Love Story 3

Love Story 3 ভালো লগলে, পেজটির পাসে থাকবেন
আমি নতুন আসলাম তোমাদের মধ্যে

নিজের স্বামীকে হাসপাতালের বেডে রেখে আজ আমি আমার প্রাক্তন প্রেমিকের বাড়িতে। ভাবছেন হয়তো নিজের স্বামীকে ফেলে প্রাক্তন প্...
18/05/2024

নিজের স্বামীকে হাসপাতালের বেডে রেখে আজ আমি আমার প্রাক্তন প্রেমিকের বাড়িতে। ভাবছেন হয়তো নিজের স্বামীকে ফেলে প্রাক্তন প্রেমিকের কাছে কি করতে এসেছি? তবে বলি তার কাছে রক্ষিতা হিসেবেই আসা আমার। আমার প্রাক্তন প্রেমিকের নাম অয়ন চৌধুরী। বিশিষ্ট বিজনেস ম্যান অয়ন চৌধুরীর সাথে আমার ৫ বছরের ভালোবাসার সম্পর্ক ছিলো। যখন অয়ন আর আমার মাঝে প্রেমের সম্পর্ক ছিলো তখন অয়নের নামের পাশে বিজনেস ম্যান এর উপাধিটা ছিলো না। তার সম্পূর্ণ পৃথিবীটাই ছিলাম আমি। কিন্তু দিন শেষে তখন ভালোবাসা পূর্ণতা পেতে চাইলো। ঠিক তখনি আমি তার সাথে প্রতারণা করি‌। হ্যাঁ, প্রতারণা করি তার সাথে। যখন আমার উচিত ছিলো নিজের প্রিয়জনের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে সকল বাধাকে অতিক্রম করা। ঠিক তখন আমি আমার পরিবারের কথা ভেবে তার সাথে প্রতারনা করি। ফিরিয়ে দেই তাকে শুন্য হাতে। তার পবিত্র ভালোবাসাকে তুচ্ছতাচ্ছিল্য করে আমি আমার জীবন নতুন কারোর সাথে সাজিয়ে নেই। বিয়ের দু'দিন পর আমার স্বামীর দূর্ঘটনার শিকার হয়। আর কোমায় চলে যায়। তার চিকিৎসার জন্য আমি অনেক চেষ্টা করেছি। দীর্ঘ একটি বছর তার চিকিৎসার খরচ চালিয়ে আজ আমি নিঃস্ব। তাই নিজেকে অয়ন চৌধুরীর কাছে বিক্রি করে দেই। শুধু মাত্র আমার স্বামীর চিকিৎসার জন্য।

* অধরা কথা গুলো অয়নের ছবির দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আজ কেনো জানি বার বার তার অতীতের কথা মনে পড়ছে। অতিতের সেই দিন গুলোর কথা মনে পড়তেই অধরার ঠোঁটের কোনে হয়তো মৃদু হাসির রেখার উদয় হয় ঠিক। তবে শেষ বেলায় সেই হাসিটা কান্নায় রূপ নেয়। অধরা ভাবনার ডায়রির পাতায় চোখ বুলাতেই হঠাৎ করে কারোর পায়ের বুট জুতোর শব্দ অধরার কানে ভেসে আসে। অধরা দ্রুত নিজের চোখের কোন থেকে নোনা জলের বিন্দুটা মুছে নিয়ে সোফা থেকে উঠে পড়লো। অয়ন এসেছে হয়তো! অধরা সোফা থেকে উঠে দাড়াতেই অয়ন হনহন করে রুমের মধ্যে প্রবেশ করলো। অধরাকে সোফার সামনে দেখে ভারী কন্ঠে অয়ন বলল

-- হঠাৎ করে আমার অনুপস্থিতিতে আমার রুমে কেনো এসেছো?

-- আসলে তোমার বিছানাটা গুছিয়ে দিয়ে রুমটা একটু গুছিয়ে...!

অধরার কথাটা সম্পূর্ণ হবার পূর্বেই অয়নের মুখের উপর তীব্র বিরক্তির ছাপ স্পষ্ট হলো। অয়ন অধরার দিকে বিরক্তি কর দৃষ্টিতে তাকিয়ে বলল

-- কত বার করে বলেছি আমায় তুমি করে বলবে না। কেউ আমায় তুমি করে বললে আমার ইগোতে লাগে। সো প্লিজ ইগনোর ইট!

