
20/04/2024
কুচঁকে যাওয়া চামড়ার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে,
কত শত সৃতি বয়সের ভারে নুইয়ে পরা শরীরের অভ্যান্তরে আছে কতো পাওয়া না পাওয়ার অভিযোগ""
সংসার নামে দায়িত্বের কাছে বলি হয়েছে কতনা ইচ্ছে""
একদিন ছেলে মেয়ে বড় হলে জীবনের সব ইচ্ছে পুরন করে নেয়া যাবে,এটাই ছিলো শান্তনা""
সবই হলো কিন্ত বয়সের সাথে ইচ্ছে গুলো কেমন যেনো হাওয়ায় মিলে গেলো""
প্রিয় জীবন সঙ্গি দুনিয়া থেকে বিদায় নিলো""
শরীরেও জোর নাই,মনেও মৃত্যু চিন্তা,সব মিলিয়ে যত তারাতারি পৃথিবী ত্যাগ করা যায় ততই ভালো""
আপনার ঘরে থাকা বয়স্ক মানুষটাকে সময় দিন,তাদের চোখের ভাষা বুজার চেস্টা করুন"
মানুষ সব বয়সেই একাকিত্বে ভুগতে পারে,তবে বৃদ্ধ বয়েসের একাকিত্ব প্রচন্ড রকমের কস্টকর""
আপনার প্রিয় সন্তান কে দাদা দাদি নানা নানির খেলার সাথী বানিয়ে দিন, তার চেয়ে বিশ্বস্থ বন্ধু আর কে হতে পারে।।
বয়স্কদের মান অভিমান সহ্য করুন।
তাদেরকে কথা বলার পূর্ন স্বাধীনতা দিন, ভুলে যাবেন না আপনার এই সুন্দর পৃথিবীতে আসার পেছনে তাদের অবদান।।।
তাদের সাথে এতোটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন সে যেনো প্রান খুলে হাসতে পারে"!
তার জীবনের অভিজ্ঞতা গুলো শ্রবন করুন,
আপনার ও অজানা অনেক কিছু যানা হবে!!
তাকে আপনার জীবনে আরো অনেক সময় প্রয়োজন এটা বুজান।।।
তার শরীররে পাশাপাশি মানুষিক অবস্থার যত্ন নিন।।।
তাদের সাথে ধর্ম চর্চা করুন।।
এতে উভয়ে লাভবান হবেন দু জাহানে।।