Md Solayman I love forever

29/09/2023
Forever Lite Ultra | Baby growth supplements | Diabetic food supplements.ফরএভার লাইট আল্ট্রা অ্যামিনোটিন ওজন বাড়ানো অথবা...
29/09/2023

Forever Lite Ultra

| Baby growth supplements | Diabetic food supplements.

ফরএভার লাইট আল্ট্রা অ্যামিনোটিন ওজন বাড়ানো অথবা কমানো, পেশীর সুষ্ঠ গঠন এবং শক্তির জন্য লাইট আল্ট্রা বিকল্প খাবার হিসেবে অত্যন্ত কার্যকর । অ্যামিনোটিন এর সাথে ১০০% সয়া-প্রোটিন সাপ্লিমেন্ট, এনজাইম এর অনন্য মিশ্রণে তৈরী যা প্রোটিন চূর্ণবিচূর্ণ করে সঠিকভাবে হজমের এবং অ্যামিনো অ্যাসিড এর সর্বোচ্চ শোষণের নিশ্চয়তা দেয়।

ফরএভার লাইট আল্ট্রা অ্যামিনোটিন এর সংযোজন আপনার স্বাস্থ্যকর ফরএভার লিভিং লাইফ স্টাইলে এক নতুন মাত্রা যোগ করবে ।

উপকারিতা :
১. হজম শক্তি সহায়ক ।
২. শরীরে পুষ্টির সঠিক সমন্বয়ে সহায়ক ।
৩. শরীরে সুষম ওজন নিয়ন্ত্রনে সহায়তা করে ।
৪. অ্যামিনোটিন এর সাথে ১০০% সয়া-প্রোটিন সমৃদ্ধ ।
৫. সুস্থ ও সুন্দর জীবন ব্যবস্থা বজায় রাখতে সাহায্য করে।
৬. বাচ্চাদের দ্রুত বেড়ে ওঠার জন্য বিকল্প খাদ্য হিসাবে অতুলনীয় ।
৭. ডায়াবেটিস আক্রান্তদের জন্য বিকল্প খাদ্য হিসাবে চমৎকার খাবার ।
৮. ফরএভার লাইট আল্ট্রা দেহের প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল এর চাহিদাপূরণ করে।
ফরএভার লাইট আল্ট্রা ১৮ টি অ্যামিনো এসিড এর যোগান দেয় তার মধ্যে essential, Non-essential এবং branch-chain amino acids রয়েছে ।

পরিমাণ : ৩৭৫ গ্রাম পাউডার।

Forever Fiber👉 বডিতে ফাইবারের ঘাটতি❓👉 Constipation❓👉 অপুষ্টি❓👉Healthy diet maintain করতে চান❓✌️ তাহলে আপনার জন্য best সম...
14/09/2023

Forever Fiber

👉 বডিতে ফাইবারের ঘাটতি❓
👉 Constipation❓
👉 অপুষ্টি❓
👉Healthy diet maintain করতে চান❓

✌️ তাহলে আপনার জন্য best সমাধান হতে পারে Forever Fiber.

ফরএভার ফাইবার একটি সহজলভ্য স্টিক প্যাকের মধ্যে ৫ গ্রাম দ্রবীভূত ফাইবার যা স্বাস্থ্যকর খাদ্য হিসাবে বহুল আলোচিত।

বিশেষজ্ঞদের মতে একজন মানুষের ৩০ গ্রাম পর্যন্ত ফাইবার গ্রহন করা উচিত। কিন্তু আমরা সাধারণত এর অর্ধেক পরিমান গ্রহন করি।

খাদ্যে তালিকায় ফাইবারের ভূমিকা কি??
এটি--
--ব্লাড কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে।

--স্থূলতা বা ওজন কমে।

--ব্লাড সুগার কমে।

❇ গ্যাসট্রোএনটেস্টিনাল সমস্যা যেমন- কোষ্ঠকাঠিন্য, গ্যাস, পাইলসের সমস্যা থেকে মুক্তি পাবেন।