-- সরি অয়ন আমি ভুলে গিয়েছিলাম...!

আরিয়ান তুমি আরেকটা বিয়ে করে নাও। এই আফরোজা তোমার মাথা  ঠিক আছে 😡।তুমি কি বলতেছ ভেবে বলতেছ?আফরোজা -হ্যাঁ আমি সবকিছু ভেব...
18/05/2024

আরিয়ান তুমি আরেকটা বিয়ে করে নাও। এই আফরোজা তোমার মাথা ঠিক আছে 😡।তুমি কি বলতেছ ভেবে বলতেছ?

আফরোজা -হ্যাঁ আমি সবকিছু ভেবেচিন্তে বলতেছি।
আরিয়ান -তুমি কি জানো তোমাকে পাওয়ার জন্য কত কিছু করেছি আমি।

তোমাকে পাবো বলে দীর্ঘ দুই বছর পর আমি যশোর থেকে সিলেটে গেছি তারপর তোমার সাথে মিট করেছি।

কতকিছু ফেস কোরে তোমার সাথে দেখা করেছি। শুধুমাত্র তোমাকে অনেক ভালোবাসি বিদায়। তোমার বাবা-মা কিন্তু রাজি ছিল না আমার সাথে বিয়ে দেওয়ার জন্য তারা বলতো এত দূরে আমার মেয়ে বিয়ে দেবো না।

আর সিলেটি মেয়ে সিলেটি ছেলের সাথে বিয়ে দেবো।
আমি কত কষ্ট করে তাদের ম্যানেজ করে তোমাকে পেয়েছি।

আর এখন তুমি বলতেছ আরেকটা বিয়ে করে নাও।
আফরোজা তুমি কি জানো আমার পৃথিবী একদিকে আর একদিকে তুমি।

যেমন, দিন ছাড়া রাত একদমই অচল, ঠিক তুমি ছাড়া আমার এই পৃথিবীটা অচল। প্লিজ আর বইলো না।

আফরোজা কান্না করে দিল।তারপরে বলল সত্যি আমি অনেক অনেক ভালোবাসি আরিয়ান ।
আরিয়ান -আমি বলছি এই দুষ্টু কি হয়েছে তোমার। প্লিজ আমাকে কিছু লুকাইয়ো না।
ওর ইদানিং অনেক কাশি এবং কাশির সাথে অনেক ব্লাড পড়তে ছিল। এটা নিয়ে অনেক ঘাবড়ে যায়।

যে মেয়েটা আমাকে পা*গলের মতন ভালোবাসে সেই মেয়েটা কখনো সতীনের কথা চিন্তা করে না।
এটা সত্যি অবাক করার কথা।

ডাক্তারে নাকি বলেছে আর হয়তোবা দুই মাস বেঁচে থাকবে 😭

এ কথাটা শুনে আমি আকাশ থেকে নিচে নেমে পড়লাম মনে হচ্ছে। তারপর আমি অনেক ভালো ভালো ডাক্তার দেখালাম।

তারাও একই কথা বলেএই ধরনের প্রেসেন্ট সহজে বাঁচানো যায় না । ম*রার আগে একটা কথাই বলেছিল আফরোজা আরিয়ান, আমি যেন ম*রার পরও তোমাকে সুখে দেখতে চাই।

আমাকে কথা দিতে হবে। আমার চোখ দিয়ে অঝোরে পানি ঝরতে লাগলো। যে বউকে এত ভালোবাসি সেই বউ এই পৃথিবী ছেড়ে চলে যাবে ভাবতেই পারছি না।

আফরোজা যে কথাটা দিয়েছিল সুখে থাকতে পারবো কিনা বলতে পারবো না তাকে অনেক ভালোবাসি।
কারণ প্রিয় মানুষ যদি ওপারে চলে যায়।

তাহলে কেউ কি ভালো থাকতে পারে 😭

আজ আফরোজার মৃত্যুবার্ষিকী দশ বছর। আজও প্রত্যেকদিন তার কবরে পানি দেই। আর বলতে থাকি তোমাকে এখনও অনেক ভালোবাসি কলিজার বউ ❣️।

