাজ শুরু করার জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলি নিবেনঃ

১. প্রথমে অস্থায়ী বাউন্ডারি ওয়াল দিতে হবে ( প্রয়োজন মনে হলে)।

২. মাটি উঁচু নিচু থাকলে, সমান করতে হবে।

৩. গাছপালা থাকলে, কাটতে হবে।

৪. বিদ্যুৎ লাইন সংযোগের ব্যবস্থা করতে হবে।

৫. পানির লাইন সংযোগ করতে হবে।

৬. সাইট অফিস এবং লেবার সেড তৈরি করতে হবে।

৭. নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ দিতে হবে।

৮. আপনার প্রতিষ্ঠান থেকে নির্মাণ কাজের ড্রয়িং, ডিজাইন এনে, ড্রয়িং স্টাডি করে, সম্পুর্ন কাজের ধারণা নিতে হবে।

৯. পরবর্তীতে আপনার প্রতিষ্ঠান এর নির্দেশনা মোতাবেক , ড্রয়িং অনুযায়ী লে- আউট দিবেন।

১০. আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এটি বাস্তব ভিত্তিক কাজ তাই অনেক সময় এখানে বইয়ের পড়াশোনার বাইরে এসে কমন সেন্স এপ্লাই করতে হবে। বইয়ের পড়াশোনা আর বাস্তবে কাজ করার মধ্যে কিছুটা পার্থক্য আছে। যে যত বেশি কমন সেন্স কাজে লাগাতে পারবে, সে কাজে ততই সফলতা অর্জন করবে।
ধন্যবাদ.
Eng.Md.Raihan Hossain

#সিভিল

আসসালামু আলাইকুম, বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত(সিভিলইঞ্জিনিয়ারিং)👨‍🎓👷‍♂️→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার...
09/10/2024

আসসালামু আলাইকুম,
বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত(সিভিল
ইঞ্জিনিয়ারিং)👨‍🎓👷‍♂️
→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার
→১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট
লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।
→১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে
সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।
→ ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে
সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট,
খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট
দিতে হয়।
বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব
আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক
→০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট)
গাথুনীতে ০৫ টি ইট লাগে
→১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে
১০ টি ইট লাগে।
→ সিলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে
→ ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
→ ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট

ইঞ্চি বা ১৫ মিমি . . সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪)
অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি বীম এবং কলাম সিলিং এর জন্য ।
→ প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =
০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

ইটের মাপ:- প্রচলিত নিয়মে
————++-———++—-—
→ মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
→ মসলাসহ = (১০” x৫” x ৩”)

কনভার্ট এর জন্য:-
——–++—–——-
10 mm =1 cm
100 cm = 1 m
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.

-> 10" ওয়াল গাথুনিতে প্রতি স্কয়ারফিটে ইট লাগে 10টা।

->প্রতি ঘনফিট/সিএফটি গাথুনিতে ইট লাগে 12টা।

# রডের ওজন বের করার সূত্র-

1. {(Dia×Dia)÷162.2}= kg/m
2. {(Dia×Dia)÷532}= kg/ft
3. {(Suta)²÷24}= lb/ft
——————————————————–
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭কMIEB.

# রডের হিসাব
———————————————
1″ = 8 suta
1/2″ = 4 suta
1/4″= 2 suta
1/8″ = 1 suta
# বি.দ্র:- ১ সুতো= ৩.২০ মিলি প্রায়।



#সিভিল #রাজমিস্ত্রি ধন্যবাদ।

04/08/2024

ASIF✊🫡

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801791954478

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque MM Raihan Ahmed publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à MM Raihan Ahmed:

Partager