09/11/2022
প্রতি দিনের মতো আজও রাত ১২ টায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ
ঘুম ভেঙ্গে গেছে ঘড়িতে তাকিয়ে দেখি সকাল ৭টা বাজে। তখনই দরজায় তাকিয়ে দেখি আমার রুমের দরজা টা খোলা। হঠাৎ মনে পড়ে গেলো কাল রাতে দরজা বন্ধ না করে ঘুমিয়ে গেছি। এর'পর বিছানা ছেড়ে উঠলাম। দরজায় হাত দিয়ে আমি অবাক কারণ আমি দরজা দরতে পারছি না। তখন পিছনে তাকিয়ে দেখি আমার দেহ'টা বিছানায় সুয়ে আছে😔,ভাবলাম হয়তো বা সপ্ন দেখতেছি। তখন আম্মু আমার সামনে দিয়ে চলে গেলো অথচ আমায় দেখতে পায়নি। আমিতো মনে করতেছি এইটা সপ্ন, কিন্তু ১ ঘন্টা পর ৮টা বাজে আম্মু আমাকে ডাকতে এলো কিন্তু আমি উঠলাম না। উঠবো কিভাবে আমি যে বারান্দায় আর আমার দেহটা বিছানায়🙁, আম্মু ডাক দিয়ে চলে গেলো।একটু পর এলো এসে বলতেছে তাড়াতাড়ি উঠ নাস্তা বানাইছি গরম আছে তাড়াতাড়ি খেয়েনে। তখন আম্মু আমার হাত দরে টান দিলো,,আম্মুর যে আর বুঝতে বাকি রইলো না আমি আর নেই😭। আম্মু এক চিক্কার দিয়ে বেহুশ হয়ে গেলো,,আম্মুর চিক্কার শুনে বাড়ির সবাই আমার রুমের সামনে এসে আমাকে দেখে সবাই কান্না করতেছে। ছোট ভাই,বোন, চাচা,চাচী সবাই কান্না করতেছে আর বলতেছে চাচাকে ফোন দে আন্টিকে ফোন দে আর কান্না করতেছে। আম্মু চিক্কার করতেছেন উঠে যা আর কোন দিন দেরিতে ঘুম থেকে উঠার জন্য বকা দিবো না শুধু আজকে উঠে যা। তখন আমি আম্মুকে বলতেছি আম্মু আমিতো উঠে আছি কিন্তু আম্মু আমাকে দেখতেছে সবাই আমার দেহটা নিয়ে পরে আছে। মসজিদের মাইকে📢 বলা হয়ে গেছে দুর দূর থেকে মানুষ এসেছে আমার দেহটা দেখার জন্য। আব্বু বাড়ি এসে গেছে আর কান্না করতেছে আর বলতেছে উঠে যা একবার উঠে যা তুই যা চাইবি তাই দিবো বাইক,, ক্যামেরা,, মোবাইল,, পিছি,, সব কিনে দিবো একবার উঠে যা। দুপুর ২টা বেজে গেছে এখনো কেউ কিছু খায় শুধু কান্না করে,, তখন ৪জন লোক এসে আমার দেহটা রুম থেকে বাহিরে নিয়ে গেলো আর আমি শুধু দাড়িয়ে দাড়িয়ে দেখতেছি। তখন আমার দেহটা কে গরম পানি দিয়ে গোসল করানো হলো আর একটা সাদা কাপড় পাড়ানো হলো যেটায় কোন ভোঁতাম নাই,, নাই কোন শিলি শুধু কাপড় টা পরিয়ে ৩টা বান দিয়ে দিলো বিকাল ৪ টায় বড় একটা মাঠে আমায় নিয়ে গেলো😭,, আমি একটা খাটের উপর সুয়ে আছি আর সবাই আমাকে সামনে রেখে দাড়িয়ে নামাজ পড়লো। একটু পর সবাই আমাকে একটা মাটির গর্তের ভিতর রেখে চলে এলো😭😭😭
আমি সবাইকে ডাকতেছি কেউ আমার ডাক শুনে না 😭
বিঃ দ্রঃ- কি হবে এতো টাকার অহংকার করে কি হবে এতো সুন্দরের অহংকার করে। একদিন তো সবাইকে চলে যেতে হবে না ফেরার দেশে,, হয়তো বা আমি কাল সকালে আর বেঁচে নাই।
আর এইটাও দেখতে পারবো যে এই পোস্টের মধ্যে কতটা লাইক পরছে একটা কমেন্ট পরছে। লেখায় কোন ভুল হলে অবশ্য মাফ করবেন মানুষ বলতেই ভুল
হে সবাইকে সঠিক বুঝ দান করো ৫উয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আমিন🤲
কুল্লু নাফছিন জা ইকাতুল মাউত
আর্থঃ সলক প্রাণী মরনশীল