Sarwar uddin

Sarwar uddin Wellcome to Sarwar Uddin page,
Hathazari, Chittagong, Bangladesh

নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম।🎥
03/11/2025

নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম।

🎥

05/09/2025

মানুষের জীবনে সঞ্চয়ের গুরুত্ব অপরিসীম। বর্তমান যুগে প্রতিটি মানুষকে নানান প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও অসুস্থতা, কখনও অপ্রত্যাশিত দুর্ঘটনা কিংবা হঠাৎ কোনো আর্থিক সংকট—এসব সময় সঞ্চিত অর্থই হয় মানুষের সবচেয়ে বড় সহায়ক। যে মানুষ আজ সামান্য আয় থেকেও কিছুটা সঞ্চয় করে রাখে, সে আগামী দিনের অনিশ্চয়তা মোকাবেলায় দৃঢ় থাকতে পারে।

সঞ্চয় কেবল অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়; সময়, শ্রম, অভিজ্ঞতা ও ভালো অভ্যাস—সবকিছুই সঞ্চয়ের অন্তর্ভুক্ত। তবে অর্থ সঞ্চয় জীবনের বাস্তব চাহিদা মেটাতে বিশেষভাবে প্রয়োজনীয়। আয় যতই হোক না কেন, খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে অল্প হলেও সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ, সঞ্চয়হীন জীবন অগভীর নৌকার মতো, যা ঝড়-তুফানে টিকতে পারে না।

অন্যদিকে, সঞ্চয় মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে। ঋণ বা দান-অনুদানের ওপর নির্ভর না করে একজন সঞ্চয়ী মানুষ তার প্রয়োজন মেটাতে সক্ষম হয়। পরিবার ও সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার ক্ষেত্রেও সঞ্চয়ের ভূমিকা অপরিসীম। এতে শুধু আর্থিক নিরাপত্তাই আসে না, বরং মানসিক শান্তিও লাভ করা যায়।

সুতরাং বলা যায়, জীবনে সঞ্চয় হলো নিরাপদ আশ্রয়। আজ সামান্য সঞ্চয়ের অভ্যাসই আগামী দিনের বড় অবলম্বন হয়ে দাঁড়ায়। তাই প্রত্যেক মানুষের উচিত আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখা এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।

04/08/2025
15/07/2025

Adresse

Chittagong
Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sarwar uddin publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Sarwar uddin:

Partager