The Legend Diary

The Legend Diary "Peace be upon you and God's mercy and blessings.”
Oh Allah I'm waiting for your call

আমাদের আব্বাজান ও চাচাজানদের মতে, পৃথিবীর সকল বাবাই সংসারের কলুর বলদ।কেন কলুর বলদ! একটু বুঝিয়ে বলি?পৃথিবীর সব মা’ই ভালো ...
18/06/2023

আমাদের আব্বাজান ও চাচাজানদের মতে, পৃথিবীর সকল বাবাই সংসারের কলুর বলদ।কেন কলুর বলদ! একটু বুঝিয়ে বলি?
পৃথিবীর সব মা’ই ভালো মা। কিন্তু পৃথিবীর সব বাবা’ই ভালো বাবা নন। মা কেন ভালো মা? তিনি আদর করেন বলে? ভালো রাঁধেন বলে? কাপড় ধুয়ে দেন, ঘরবাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখেন, পড়াশোনার খোঁজ খবর করেন– এই জন্য?… সম্ভবত মা হলেন একমাত্র ব্যক্তি, যাঁর ভালো হবার পেছনে কারণ লাগে না, যাঁকে ভালোবাসার জন্য শর্ত প্রযোজ্য হয় না।

কিন্তু বাবার ক্ষেত্রে হয়। শর্ত প্রযোজ্য হয়। বাবা যদি যথেষ্ট আয়-রোজগার করতে না পারেন, চাহিদামতো কাপড়-চোপড়, কম্পিউটার-ঘড়ি-মোবাইল, কসমেটিক্স ইত্যাদি কিনে দিতে না পারেন, ভালো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠাতে না পারেন, এদেশ-বিদেশ ঘোরাতে না পারেন, উজ্জ্বল ভবিষ্যতের জন্য খেয়ে না খেয়ে আগাম সঞ্চয় করে রাখতে না পারেন, সর্বোপরি, সহ্য করতে পারুন বা না পারুন– মা’র সাথে মানিয়ে চলতে না পারেন – তিনি কোনোমতেই ভালো বাবা নন। অতএব, বাবা সম্পর্কটার সাথে “শর্ত প্রযোজ্য”। শুধু শর্তই নয়, কড়াকড়ি শর্ত প্রযোজ্য। তাই পৃথিবীতে একটাও মন্দ মা না থাকলেও লাখ লাখ কোটি কোটি মন্দ বাবা গিজগিজ করছেন!

আমার মাঝে মাঝে মনে হয়, বাবা হলেন একটা পরিবারের খুব কম পারিশ্রমিকের বা প্রায় বিনা পারিশ্রমিকের মজুর খাটা কাজের লোক। দায়িত্বের গুরুভার মাথায় নিয়ে এক নিঃসঙ্গ সারথী, যাঁর কাজ সন্তানদের সবাইকে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিয়ে একাকী পরপারে যাবার জন্য অলসভাবে অপেক্ষা করা। আমরা একটা মানুষের প্রতি প্রতিনিয়ত “এটা দাও, ওটা আনো, সেটা নাই কেন?” ইত্যকার দাবী-দাওয়া ছুঁড়ে দিতে থাকি, সেই মানুষটা এত এত দাও, আনো, নাই-এর মোকাবেলা একা হাতে কী করে করবেন– একবারও ভেবে দেখি না। আবার যুগের অসুখ এই বাড়তি চাহিদার পাগলা ঘোড়াকে বশে আনতে গিয়ে তিনি যেভাবেই হোক আর যে পথেই হোক উপার্জনে ঝাঁপিয়ে পড়বেন– তা হবে না। বাবা যতক্ষণ উপার্জন করছেন, দু’হাতে উপার্জন করছেন, ততক্ষণ বাবা আদর্শ বাবা। কিন্তু যে মুহূর্তে প্রকাশ পেয়ে গেল, বাবার আয় বাবা উপার্জনক্ষমতার মাত্রা ছাড়িয়ে গেছে– অর্থাৎ বাবা অসৎ পথে উপার্জন করছেন, এই সন্তান কিন্তু বাবার পাশে দাঁড়াবে না, উল্টো সস্তা সিনেমার ডায়লোগ দিয়ে দেবে মুখের উপর– আই হেইট ইউ বাবা, তুমি আমাদের মাথা হেঁট করে দিয়েছো!

বাবা সন্তানকে শাসনে রাখতে গেলে ডিক্টেটর, জেলাস, স্যাডিস্ট, জালিম; প্রশ্রয় দিতে গেলে শাসন না জানা মূর্খ, যে সন্তানকে উচ্ছন্নে ঠেলে দিচ্ছে। বাবা তাদের অবাধ স্বাধীনতা না দিলে ব্যাকডেটেড, দিয়ে ফেললে ব্যর্থ অভিভাবক। বাবা তাদের সব কাজে সমর্থন করলে, “বাবা তো কিছুই বুঝে না, খালি হ্যাঁ-এর সাথে হ্যাঁ মিলিয়ে যায়!“; সমর্থন না করলে, “বাবা তো কিছুই বুঝে না, খামাখা সবটাতে বাগড়া দেয়!” বাবা হলেন সেই ব্যক্তি – যাঁকে সবচে সহজে ভুল বোঝা যায়, যাঁকে খুব সহজেই ধরে নেয়া হয়, সবচে’ ভুলভাবে উপস্থাপন করা যায় – অন্যের কাছে তো বটেই, এমনকি নিজের কাছেও। বাবা হলেন পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ চরিত্র, যাঁকে সঙ্গ দেয়াটা আদিক্ষেতা, অথচ তাঁর সঙ্গ না পাওয়াটা নাকি তাঁরই কর্মফল!

