15/10/2025
রিপন মিয়া কোনো জাতীয় ইস্যু না। জীবনের বাস্তবতায় প্রতিটা মানুষের পরিবারে ছোট-বড় নানা সমস্যা থাকে—কখনও টাকার অভাব, কখনও সম্পর্কের টানাপোড়েন। স্বার্থের জায়গায় গিয়ে অনেক সময় বাবা-সন্তান একে অপরকে চিনতেও চায় না। শিক্ষা নেই, গরিব একটা পরিবার—তাদের আচরণ বা কথাবার্তার পেছনে অনেক কারণ থাকতে পারে। কখনও সেটা নিছক কষ্ট থেকে, আবার কখনও কারও প্ররোচনাতেও হতে পারে। তাই সবকিছু না জেনে শুধু একটা ভিডিও দেখে বিচার করা ঠিক নয়। আমরা তাদের খাবার দিই না, খবরও রাখি না—তবু আমাদের কথাবার্তায় যেন তাদের জীবনে অশান্তি না নামে, সেই সতর্কতাই সবচেয়ে জরুরি।