03/12/2022
সমাবেশ এর কারনে যেনো কোনো এম্বুলেন্স না আটকে পড়ে, যেনো কোনো দোকানপাট ভাঙচুর না হয়, যেনো কোনো মানুষ পেট্রল বোমার আগুনের শিকার না হয়, যেনো কোনো বাসে আগুন নিক্ষেপ না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে ; রাজনৈতিক আন্দোলনে সাধারন মানুষের নিরাপত্তা যেনো বিঘ্নিত না হয়।
রাজনীতি শুধুই মানুষের কল্যানের জন্য হোক কিন্তু বাংলাদেশে তা ভিন্ন চিত্র ফুটে উঠে যা আমাদের দেশের অবস্থা সম্পর্কে জানান দেয় - আয়াত হ'ত্যা - গাড়ির নিছে পড়ার পরেও প্রায় ১কি.মি গাড়ি সচল থাকে! এগুলা ভবিষ্যৎ প্রজন্মের উপর এক প্রকার অনিরাপত্তার বার্তা হিসেবেই জানান দেয় ; প্রশাষন অপরাধীকে গ্রেফতার করলেও আদালত থেকে আসামী পক্ষের উকিলের ক্ষমতায় নিশ্চিত জয় জয় কার হয়ে বের হয়ে আসে অপরাধীরা - ;