08/09/2025
মাদারীপুর রাজৈর-০২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, রাজপথের লড়াকু সৈনিক এ্যাডঃ মাসুদ পারভেজ ভিপি ভাই।
দূরদিনে বুক চিতিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তিনি। বিগত ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনের জনসভায় স্বৈরাচারের পেটুয়া বাহিনীর সাথে সম্মুখ সমরে ঢাকা ব্যাংকের গলিতে স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানী ভাইয়ের নেতৃত্বে লড়েছেন শুরু থেকে শেষ অবধি সে সময় পুলিশের নিক্ষিপ্ত অসংখ্য টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও মূহুর্মুহ রাবার বুলেট তার পায়ে বিদ্ধ হয়ে গুরুতর ক্ষতের সৃষ্টি করে। দীর্ঘদিন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও তেমন কোনো উন্নতি হয়নি।
গতকাল রাতে তার পায়ে ছোট একটি অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং ক্ষতস্থানের চামড়া পরীক্ষা করতে দেওয়া হয়েছে।
👉 সকলে দোয়া করবেন—
আল্লাহ তায়ালা যেন প্রিয় ভাইকে দ্রুত সুস্থতা দান করেন এবং আগামী দিনে দেশ ও জনগণের সেবায় তাকে আরও শক্তি ও সাহস জোগান।
#ধানেরশীষ #দ্রুতসুস্থতা #লড়াকুসৈনিক #স্বৈরাচারবিরোধী #ধানেরশীষ #রাজপথেরলড়াকুসৈনিক #দূরদিনেরসংগ্রামী #স্বৈরাচারবিরোধীসংগ্রাম #দ্রুতসুস্থতা #গণতন্ত্রেরসৈনক
Adv Masud Parves VP