এমন ভালবাসা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে বেঁচে থাকুক😍😍।

------সমাপ্ত ---------

অনুগল্পঃ অসমাপ্ত বউয়ের ভালোবাসা
লেখা আরিয়ান

রাত ১২ টার পর কে জানি। আমার হিসু করার জায়গায় ব‍্যাথা দিয়ে থাকে। কিন্তু  কিছু বুজতে পারি না। কারন আমার  রাত  12 টার পর  এ...
18/05/2024

রাত ১২ টার পর কে জানি। আমার হিসু করার জায়গায় ব‍্যাথা দিয়ে থাকে।

কিন্তু কিছু বুজতে পারি না। কারন আমার রাত 12 টার পর এতটাই ঘুম ধরে যে কখন কি হয় জানি না।

সকাল বেলায় উঠতেই পারি না ব‍্যথার কারনে?

তবে হাসিব আমাদের বাসায় এসেছে থেকে এমন হচ্ছে।

তবে কি হাসিব আমার সাথে রাতে ওই সব কাজ করে?

এই ভাবতেছে রুমি। কিন্তু কাউকে কিছুই বলতেছে না।

আর হাসিব কেই বা কি বলবে। সে তো আমার মামাতো ভাই হয়।

আর 1 বছরের ছোট?
তাকে এই সব বলা কি ঠিক হবে।

এই ভবতে ভাবতে?

হাসিব : আপু কেমন আছো?

রুমি : হ‍্যা ভালো আছি তুই কেমন আছিস?

হাসিব : হ‍্যা আমি ও ভালো আছি। কিন্তু তোমার শরির খারাপ নাকি এখনো শুয়ে আছো।

রুমি : না এমনি শুয়ে আছি।

রুমি কথা গুল গোপন রাখতেছে। বলতেছেনা কিছুই হাসিবের সামনে।

( চলেন পরিচয় দেই একটু আমার নাম রুমি কলেজে পরি ইন্টার সেকেন্ড ইয়ারে। যার কথা বললাম আমার মামাতো ভাই হাসিব। সে পরে ফাস্ট ইয়ারে। আমাদের বাসায় ঘুরতে এসেছে। )

হাসিব : আপু চলো ঘুরতে যাবো একটু।

রুমি : কোথাই যাবি ঘুরতে হ‍্যা। আমি যাইতে পারবোনা রে।

হাসিব : কেনো পারবা না শুনি কি হয়েছে তোমার ।

রুমি : এমনি আমি একটু অসুস্থ মনে হচ্ছে।

হাসিব : কি হয়েছে বলবে তো তুমি ।

রুমি : এই সব ছেলে দের বলা যায় না। আর তুই এখন যা তো পরে আসিস আমার রুমে।

হাসিব : ঠিক আছে আপু যাচ্ছি আমি ।

এই বলেই হাসিব যায়।

কিন্তু রুমির মনে এখনো ওই কথাই মনে হচ্ছে যে কেমন এমন করলো।

ভাবতেছে ভাবতেছে এমন সময় মনে পরলো।

হাসিব যে আমাকে প্রতিদিন আমার রুমে দুধ নিয়ে আসে আমাকে দেওয়ার জন‍্যে।

ওই কি কিছু মেশায় নাকি।

না আজ দেখবো কি হয় বলেই রুমি ফ্রেশ হয়েই সারা দিন শুয়ে থাকে রুমে।

রাত্রে খাওয়া দাওয়া শেষে আজো আবার হাসিব আসলো?

হাসিব : আপু আসবো রুমে।

রুমি : হুম আয়।

হাসিব : এই নাও দুধ টুকু খেয়ে নাও তোমার অনেক ভালো লাগবে।

রুমি : হুম রাখ পরে খাবো আমি

হাসিব : এখনি খেয়ে নাও না হলে ঠান্ডা হবে।

এইকথা বলে খুব জোর করে কিন্তু রুমি বলে পরে খাবে।

রুমি : এখানেই রেখে যা বলছি না আমি পরে খাবো?

