27/02/2023
বিশ্বাস করো,তোমাকে তোমার মত করেই বোঝার জন্য কেউ কোনদিনও আসবেনা।তুমি হয়তো ভাবছো,অপেক্ষা করছো,কেউ একদিন নিশ্চই আসবে।আমাকে আমার মত করেই বুঝবে।আমার সব কষ্ট দূর করে দিয়ে তার সবটুকু ভালবাসা আমাকে দিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আমাকে রাখবে।মুখ ফুটে না বললেও চোখের দিকে তাকিয়ে সব ভাষা পড়ে নিবে।মনের কোণে জমানো সমস্ত সুপ্ত বাসনাগুলো পরিপূর্ন করে দিবে।না চাইতেই হয়তো আমার সবচেয়ে পছন্দের প্রিয় জিনিসগুলো সামনে এনে দিবে।যতটুকু চাই তার চেয়ে হয়তো বহুগুন বাড়িয়ে আমাকে ভালবাসবে।
একদম নাহ্!সত্যি বলছি,এসব শুধু আমাদের নিজস্ব কল্পনা ছাড়া আর কিচ্ছুই নাহ্।জানো তো,মানুষ কল্পনায় সবচেয়ে বেশি সুখি।বাস্তবে তার কানাকড়িও থাকেনা।কারো ভরসায় নিজেকে বরবাদ করা ছাড়া কিছুই হয়না।কল্পনার মত করেই এসব মানুষ হয়না।কখনই আমাদের জীবনেও আসেনা।যদিও আসে তার স্থায়ীত্ব বেশিদিন হয়না।কথায়,গল্পে,চ্যাটিংয়ে,ফোনলাপে,উপন্যাসে,পবিএ বন্ধনে আবদ্ধ না হয়ে মানুষ এসব মনগড়া বাক্য নিত্যদিন নতুন নতুন আঙ্গিকে আমাদের কাছে উপস্থাপন করে।আমাদের কল্পনাবিলাশী মনটাকে আরো কয়েকগুন কল্পনায় মাতিয়ে রেখে দিনশেষে এরা নিরুদ্দেশ হয়ে যায়।
তাই বলছি,কল্পনাকে সত্যি রুপে বাস্তবায়নের লক্ষ্যে কারো জীবনে আসার অপেক্ষার প্রহর না গুনে তুমি নিজেকে নিজেই বোঝ।তোমার ব্য'থা,তোমার ক'ষ্ট,তোমার য'ন্ত্র'নাগুলোকে তুমিই উপলব্ধি করে তা থেকে বেড়িয়ে আসার পথ তৈরি করো।নিজেই নিজের ভরসা হও।নিজেই নিজের কথাগুলো মনোযোগ সহকারে শোনো।কোনটা ঠিক,কোনটা ভুল,কি করলে সবচেয়ে ভাল হবে,এগুলো তুমি যতটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।বিশ্বাস করো,এতটা দ্রুত তোমার কথাগুলো উপন্যাস আকারে কাউকে লিখে দিলেও সেই সিদ্ধান্তটা এতটা দ্রুত কেউ নিতে পারবেনা।তোমার নিজস্ব বলতে,তুমি নিজেই।কেউ তোমার জন্য সবটুকুই না।তোমার কল্পনার রাজ্যে তুমিই একমাএ রাজা/রানী।কেননা,তোমার কল্পনা গুলো একমাএ তুমিই রুপান্তরিত করতে পারো,আর কেউ না!