15/06/2025
সম্মানিত লেখকবৃন্দ,
উদ্ভাস সাহিত্য ম্যাগাজিন-এর গল্প সংখ্যার জন্য লেখা আহ্বানে দেশ ও দেশের বাইরে থেকে যে আন্তরিক সাড়া পাওয়া গেছে, তার জন্য উদ্ভাস আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। গল্প পাঠানোর এই আগ্রহ ও অংশগ্রহণ উদ্ভাসের প্রয়াসকে আরও গভীর করছে।
ইতোমধ্যে যে সমস্ত লেখা পাঠানো হয়েছে, সেগুলোর মধ্যে বহু লেখা পিডিএফ, ওয়ার্ড কিংবা অন্যান্য ফাইল ফর্মেটে এসেছে, এবং অনেক ক্ষেত্রেই লেখা ইউনিকোডে না থাকায় পাঠ, সম্পাদনা ও সংরক্ষণের প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। উদ্ভাসের কার্যক্রমকে সহজ ও সুশৃঙ্খল রাখার স্বার্থে একটি বিনীত অনুরোধ জানানো প্রয়োজন মনে করছে উদ্ভাস।
যাঁরা ইতোমধ্যে লেখা পাঠিয়েছেন, তাঁদের মধ্যে যাঁদের লেখা ইউনিকোডে নয় অথবা ফাইল সংযুক্ত করে পাঠানো হয়েছে, তাঁদের প্রতি অনুরোধ—লেখাটি ইউনিকোডে রূপান্তর করে, ইমেইলের মূল বডিতে টাইপ করে পুনরায় পাঠাবেন।
যাঁরা এখনও লেখা পাঠাননি, তাঁদের উদ্দেশ্যে বলা যাচ্ছে—কোনোপ্রকার ফাইল সংযুক্ত না করে কেবলমাত্র ইউনিকোডে লেখা গল্পটি ইমেইলের বডিতেই টাইপ করে পাঠানোই কাম্য।
এই সামান্য সহযোগিতা উদ্ভাসের সার্বিক সম্পাদনা ও প্রকাশ কার্যক্রমকে আরও সুগম করবে,আশা করি।
সাহিত্যচর্চায় আপনাদের আন্তরিক অংশগ্রহণ উদ্ভাসের পথচলাকে উৎসাহিত করছে। সেই পথচলা হোক আরও গভীর, গঠনমূলক ও স্বতন্ত্র—এই প্রত্যাশা রইল।
শুভেচ্ছাসহ,
উদ্ভাস সাহিত্য ম্যাগাজিন,
সম্পাদক পর্ষদ
#উদ্ভাস_সাহিত্য_বিষয়ক_পত্রিকা
#প্রয়োজনীয়_বার্তা
#উদ্ভাস_সাহিত্য_ম্যাগাজিন