হাসিব : ঠিক আছে খেয়ে নিও। বলেই চলে যায়।

যখনি হাসিব চলে যায়। এ ফাকেই আবার রুমি করে কি সব দুধ জানালা দিয়ে বাইরে ফেলাই দেয়।

আবার 20 মিনিট পর হাসিব আসে।

হাসিব : আপু খাইছো দুধ।

রুমি ; হ‍্যা রে খাইছি।

-১৮ বছরের নিছে 'মেয়েকে পালিয়ে নিয়ে যাওয়ার কারনে ৫ বছরের জেল হলো!-শোন পুর্ণতা আমি জেল থেকে বের হয়েই তোমাকে বিয়ে করো। -আচ্...
18/05/2024

-১৮ বছরের নিছে 'মেয়েকে পালিয়ে নিয়ে যাওয়ার কারনে ৫ বছরের জেল হলো!

-শোন পুর্ণতা আমি জেল থেকে বের হয়েই তোমাকে বিয়ে করো।

-আচ্ছা! আমি তোমার অপেক্ষায় থাকবো।

-চিন্তা করিও না' দেখতে দেখতেই সময় চলে যাবে। বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি?

-হুমম বিশ্বাস করি!

'এর পরে পুলিশ সিয়াম কে গারদে নিয়ে যা, শুরু হয় সিয়ামের দিন গনা। কবে সেই ছারা পাবে,আর কবে পুর্ণতাকে আপন করে নিবে।

'এই ভাবে দেখতে দেখতে পাঁচ বছর পরে সিয়াম জেল থেকে মুক্তি পায়' এবং সঙ্গে সঙ্গে পুর্ণতার বাসায় চলে যায়'

'গিয়ে দেখে ছোট্ট একটি বাচ্চা কোলে নিয়ে আছে পুর্ণতা। এইটা দেখে সিয়াম বুঝে যায় পুর্ণতা আর তার নেই। সে এখন অন‍্য কারো?

'তাই দুঃখো ভরাকান্ত মন নিয়ে যেইনা পিছন ফিরবে এমন সময় পুর্ণতা বলে উঠে!

-সিয়াম চলে যাচ্ছো যে। আমাকে সঙ্গে নিবানা।

-সেই অধিকার যে আমার নেই। অনেক আগেই হয়তো সেই অধিকার হারিয়ে ফেলছি আমি।

-কেনো?

-এইই যে তোমার কোল জুরে আজ ফুট ফুটে বাচ্ছা। তুমি কথা রাখতে পারোনি।

-মানে।

-মানে তোমার বিয়ে হয়েছে, তোমার সন্তান হয়েছে, আরো সেই অধিকার থাকে।

-পাগল একটা।

-হ‍্যা পাগল, এই পাগল টাকেই সবাই ঠগায়।

-আরে এই বাচ্ছা আমার না! এইটা আমার ভাইয়ার সন্তান, তাছারা আমি এখনো বিয়ে করিনাই।

-কেনো বিয়ে করোনাই।

-একজন কে যে কথা দিয়েছিলাম, তোমার জন্যে অপেক্ষায় থাকবো।

-তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো।

-যেই মানুষ টা আমার জন্যে পাচটি বছর জেলে বন্ধি তাকে ঠগানো কি ঠিক হবে।

-ভালোবাসি পুর্ণতা তোমাকে।

-আমিও তোমাকে অনেক ভালোবাসি সিয়াম। তোমার জন্যে চিরকাল অপেক্ষায় থাকতে আমি রাজি আছি।

'পুর্ণতার এমন কথা শুনে সিয়াম আলতো করে ওর কপালে চুমু একে দেয়।

"হয়তো এটাই সত‍্যিকারের ভালোবাসা।

অনুগল্প : তুমি আমার পুর্ণতা
কাহিনী ও লেখনীতে : মি হাসিব

হঠাৎ রাতে একটা মেসেজ আসলো।বলল হ্যালো লেখক সাহেব কেমন আছেন?আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি।তারপর আমি বললাম আপনি কেমন...
18/05/2024

হঠাৎ রাতে একটা মেসেজ আসলো।
বলল হ্যালো লেখক সাহেব কেমন আছেন?
আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
তারপর আমি বললাম আপনি কেমন আছেন?
উনিও জবাব দিলেন জি ভালো আছি। তারপরে আমি বললাম আপনি কে বলছেন?
এরপর উনি বললেন অজানা এক ফুরি?
আমি বললাম আবার কোন ডালপুরি কখনো মেসেজ করতে পারে 😁

