Khobor Samagro bd খবর সমগ্র বিডি।

Khobor Samagro bd খবর সমগ্র  বিডি। সকল ধরনের সংবাদ পেতে সাথে থাকবেন

08/08/2025

বোয়ালমারীতে জমিজমা নিয়ে সংঘর্ষ আহত - ১৭

বোয়ালমারী, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে ১৭জন আহত হয়েছে। শুক্রবার (০৮.০৮.২৫) সকালে সংগঠিত সংঘর্ষে আহতদের মধ্যে ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দশজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, ওই গ্রামে একই বাড়িতে বাস করা নীতিশ কুমার বিশ্বাস ও জগদিশ কুমার বিশ্বাসের মধ্যে রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। সর্বশেষ সালিশে বিষয়টি মিমাংসা করে সীমানা নির্ধারন করে খুঁটি গেড়ে দেওয়া হয়। শুক্রবার সকালে জগদিশ বিশ্বাস তার লোকজন নিয়ে খুঁটি সরাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের ১৭জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.সাবরিনা হক রুম্পা ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সংঘর্ষের খবর পেয়ে শেখর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ (পান্নু) ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থেকে দুই পক্ষকে নিবৃত করেন। সংঘর্ষ থেমে যাওয়ার খবর পেয়ে টহল পুলিশ অর্ধেক পথ থেকে ফিরে আসে। বিকেল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।

ইউপি সদস্য আবু সাইদ (পান্নু) বলেন, একই বাড়ির দুই শরিক রাস্তার জমি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুক্রবার সকাল ৭টার দিকে জগদিশ বিশ্বাস সীমানার খুঁটি তুলতে গেলে নীতিশ বিশ্বাসের সাথে সংঘর্ষ বেধে যায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে টহল পুলিশ যাচ্ছিল তবে সংঘর্ষ থেমে যাওয়ায় পুলিশ ফিরে আসে

07/08/2025

সুপ্রভাত,
বাংলাদেশ

05/08/2025

মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল & কলেজে প্রশিক্ষক শাহারুল সেরা পদক পেল।
বিস্তারিত কমেন্ট...

03/08/2025

সম্মানিত আমিরে জামায়াতে ইসলামী, অপারেশন সাকসেস

বিস্তারিত কমেন্ট.

02/08/2025

খুলনা বিভাগীয় গ্রাফিতি চিত্রাংকন প্রতিযোগিতায় মাগুরা সফলতা।
বিস্তারিত কমেন্টে..

31/07/2025

মাগুরাতে এতো বৃস্টি!!! 😪😪😪😪

31/07/2025

মহান আল্লাহ আমাদের হেফাজত করুন,প্লিজ।
আমিনন!!

31/07/2025

মাগুরা সহ ৪ জেলায় টিসিবি র পণ্য বিতরের ডিলার বিজ্ঞপ্তি প্রকাশ।
বিস্তারিত কমেন্টে...

31/07/2025

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট – মাগুরার মির্জা ওয়ালিদের আইনি পদক্ষেপ

বি.এম.সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের করেছেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। তিনি মাগুরার সন্তান এবং তরুণ অর্থনীতিবিদ হিসেবে পরিচিত।

রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিিার(৩১ জুলাই) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করেন। এতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে আদালত প্রশ্ন তুলেছে, কেন সংশ্লিষ্ট আইন ও নীতি অনুসারে ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং (দরপত্র আহ্বান) নিশ্চিত করার নির্দেশ দেওয়া হবে না। অর্থাৎ, যেকোনো অপারেটরকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে কি নিয়মতান্ত্রিক দরপত্র প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে—তা তদন্তযোগ্য বিষয় হয়ে উঠেছে।

রিটে নৌপরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি (সরকার-বেসরকারি অংশীদারিত্ব) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় একটি বিদেশি কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা স্বচ্ছতা ও প্রতিযোগিতার নীতিমালার পরিপন্থী হতে পারে। এসব প্রতিবেদন যুক্ত করেই মির্জা ওয়ালিদ হোসাইন এ রিটটি দায়ের করেন।

এই রিটের মাধ্যমে দেশের কৌশলগত অবকাঠামো ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি আবারও সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

27/07/2025

জীবননগরে দিনদুপুরে বাড়িতে ঢুকে গলা কেটে নির্মম হত্যা

বি.এম. সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয় মনিরুল ইসলাম ফেলা (৫০) নামের এক দিনমজুরকে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস প্রতিদিনের আলোচিত কণ্ঠ কে জানান, “এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত পরে জানানো হবে।”

স্থানীয় ইউপি সদস্য মো. উসমান আলী জানান, “প্রায় তিন-চার মাস আগে মনিরুল ইসলাম জীবননগর উপজেলার বালিহুদা থেকে মাধবপুরে এসে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি জমি কিনে বসবাস শুরু করেন। জীবিকার তাগিদে কৃষিকাজ, কলার ব্যবসা ও দিনমজুরের কাজ করতেন তিনি।”

তিনি আরও বলেন, “আজ দুপুরে হঠাৎ খবর পাই, কেউ একজন তার বাড়িতে ঢুকে তাকে গলা কেটে হত্যা করেছে। তবে এখনো জানা যায়নি কারা এবং কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

পুলিশের অপরাধ তদন্ত ইউনিট ঘটনাস্থলে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কিছু আলামত সংগ্রহ করেছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

27/07/2025

"বিএ পাসের আগে বিয়ে নয়" — জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, যারা বড় বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়। তিনি বলেন, অনেক চেষ্টা করেও বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যার কারণে দেশে পুষ্টির অভাবও দূর করা সম্ভব হচ্ছে না। তিনি মনে করেন, শিক্ষার্থীদেরড পড়াশোনার শুরুতে বৈবাহিক দায়িত্বের চাপ না দেওয়াই মঙ্গলজনক।

আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) গাজীপুরের কালীগঞ্জের নাগরী কালব রিসোর্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন কৃতি শিক্ষার্থীকে এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ক্রেস্ট, মগ, সনদপত্র ও পাটের ব্যাগ তুলে দেওয়া হয়।

উপাচার্য আরও বলেন, এই বছর যারা জিপিএ-৫ পেয়েছে, তারা সত্যিই মেধাবী, কারণ এবার ফলাফলে ছিল কঠোরতা, তাই এই ফলাফলই প্রকৃত মেধার প্রতিফলন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।” জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি। ডিগ্রি পর্যায়ের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন হচ্ছে এবং আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে।

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং স্বাগত বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা ও ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ বি এম আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, শিক্ষার্থী প্রতিনিধি আহমেদ ওয়ালিদ রেজা, অপ্সরী ক্লারা গমেজ, সাদিয়া আক্তার বর্ষা, ইসরাত জাহান আখি, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনুকা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দীন সিকদার এবং জামালপুর আর এম বিদ্যাপীঠের সভাপতি মনিরুজ্জামান খান লাভলু।

সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের ৪১ জন, নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের ১৪ জন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী স্কুল অ্যান্ড কলেজের ১০ জন এবং চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় সংবর্ধনা পান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এমন বার্তা বাল্যবিয়ে রোধ, শিক্ষাবান্ধব সমাজ গঠন এবং যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

প্রতিদিনের আলোচিত কণ্ঠ

20/07/2025

সুপ্রভাত

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801923857535

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Khobor Samagro bd খবর সমগ্র বিডি। publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Khobor Samagro bd খবর সমগ্র বিডি।:

Partager