Ahmed Joy

Ahmed Joy আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়ের অর্থ বুঝি।🔥

03/12/2022

সমাবেশ এর কারনে যেনো কোনো এম্বুলেন্স না আটকে পড়ে, যেনো কোনো দোকানপাট ভাঙচুর না হয়, যেনো কোনো মানুষ পেট্রল বোমার আগুনের শিকার না হয়, যেনো কোনো বাসে আগুন নিক্ষেপ না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে ; রাজনৈতিক আন্দোলনে সাধারন মানুষের নিরাপত্তা যেনো বিঘ্নিত না হয়।

রাজনীতি শুধুই মানুষের কল্যানের জন্য হোক কিন্তু বাংলাদেশে তা ভিন্ন চিত্র ফুটে উঠে যা আমাদের দেশের অবস্থা সম্পর্কে জানান দেয় - আয়াত হ'ত্যা - গাড়ির নিছে পড়ার পরেও প্রায় ১কি.মি গাড়ি সচল থাকে! এগুলা ভবিষ্যৎ প্রজন্মের উপর এক প্রকার অনিরাপত্তার বার্তা হিসেবেই জানান দেয় ; প্রশাষন অপরাধীকে গ্রেফতার করলেও আদালত থেকে আসামী পক্ষের উকিলের ক্ষমতায় নিশ্চিত জয় জয় কার হয়ে বের হয়ে আসে অপরাধীরা - ;

01/12/2022

যারা অতিরিক্ত মিথ্যা বলে, খুব শীঘ্রই তারা অন্যের নিকট নিম্ন শ্রেণীর ব্যক্তি হিসাবে পরিণত হয়। – জন ফোর্ড”

01/12/2022
😩🥲
01/12/2022

😩🥲

01/12/2022

তোমাকে পাওয়ার চাইতে ৪০ হাজার বেতনের একটা চাকরি পাওয়া অনেক বেশি জরুরী🙂

01/12/2022

- সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না,ঝগড়া হবে তবুও ছেড়ে যাওয়ার নিয়ম থাকবে না 😊🖤

01/12/2022

- রাস্তায় যখন কোনো couple দেখি .!

Me & my friend: বেশিদিন টিকবে বলে মনে হয় না.!🙂

FIFA Legends 💗
01/12/2022

FIFA Legends 💗

26/11/2022

অদ্ভুত সুন্দর তার g a l i😐

এটা সুন্দর!🥹💗
18/11/2022

এটা সুন্দর!🥹💗

16/11/2022

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে!!

অতিরঞ্জিত কোন কিছুই ভালো না।ছবিতে যাকে দেখছেন নাম মতিন।বৃহত্তর নোয়াখালীর সন্তান।২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উড়াতে ...
16/11/2022

অতিরঞ্জিত কোন কিছুই ভালো না।

ছবিতে যাকে দেখছেন নাম মতিন।
বৃহত্তর নোয়াখালীর সন্তান।২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই হাত দুই পা হারিয়ে বসেন।বিশ্বকাপের উত্তেজনা তো শেষ ১ মাসেই কিন্তু মতিনের জীবনের উত্তেজনা আর ফিরেনি।ফিরেনি চঞ্চলতাময় তারুণ্য।মানবেতর জীবন যাপন করে চলছে মতিন।
পরিবার বয়ে চলছে তার গ্লানি।আর্জেন্টিনা, মেসি কিংবা ব্রাজিল,নেইমার আপনাকে দেখভাল করবে না।
আপনাকে আপনিই দেখভাল করতে হবে।

এমনও অনেকে আছে তারুণ্যের উত্তেজনায় কত কিছু করে বসে।কখনো কখনো হাজার মাইল দূরের প্রিয় দল,খেলোয়াডদের সাপোর্ট করতে গিয়ে প্রতিবেশী ভাই বন্ধুকে গালি-তালি দিতেও পিছপা হয় না।
অনেকে ফল বাগান,ফসলি জমি বিক্রি করে অন্যান্য দেশের পতাকা সেলাচ্ছেন কঠিন ভাবে।
আর ব্রাহ্মণবাড়িয়া মাইরপিট তো লেগেই থাকে।
আবেগ যেন বিবেক গিলে না খায়
সেই দিতে নজর রাখা জরুরী।