মেয়েটি বলল আমি সিলেটি ফুরি নিলা।
আমি অবাক হয়ে তার মেসেজের দিকে লক্ষ্য করলাম।
ফুরি কি জিনিস তার কাছে আমার জানতে হবে।
আচ্ছা একটু কষ্ট করে বলবেন এই ফুরি কি?
নীলা তখন বলল আমাদের সিলেটি ভাষায় মেয়েদেরকে বলা হয় ফুরি।

আচ্ছা যাই হোক ক্লিয়ার হলাম। আর মনে মনে একটু হাসতে লাগলাম🤣🤣।

নীলা আমাকে প্রশ্ন করে লেখক সাহেব আপনি কি কখনো রিলেশন করেছেন?
আমি মনে মনে ভাবলাম এই মেয়ে আবার কি ধরনের প্রশ্ন করে আমাকে 🙄

তার জবাবে আমি বললাম হ্যাঁ আমি করেছিলাম কোন এক সময়।

নিলা -এখন করেন কি?
আমি - জি না

মেয়েটা মুচকি হেসে দিল।
তারপরও নিলা আমাকে বলে সত্যিই আপনাকে যে ভালবাসবে এবং আপনার যে বউ হবে।
হয়তোবা লাকি।

আমি মনে মনে ভাবতে লাগলাম মেয়েটা আমাকে পটানোর ধান্দা করতেছে 😁😁
আমি -কিন্তু লেখক সাহেব এই মেয়ের কথায় পটা যাবে না।

তারপর মেয়েটা বলে আপনার গল্পের প্রেমে পড়ে গিয়েছি আমি।

আমি -ধন্যবাদ আপনাকে।

নীলা তারপর বলে এখন আপনার প্রেমে পড়া বাকি আছে।

আমি -কি বলেন আপনি?
নিলা -জি লেখক সাহেব

নীলা তার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমার আবার খুব ভালো লাগে সিলেটি ভাষায় কথা শুনতে।

ওমা সিলেটি ভাষায় গান শুরু করে দিল নীলা 🤭
আমি -এই মেয়ে তো আমাকে পটিয়ে ফেলবে এর থেকে কিভাবে রেহাই পাওয়া যায়।

একটা টেকনিক বের করলাম।
বললাম আপনি কি জানেন আমার আগে বিয়ে হয়েছিল।

ওই ঘরে দুইটা সন্তানও আছে 😁
নীলা বলে কোন সমস্যা নাই। সব জেনেশুনে আমি আপনাকে ভালবাসতে চাই।

এত মিথ্যা কথা বলার পরও মেয়েটা আমাকে রেহাই দিচ্ছে না।

আমি -মনে মনে ভাবতে লাগলাম পটানোর ধান্দা করো আমি পটবোনা ।

এরপরে নিলাকে বললাম জানো আমি একজন লেখক?
নিলা -জি জানি
আমি -আমাকে বিভিন্ন ধরনের মেয়ে মেসেজ করতে পারে এবং কমেন্ট করবে সেটা দেখে কিন্তু তুমি জ্বলতে পারবে না।

হায় হায় এটাতেও রাজি 😪

এখন আর কি করা লাস্টে এত কথা বলার পরও সে রাজি।

এগুলো শুনে আমি বেহুশ 😁😁😁

-----সমাপ্ত ----

অনুগল্পঃ সিলেটি ফুরি
লেখা আরিয়ান

ছেলেরাও কোনো অংশে কম না। ছেলেরাও পারে🙂
20/04/2024

ছেলেরাও কোনো অংশে কম না। ছেলেরাও পারে🙂

প্রথমে কন্যাশ্রী তারপর লক্ষীর ভান্ডারের দিকে এগিয়ে চলা পশ্চিমবঙ্গের মেয়েরা 😁
20/04/2024

প্রথমে কন্যাশ্রী তারপর লক্ষীর ভান্ডারের দিকে এগিয়ে চলা পশ্চিমবঙ্গের মেয়েরা 😁

৫ জিবি এমবি কিনে সোজা বিছানাতে চলে গেলাম। শীতের রাত।লেপ মুড়ি দিয়ে শুয়ে থেকে ১৮+ সাইডে প্রবেশ করলাম।যখন পিনিক ওঠে তখন নিজ...
20/04/2024