❇ এই ধরনের খাবার কোলন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

➡️ আপনার সুস্বাস্থের জন্য পর্যাপ্ত পরিমান ফাইবারের সরবরাহ করবে ফরএভার ফাইবার

➡️ ফরএভার ফাইবার অ্যালোভেরা জেল অথবা অন্য যে কোন পানীয়ের সাথে মিশিয়ে পান করলে চার ধরনের ফাইবারের নিশ্চয়তা দিবে

➡️ এটি আপনাকে পুষ্টি প্রদান করবে এবং আপনার ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে ক্যালরি গ্রহনে বাধা প্রদান করে

➡️ এটি স্বাভাবিক ব্লাড সুগার লেভেল রক্ষা, খাবার হতে ম্যাক্রোমলিকিউস এর শোষণ প্রশমন এবং খাওয়ার পর অলসতা বা দুর্বলতা প্রশমন করে

➡️ ফাইবার কার্ডিওভাসকুলার ফাংশনেও কাজ করে

➡️ ফাইবার পাচন প্রক্রিয়ার উপকারের মাধ্যমে ইমিউনো ফাংশনেও সাহায্য করে

➡️ পর্যাপ্ত পরিমান দ্রবনীয় ফাইবার গ্রহনে অপ্রয়োজনীয় বর্জ পদার্থ নির্গমনের মাধ্যমে সাময়ীক কোষ্ঠকাঠিন্য দূর করবে

➡️ দ্রুত দ্রবনশীল, হালকা স্বাদযুক্ত, কঙ্কর মুক্ত, ময়দার রস মুক্ত।

⚡ ৩০ টি স্টিক প্যাক

🌀 সেবন বিধিঃ

পানি, অ্যালোভেরা জেল অথবা অন্য যে কোন পানিয়ের সাথে মিশিয়ে প্রতিদিন পান করুন।

Made in USA

30/07/2023

#সতর্কতামূলক_পোস্ট
(যে খাবার খেলে কোনও দিন ডায়াবেটিস হবে না ! ) দা জার্নাল অব দা ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দা স্টাডি অব ডায়াবেটিসে প্রকাশিত একটি স্টাডি অনুসারে নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়, বিশেযত মহিলাদের মধ্যে।আমাদের দেশে যে হারে ডায়াবেটিস রোগের প্রকোপ বাড়ছে, বিশেষত কম বয়সিদের মধ্যে, তাতে এই গবেষণা যে ডায়াবেটিস চিকিৎসার সামগ্রিক চিত্রটাই বদলে দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আসলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যেমন জাম, ডার্ক চকোলেট, কিডনি বিনস, লবঙ্গ, দারুচিনি, লেবু ,পালং শাক, তুলসি পাতা এবং আদা নিয়মিত খেলে শরীরে ইনসুলিনের কর্মক্ষমতা এতটা বেড়ে যায় যে ডায়াবেটিস রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। তবে অ্যান্টিঅক্সিডেন্ট কেবল মাত্র ডায়াবেটিস রোগকে দূরে রাখে, এমন নয় কিন্তু! এই উপাদানটি আরও অনেক উপকারে লেগে থাকে। যেমন... ১.ত্বকের বয়স কমায়:খাতায় কলমে শরীরের বয়সে বাড়ালেও আপনি কি চান ত্বকের বয়স না বারুক? তাহলে যে বন্ধু প্রতিদিনের ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখতেই হবে। কারণ অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের কোণায় কোণায় জমে থাকা টক্সিক উপাদানদের বের করে দিতে বিশেষ ভূমিকা নেয়। ফলে স্বাভাবিকভাবেই ত্বকের সৌন্দর্য বাড়তে শুরু করে। প্রসঙ্গত, এইসব টক্সিক উপাদানদের মাত্রা যদি শরীরে বাড়তে শুরু করে, তাহলে ত্বকের উপর খারাপ প্রভাব তো পরেই, সেই সঙ্গে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। ২. দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়:বয়সের সঙ্গে সঙ্গে যাতে ম্যাকুলার ডিজেনারেশন না হয়, সেদিকে খেয়াল রাখে অ্যান্টিঅক্সিডেন্ট। সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ানোর মধ্যে দৃষ্টিশক্তির সার্বিক উন্নতিতে বিশেষ ভূমিকা নেয়। তাই তো যারা দিনের বেশিটা সময় কম্পিউটারের সামনে কাটান, তাদের নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ৩. হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা কমায়:শরীরে উপস্থিত টক্সিক উপাদানেরা যাতে কোনও ভাবে হার্টে রক্ত সরবরাহকারি শিরা-ধমনির ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখে। সেই সঙ্গে হার্টের কর্মক্ষমতা বাড়ানোর মধ্যে দিয়ে নানাবিধ হার্ট ডিজিজকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশানের রিপোর্ট অনুসারে যাদের শরীরে অ্যান্টিঅক্সিডে