খেলাধুলা বিনোদনের অংশ বিনোদনেই সীমাবদ্ধ থাকুক।

16/11/2022

বিশ্বাসঘাতকা করার কারণে নারীকে হত্যা করে ভিডিও পোস্ট ভারতের এক যুবকের।

13/11/2022

নরসিংদী তে "প্রেমিকা" কে নিয়ে পালানোর বদলে প্রেমিকার "মা" কে নিয়ে পালালো এসএসসি পরীক্ষার্থী🐸

13/11/2022

নোয়াখালীতে
বান্ধবীর সঙ্গে পার্কে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ছাত্রী ।

আচ্ছা কখনো কি খেয়াল করেছেন পুরনো অথবা ঐতিহাসিক আগেকার যে ছবিগুলো আছে ওই গুলোতে মানুষকে হাসতে দেখা যেত না । এখন হয়তো আপ...
13/11/2022

আচ্ছা কখনো কি খেয়াল করেছেন পুরনো অথবা ঐতিহাসিক আগেকার যে ছবিগুলো আছে ওই গুলোতে মানুষকে হাসতে দেখা যেত না । এখন হয়তো আপনি বলবেন আমি তো দেখেছি অনেক ছবিতে যারা হাসছে, এটা হতে পারে আমাদের দেয়া তথ্যের পরবর্তী সময়কার ছবি।

বর্তমানে আমরা যখনই সেলফি অথবা কোনো জায়গায় ছবি তুলতে যাই তখন ছবি তোলার একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে থাকে মুখে হাসি থাকা। তবে ক্যামেরা আবিষ্কারের একদম প্রথম পর্বে যখন কারো ছবি তোলা হতো সেই সব ছবিতে কাউকেই হাসতে দেখা যেত না, এর পেছনের রহস্যটা কি? আসুন জেনে নেয়া যাক........

বর্তমান সময়ে আমাদের ছবি তুলতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড, স্টুডিওতে যখন ছবি তুলি তখনও দু এক মিনিটের বেশি সময় লাগে না। তাই মুখে হাসি ধরে রাখতেও সমস্যা হয় না। তবে একদম প্রথম দিকে যখন বিশাল আকৃতির পুরনো ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলা হত, তখন ছবি তুলতেই সময় লেগে যেত ১৫ মিনিট অথবা এর চেয়ে বেশি। এতক্ষন মুখে হাসি ধরে রাখা মোটেও সহজ নয়। এটি হচ্ছে অন্যতম কারণ।

তাছাড়া আরোও অনেক কারণ ছিল। যেমন তখন মানুষ ছবি তুলতে ভয় পেতো অবশ্য ভয় পাওয়ারও একটা কারণ আছে। অনেকে তাদের দাঁত লুকিয়ে রাখার জন্য হাসতো না তাদের বিশ্বাস ছিল দাঁত দেখা গেলে তাদের বিকৃতি দেখা যাবে। অনেকের বিশ্বাস ছিল হাসিমাখা চেহারার থেকে ছবিতে বন্ধ করা মুখে তাদের বেশি সুন্দর লাগবে। ধারণা করা হয় হেসে ছবি তোলা, এই বিপ্লবটি মহিলারা ঘটিয়েছে। তাদের থেকেই হেসে ছবি তোলার আরম্ভ। অনেক অন্ধ বিশ্বাসও আছে পুরনো ছবিগুলোতে মানুষের না হাসার কারণের পেছনে।

#সংক্ষেপে_শিখি #আমি_জানতে_চাই

12/11/2022

আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু ;
ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে এক কিশোর সাদ থেকে পড়ে মৃত্যু ;

মৃত্যুর পরেও তারা এভাবে অভিশাপ পেতে থাকবে - পৃথিবীর কোন খেলোয়ার বা সারা বিশ্ব মিলেও কি পারবে তাদের মায়ের শূন্য কোলে আবার তাদের ফিরিয়ে দিতে?

~ সৃষ্টিকর্তা আমাদের আগেই সতর্ক করে বলে দিয়েছেন! তোমরা সীমালঙ্ঘন করোনা। কোন কিছু নিয়ে অতিউৎসাহী হওয়া উচিৎ নয়। আপনি সাপোর্ট করেন বা না করেন কিন্তু খেয়াল রাখবেন আপনার ও আপনার সমাজ ও পরিবারের জন্য কোনো হুমকি যেনো না আসে।

~ কোনো সভ্য জাতি কোনো অকাজের বিষয়ে এতটা উৎসাহ প্রদান করে না।
~ Civilian Intelligence Agency - CIA

Address

Democratic Republic Of The

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Joy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share