
01/06/2025
আমের অ্যাড দেখাইলো আমার নিউজফিডে। কিন্তু আমি কিনলাম না, কারন অন্য আরেকজন থেকে কিনার ব্যাপারে কথাবার্তা চলছে।
অপরপ্রান্ত থেকে:
যে আম বিক্রেতা, সে যখন সেল পেলোনা।
তাকে মার্কেটার শুনালো: -
১) টার্গেট ঠিক নাই। অথচ আম কিনার ব্যাপারে আমি খোজ নিচ্ছি দেখেই ফেসবুক টার্গেট করে আমাকে অ্যাড দেখিয়েছে।
২) ফেসবুকের আপডেট চলছে, তাই সেল সবার কমে গেছে।
জ্বী, এই ঘটনাটাকেই ফেসবুক আপডেট হিসেবে চালিয়ে দিচ্ছে।
💥এই আপডেট ঠেকাতে করনীয়:
অপশন -১: যেকোন অ্যাড দেখলেই আপনি সাথে সাথে অর্ডার করে দিয়েন। তাহলে যে সেল করছে, তার কাছে শুনতে হবেনা, ফেসবুক আপডেট চলছে। তাহলে অনেকদিন ফেসবুক আপডেট চলছে, বয়ান বন্ধ থাকবে।
কিন্তু এটা আপনি জীবনেও করবেন না। কিন্তু আপনার অ্যাড দেখা মাত্রই কেউ কিনে ফেলবে প্রত্যাশা করছেন, না কিনলেই বলে দিচ্ছেন, অনলাইনে বিরক্তিকর প্রচারণা চালানো শুরু করে দেন, ফেসবুকের আপডেট চলছে।
অপশন-২: ফেসবুক আপডেট চলছে বলে বসে না থেকে, অন্য উদ্যোক্তার মুখের গ্রাস বা সেলটা নিজের দিকে নিয়ে আসার জন্য কনটেন্ট প্লান করেন। টাকা খরচ করতে আগ্রহী না, এমন ফেসবুক অডিয়েন্সের পকেট থেকে টাকা লুটে নেওয়ার জন্য স্ট্র্যাটেজি প্লান করেন, তাতে নিজেরই লাভ।