Forever Aloe MPDসর্বোৎকৃষ্ট অ্যালোভেরা অ্যালো বার্বাডেন্সিস মিলার দিয়ে তৈরি অসাধারণ গুণ সম্পন্ন একটি মাল্টি পারপাজ ডিটার...
24/07/2023

Forever Aloe MPD

সর্বোৎকৃষ্ট অ্যালোভেরা অ্যালো বার্বাডেন্সিস মিলার দিয়ে তৈরি অসাধারণ গুণ সম্পন্ন একটি মাল্টি পারপাজ ডিটারজেন্ট হলো Forever Aloe MPD।

বহু গুণ সম্পন্ন এই MPD কি কাজে লাগে চলুন জেনে নেই।
✅ জামা-কাপড় ধোয়ার জন্য খুবই উপকারী। অ্যালো বার্বাডেন্সিস থাকায় কাপড়ে ময়লা বসতে দেয় না।
✅ থালা-বাসন ধোয়ার জন্য খুবই চমৎকার।
✅ ত্বকের কোনো ক্ষতি করে না ফলে হাত রাখে কোমল।
✅ বাড়ির মেঝে দারুণভাবে পরিষ্কার করে।
✅ স্টীল ও টাইলস পরিষ্কার করতে চমৎকার।
✅ বাথরুম চমৎকার ভাবে পরিষ্কার করে।
✅ মিরর বা জানালার গ্লাস চমৎকারভাবে পরিষ্কার করে।
✅ টয়লেট পরিষ্কার করতে চমৎকার কাজ করে।
✅ স্প্রে করলে ঘরে পিপড়া ও তেলাপোকা আসে না।
✅ কৃষিজমিতে ব্যবহারের ফলে জমি উর্বর হয়, ফলন ভালো হয়, রোগাক্রান্ত হয় না, কীটনাশক সারের প্রয়োজন হয় না।
✅ বাড়ির বাগান যেমন, ফুল, ফল ও সবজি গাছে প্রয়োগের ফলে পোকার সংক্রমণ হয় না।
✅ পোষা কুকুর, বিড়ালের গোসলের ক্ষেত্রে ব্যবহার করলে উকুন জাতীয় পোকার সংক্রমণ থেকে রক্ষা করে।
✅ রূপচর্চায় মেনিকিউর,পেডিকিউর হিসেবে হাত ও পায়ের যত্ন নেওয়া যায়।
✅ যে কোন অর্নামেন্টস পরিষ্কার করা যায়।
কোনো ক্ষতিকারক উপাদান নেই।
Made in USA.

If you want to order and more details please inbox. Thank you.



“FOREVER ALOE LIPS WITH Jojoba”কেমন হবে যদি ছোট্ট একটি Natural product দিয়ে আপনার ঠোঁট যেমন ভালো থাকবে, সাথে আরো অনেক ধর...
24/07/2023

“FOREVER ALOE LIPS WITH Jojoba”

কেমন হবে যদি ছোট্ট একটি Natural product দিয়ে আপনার ঠোঁট যেমন ভালো থাকবে, সাথে আরো অনেক ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করবে⁉️

এটি ঠোঁটের যত্নে সব ঋতুতে ব্যবহার উপযোগী “Forever Living Products International Ltd.” এর এক অনন্য প্রোডাক্ট।