৫ জিবি এমবি কিনে সোজা বিছানাতে চলে গেলাম। শীতের রাত।লেপ মুড়ি দিয়ে শুয়ে থেকে ১৮+ সাইডে প্রবেশ করলাম।যখন পিনিক ওঠে তখন নিজেকে সামলে রাখা কঠিন।তাই তো এমবি কিনলাম।স্ক্রল করতে করতে দারুণ একটা ভিডিও এসে পড়েছে।নিজেকে সামলে রাখা কঠিন,পান্টের বোতামটাও অলরেডি খুলে ফেলেছি।
হঠাৎ বুকে প্রচ'ণ্ড ব্যা'থা অনুভব করি।সকাল থেকে ব্যা'থা ব্যা'থা লাগছিল,কিন্তু এখন অসহ'নীয় ব্যা'থা।বুক চেপে ধরে কিছুক্ষণ বসে থাকলাম তারপর আর বসে না থাকতে পেরে পরে গেলাম বিছানাতেই।
পড়ে যাওয়ার খুব জোড়ে আওয়াজ হলো কারণ পাশে টেবিলে থাকা ফুলদানিটা হাত লেগে নিচে পড়ে গেল।
পাশের ঘর থেকে বাবা,মা,ভাই,ভাবী আর ৪ বছরের ছোট্ট ভাতিজা ছুটে এল।রাত বেশি হয়নি আরও দেড়িতে ঘুমায় সবায়।তাই তো একটু শব্দ পেতেই চলে এসেছে।
মা আমার মুখ দেখে উত্তে'জিত হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে?কিন্তু আমি কিছু বলতে পারছি না।দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি অথচ কিছু বলতে বা করতে পারছি না।পুরা দেহ অব'শ হয়ে আছে।
মা হঠাৎ তড়িৎ গতিতে একবার হাত আর একবার পা তে হাত দিয়ে দেখলেন।তারপর কয়েকবার ঝাকলেন জোড়ে।বলছিল কথা বল বাবা কথা বল!
কিন্তু আমি তো কিছুই বলতে পারছি না।বাবাও পাশে ধপাশ করে বসে পরলেন।ভাইয়ের চোখ দিয়েও পানি পরছে।আমি কিছুই বুঝতে পারছিলাম না।আমার ৪ বছরের ভাতিজা যখন আমার হাত ধরে বলল চাচ্চু কথা বল,কি হয়েছে তোমার!তখন ওকে উত্তর দিতে খুব মন চাইছিল।কিন্তু কিছুই বলতে পারলাম না।
হঠাৎ বাবা বলে উঠল, ঈশান তুই আমাদের ছেড়ে কিভাবে চলে গেলি! 😢
তারপর বড় ভাইকে বললেন,ও আর নেই,ওর জানাযার ব্যাবস্হা কর তুই।
এতক্ষনে আমার মনে হল আমি কী মা'রা গেছি!কেউ একজন আমার চোখ দুটো ব'ন্ধ করে দিল।আমি আর কিছুই দেখতে পাচ্ছিনা।চোখে শুধু ভেসে উঠছে জীবনে কতো খা'রা'প কাজ করছি।বুকটা কে'পে উঠছে বার বার।এতো পা'পের হিসাব দিব কিভাবে! যদি আর কিছু সময় পেতাম!
কিন্তু সেটা ভেবে তো আর লাভ নেই।কিছুক্ষন পর আমার জানা'যা হলো।অতপর কয়েকজন ধরে ক'ব'রে রেখে দিল।
কোনো দিন অ'ন্ধ'কা'রে ভ'য় হয়নি।কিন্তু আজ বড্ড ভ'য় লাগছে।চিৎ'কার করে বলতে চাইলাম,আমাকে একা রেখে যেওনা এখনে।আমার খুব ভ'য় করছে।কিন্তু সেটা আর হলোনা।সবাই একটু একটু করে মাটি দিয়ে ক'ব'রটা একেবারে অ'ন্ধ'কার করে দিয়ে চলে গেল।
আমার করা সব পা'পের কথা আরেক বার মনে হলো।খাটের নিচে মোবাইলটা পড়ে গেছে।সা'ই'ডে ঢোকা অবস্হাতেই হয়ত পরে আছে...

অনুগল্প: পা'প

এখন কিছু লোক না বুঝেই বলবো ম-রা-র পর

Adresse

Democratic Republic Of The
736135

Téléphone

+919093021943

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Love Story 3 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Love Story 3:

Partager