মায়ের প্রতি সন্তানের আচরণ হলো ভালোবাসা। কিন্তু বাবার প্রতি সেটা অধিকাংশ ক্ষেত্রেই কর্তব্য, শ্রদ্ধা, ভয়, প্রতিদান, পুরস্কার… এবং কখনো কখনো শুধুই দায়শোধ! আর এজন্যই মনে হয়, বছরে একটা দিন বাবা দিবস থাকা খুব জরুরী, যেদিন সংসারের এই কলুর বলদটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয় – আরে, তুমি তো আমাদেরই একজন, এত মন ছোট করে থাকো কেন?

এ যে কি নির্মম এক বাস্তবতা তা ভাষায় প্রকাশযোগ্য না। কিন্তু আরেক বাস্তবতা হলো : এই সত্যটা সারা জীবন সবার অনুভব বা উপলব্ধির বাহিরেই রয়ে যায়, এমনকি কোন বাবা নিজেও এটা উপলব্ধি করেন না।তাই 2023এই বাবা দিবসে সকাল বাবা জাতীর প্রতি অফুরান ভালোবাসা ও সম্মান জানাই।

12/06/2023

Urgently needed.

Please translate in English

"স্যার, এই দেখুন গরু শিং দিয়ে আমার পেটে গুঁতিয়ে দিয়ে কী হাল করেছে!"

গুগল ট্রানশ্লেশন নেবো না।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা। ২০১০  সালে আমিও এসএসসি পরীক্ষার্থী ছিলাম।
30/04/2023

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা। ২০১০ সালে আমিও এসএসসি পরীক্ষার্থী ছিলাম।

04/03/2023

স্টেজ পারফরমেন্স থেকে গ্যালারির পারফরমেন্স ভালো লেগেছে।

Max Planck awarding Albert Einstein the Max Planck medal in 1929.
25/02/2023

Max Planck awarding Albert Einstein the Max Planck medal in 1929.

11/02/2023
11/02/2023

https://fb.watch/iDcTRKRecq/
এই মুভিটা তামিল নাড়ু কোন এক অঞ্চলের পারিবারিক প্রথা অনুযায়ী মামা ভাগ্নির বিয়ে নিয়ে একটা পরিবারের দ্বন্দ্ব। এই বিবাহ প্রথা সত্যতা জানি না, তবে কোন ভাবেই এটা মেনে নেবার মত না

09/02/2023

Advance generation 😃😃😃😃

05/02/2023

ফকিরের চেষ্টা ব্রেথা 😃😃😃😃😃
তোর বসিল ছিঁড়বে কিন্তু আমার কিছু হইবে না

মতিঝিলে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটার নাম, ''জাতীয় চা বোর্ড''। ঢাকা শহরে কোনো চা বাগান নেই, কিন্তু জাতীয় চা বোর্ড নামক সর...
04/02/2023

মতিঝিলে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটার নাম, ''জাতীয় চা বোর্ড''। ঢাকা শহরে কোনো চা বাগান নেই, কিন্তু জাতীয় চা বোর্ড নামক সরকারি প্রতিষ্ঠানটি খোদ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত।
ঢাকায় মাছের চাষ হয় না। কিন্তু ''মৎস্য ভবণ'' দখল করে আছে রমনার একটি এলাকা।
ঢাকার কোথাও ধান, গম, মুলা চাষ হয় না। কিন্তু ''খামার বাড়ি'' নামক বিশাল ভবণটি ফার্মগেটে বসে আছে।
একটা দেশে ৬৪ টি জেলা আছে।
সেই দেশের ৬৩ জেলাকে বাদ দিয়ে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে মাত্র ১টি জেলায়। ঢাকাতে।
যে মৎস্য ভবণ থাকার কথা চাঁদপুরে, সেটি ঢাকায়।
যে খামার বাড়ি থাকার কথা ময়মনসিংহে, সেটিও ঢাকায়।
চা বাগানের শহর সিলেট বাদ দিয়ে, চা বোর্ডটিও আমরা বসিয়ে রেখেছি ঢাকায়।

অনেক দেশ তাদের রাজধানী পরিবর্তন করেছে।আমাদের সময় এসেছে বিকল্প কিছু ভাবার, এরপরও যখন আপনারা যানজট নিয়ে বিরক্তি প্রকাশ করেন, তখন আমার খুব হাসি পায়।রিকশা, হকার মুক্ত ফুটপাথ চাই।
কেউ কেউ বলেন, ফ্লাইওভার আর মেট্রোরেলের কথা। ভাই রে, এই ছোট্ট শহরে কয়টা মেট্রোরেল দেবেন? কয়টা ফ্লাইওভার বসাবেন? ফ্লাইওভার আর মেট্রোরেলের পাশাপাশি যদি হেলিকপ্টার সার্ভিসও দেন, ঢাকার আকাশে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হবে, তবু যানজটের খুব বেশি উন্নতি হবে না।
তার চেয়ে পুরো বাংলাদেশের ৬৪ টা জেলাকেই ঢাকার মতো গুরুত্বপূর্ণ ভাবতে শিখুন। দেশের প্রতিটি ইঞ্চিকে সমানভাবে ভালবাসুন। উন্নয়ণের জোয়ার ভাটার খেলা কেবল এই ছোট্ট শহরে মধ্যে না চালিয়ে, সারা বাংলাদেশে চালান।
তাহলে দুটো জিনিস হবে।
১. পুরো বাংলাদেশে এগিয়ে যাবে।
২. ঢাকায় কোনো যানজট থাকবে না।

আপনি ও কি সহমত?

Crazy how nature does that. 😁
03/02/2023

Crazy how nature does that. 😁

Adresse

4/2J Mirpur 02 Dhaka
Democratic Republic Of The
1216

Téléphone

+8801734981779

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque The Legend Diary publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à The Legend Diary:

Partager