🌿 উপকারিতা:
→ এটি আপনার ঠোঁটকে মসৃণ, সুন্দর, দাগহীন এবং উজ্জ্বল রাখার এক অনন্য লিপবাম৷
→ ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটকে গোলাপি ও স্মোথ রাখে।
→ এটির বিশেষত্ব হচ্ছে এটি Jojoba oil সমৃদ্ধ যা এন্টি অক্সিডেন্ট ওয়েল এবং এর মধ্যে রয়েছে ১০০% Stabilised Aloe vera.
→এটি bee propolis সমৃদ্ধ, যা আপনার ঠোঁটকে ব্যাক্টেরিয়া, ভাইরাস এবং পাঙ্গাল ইনফেকশন থেকে সেইভ রাখবে।

→ তাছাড়া আপনি এটি ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন। ঠোঁটের কোণে জ্বর ঠোসা উঠলে তা দূর করতে এটি খুবই ভালো কাজ করে।
→ মুখে ব্রণ উঠলে রাতে ঘুমানোর সময় হালকা একটু লাগিয়ে রাখলে ভালো উপকার পাবেন।

→ ঠোঁটের সৌন্দর্য বর্ধনে, ঠোঁটের ন্যাচেরাল লুক ধরে রাখতে এবং শুষ্ক ও ফাঁটা ঠোঁটকে মসৃণ ও আদ্র রাখতে এটি খুবই কার্যকরী একটি লিপবাম৷

→ ঠোঁটের কালো দাগ দূর করে।
→ ঘা সারাতে এনসেপটিক এর মতো কাজ করে।
→ ঠোঁট কে সতেজ রাখতে সাহায্য করে।

(বিঃদ্রঃ লিপস্টিক ব্যবহার এর পূর্বে ঠোঁটে অ্যালো লিপস টি লাগিয়ে নিলে লিপস্টিক এ ব্যবহিত ক্যমিকাল এর জন্য ঠোঁট এর কালো হয়ে যাওয়া রোধে গুরুত্তপূর্ন ভূমিকা পালন করবে।)।

Made in USA.

If you want to order and more details please inbox. Thank you.



FOREVER ABSORBENT - C ✒️প্রতিদিন ভিটামিন গ্রহণ আমাদের সুস্বাস্থ্য রক্ষার সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সব রকমের বিখ্যাত ...
23/07/2023

FOREVER ABSORBENT - C

✒️প্রতিদিন ভিটামিন গ্রহণ আমাদের সুস্বাস্থ্য রক্ষার সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সব রকমের বিখ্যাত ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সুবিধা আহরণ করে ফরএভার বৈজ্ঞানিক পদ্ধতিতে Absorbent-C তৈরি করে আমাদেরকে উপহার দিয়েছে।

✳️ফ্রি-রেডিক্যালস্ এর ক্ষতিকর প্রভাব থেকে মানব দেহের কোষ কে সুরক্ষাকারী অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ।
✳️এটা ত্বকের জন্য উপকারী খাদ্যদ্রব্য হিসেবে ত্বকের অন্তঃকোষ সমূহে তরল পদার্থের প্রবেশ ঘটিয়ে ত্বককে মোলায়েম করে।
✳️জীব শরীরের কোষ সমষ্টির সংযোগকারী হিসেবে ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজন।

ভিটামিন-সি পানিতে দ্রবণীয় এবং শরীর থেকে সহজে নিঃসরণ হয়। যেহেতু মানুষের শরীর ভিটামিন-সি তৈরি করতে পারে না সুতরাং আমরা খাবার, পানীয় ও সম্পূরক খাদ্য যেমন- Absorbent- C থেকে পেয়ে থাকি।
আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি' সেবন করা উচিত। বিজ্ঞান ভিত্তিক তথ্য হচ্ছে একটি সিগারেট সেবনে 25 মিলিগ্রাম ভিটামিন-সি ধ্বংস হয়। অতিরিক্ত মানসিক চাপ, ঔষধের অতিরিক্ত প্রয়োগ এবং পরিবেশগত বিপর্যয়ের কারণে আমাদের শরীর ভিটামিন-সি শূন্য হয়ে যায়।
এই ভিটামিনের ঘাটতির ফলে চুলের মত কৈশিক নালি ভেঙ্গে যায় এবং মাড়ি দিয়ে রক্ত পরে। Absorbent - C এর সাথে "Oat Bran" এর মিশ্রন বর্তমান বিশ্বের দুর্লভ পুষ্টিসমৃদ্ধ শরীরের ঘাটতি পূরণে সক্ষম খাদ্যদ্রব্য।
পুষ্টির দুটি গুরুত্বপূর্ণ উপাদাননের মিশ্রণে তৈরি একটি চমৎকার খাদ্যদ্রব্য। প্রতিটি ট্যাবলেটে আছে 500 মি.গ্রা."Oat Bran" এর সাথে পুরোপুরি ৬০ মি.গ্রা. ভিটামিন-সি এর মিশ্রণ সমৃদ্ধ দুটি পদার্থের উৎকৃষ্ট ও সুশৃংখল একত্রীকরণ। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন ভিটামিন-সি সেবন করা উচিৎ।

