06/04/2025
আহ!
গতরাতে রাফাহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।
এক লক্ষ সতের হাজার অসহায় মুসতাদ'আফীন
মুসলিমদের বসতী রাফা-য় হয়তো
জীবিত আর এমন কেউ নেই যিনি
এই নিষ্ঠুরতম পৃথিবীবাসীর কাছে
তাদের কষ্টের কথা বলবে।
হে আল্লাহ,
জানি এই রাফা, এই গাযযায়-ই
চূড়ান্ত মালহামাহ, শেষ লড়াইটা অনুষ্ঠিত হবে
দাজ্জাল ও তার বাহিনীর বিরুদ্ধে,
মাসীহ আর মাহদীর যৌথ বাহিনীর;
এবং নিশ্চিহ্ন হবে আজকের এই ইয়াজুজ-মাজুজ,
যখন গাছ আর পাথরও ওদের আশ্রয় দিবেনা।
আমাদের জীবদ্দশায় তার কিছু ছিটেফোঁটা
দেখার সুযোগ করে দাও।
অসহায়দের আর্তচিৎকারে সাধারণ মানুষের
ঈমান নড়বড়ে হয়ে যাচ্ছে;
তুমি তোমার শান দেখাও রব!!!