👉এক নজরেঃ
✴️Oat Bran - ভিটামিন-সি কে শরীরে সঠিকভাবে শোষণে সাহায্য করে।
✴️ শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট।
✴️ সুস্থ ও সুন্দর ত্বক ধরে রাখতে সাহায্য করে।
✴️ ধুমপায়ীদের জন্য বিশেষ উপকারী।

👉উপকারিতাঃ
১। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ।
২। রেডিয়েশনের বিরুদ্ধে কাজ করে।
৩। শ্বাস-প্রশ্বাসের সমস্যায় কার্যকরী।
৪। সুস্থ ও সুন্দর ত্বক ধরে রাখতে সাহায্য করে।
৫। শরীরকে আয়রণ শোষণ করতে সাহায্য করে।
৬। মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় ও স্নায়ুকে সুদৃঢ় করে।
৭। দাতের মাড়ি দিয়ে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে।
৮। নিয়মিত সেবনে স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
৯। ধমনীয় প্রবহমান রক্ত চলাচলকে সাবলীল রাখতে সহায়তা করে।
১০। চুলের মত কৈশিক নালী ভেঙে যাওয়া প্রতিরোধে সহায়তা করে।
১১। Healthy gum, Skin or Connective tissue এর জন্য ভিটামিন-সি অত্যন্ত প্রয়োজন।
১২। ধুমপায়ী, মদ্যপায়ী ও মানসিক চাপ, ঔষধ ব্যবহারকারীদের অতিরিক্ত হিসেবে Absorbent-C সেবন করা উচিত।
১৩। বিজ্ঞান ভিত্তিক তথ্য হচ্ছে "একটি সিগারেট সেবনে ২৫ মি.গ্রা. ভিটামিন-সি ধ্বংস হয়"।
১৪। ভিটামিন-সি ত্বকের অন্তঃকোষ সমূহে তরল পদার্থের প্রবেশ ঘটিয়ে ত্বককে মোলায়েম করে।

Made in USA

👉পরিমাণ : ১০০ টি ট্যাবলেট

👉 বিঃদ্রঃ এটি কোন মেডিসিন নয়। টোটালি ন্যাচারাল ফুডসাপ্লিমেন্ট।

If you want to order and more details please inbox. Thank you.



-C

Forever Lite Ultra আপনি কি ওজন কমাতে চান?আপনি কি আপনার ডায়বেটিস নিয়ন্ত্রনে রাখতে চান?আপনি কি আপনার ত্বক,চুল,হাড়,কোষ মাংস...
23/07/2023

Forever Lite Ultra
আপনি কি ওজন কমাতে চান?আপনি কি আপনার ডায়বেটিস নিয়ন্ত্রনে রাখতে চান?আপনি কি আপনার ত্বক,চুল,হাড়,কোষ মাংসপেশি সুস্থ রাখতে চান?

আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বিশ্বখ্যাত ফরএভার লিভিং কোম্পানির Forever Lite Ultra এর সাথে। যা খেলে আপনার শরীর এ যে পুষ্টি ঘাটতি আছে সেগুলো পূরণ হবে এবং আপনার শরীরের অতিরিক্ত চর্বি দূর হবে।আপনার ওজন ঠিক থাকবে।এর ফলে আপনি হবেন সবচেয়ে স্বাস্থ্যবান একজন মানুষ।শুধু তাই নয় এটি খলে আপনার চুল পড়া থেকে বিরত থাকবে,আপনার হাড়,মাংসপেশি সুস্থ থাকবে।আপনার ত্বক ভালো থাকবে।

আসুন আমরা যেনে নেই এই প্রোডাক্ট কি কি দিয়ে তৈরি। ফরএভার লাইট আল্ট্রা হচ্ছে সয়া(Soy)থেকে তৈরি একটি প্রোটিন শেক,যেটা সারা দুনিয়া তে অত্যন্ত বিখ্যাত। সয়া(Soy)হচ্ছে একমাত্র ভেজিটেবল যার মধ্যে 100% প্রোটিন রয়েছে।এবং সয়া(Soy)হচ্ছে এমন একটি প্রোটিন যার মধ্যে ১০০% ভেজিটেবল বেজ রয়েছে।এইজন্য সয়া(Soya)সারা দুনিয়ার মধ্যে ব্যবহৃত।এর মধ্যে রয়েছে ন্যাচারাল ফ্রাকটোস,এন্টি অক্সাইড,জিংক অক্সাইড,বায়োটিন,যা আমাদের শরীর এর জন্য অত্যন্ত পুষ্টিকারক।

তাই এই প্রোডাক্টটি আপনার এবং আপনার পরিবার এর পুষ্টির জন্য সবচেয়ে বেস্ট একটি প্রোডাক্ট।

★উপকারিতাঃ-
১.Full Care Nutrition
২.ওজন কমাতে ও বাড়াতে সাহায্য করে।
৩.ত্বক,চুল,হাড়,কোষ এবং মাংশপেশি Healthy করে।
৪.ডায়বেটিস নিয়ন্ত্রণ করে।
৫.রক্তে হিমোগ্লোবিন বাড়ায়।
৬.ভিটামিন ডি এবং অন্যান্য খনিজ পদার্থের উপাদানের ঘাটতি পূরণ করে।

Made in USA.

If you want to order and more details please inbox. Thank you.


Forever Active HAফরএভার অ্যাক্টিভ এইচ - এ Low Molecular weigt Hyaluronic Acid ( HA ),  এর সাথে আর্দ্র ও তৈলাক্ত করার বিশ...
23/07/2023

Forever Active HA
ফরএভার অ্যাক্টিভ এইচ - এ Low Molecular weigt Hyaluronic Acid ( HA ), এর সাথে আর্দ্র ও তৈলাক্ত করার বিশেষ গুণ সমৃদ্ধ উপাদান সাথে আরো আছে তেল ও হলুদের গুড়া যা Skin Moistening এবং সুস্থ জয়েন্টের জন্য সবচেয়ে শক্তি শালী সম্পূরক খাদ্য দ্রব।

Hyaluronic Acid ( HA ), একটি বিশেষ ধরনের প্রোটিন যা জয়েন্ট কে তৈলাক্ত ও মাংসপেশির কোষ সমূহেকে ক্ষতিকর পরির্বতন থেকে রক্ষার মাধ্যমে সঠিক অবস্থা বজায় রাখতে সাহায্য করে।

উপকারীতাঃ
🍂 প্রতিটি জয়েন্ট কে লুব্রিকেন্ট করতে কার্যকর (লালা তৈরীতে সাহায্য করে)
🍂 জয়েন্টের ব্যাথায় বিশেষ উপকারী।
🍂 পুরোনো ও দীর্ঘস্থায়ী বাতের উপশমে কার্যকরী।
🍂 ত্বকের আদ্রতা বাড়ায় এবং ক্ষত নিরাময়ে কার্যকরী।
🍂 বাতের ব্যথা উপশমে কার্যকর।
🍂 জয়েন্ট ব্যথার বিশেষ উপকারী।
🍂 ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে।
🍂 পূরানো ও দীর্ঘস্বায়ী বাতের ব্যথা উপশমে কার্যকরী।
🍂 জয়েন্ট কে তৈলাক্ত ও ত্বক এর আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
🍂 Hyaluronic Acid ( HA ) একটি বিশেষ ধরনের প্রোটিন যা জয়েন্ট কে তৈলাক্ত ও মাংসপেশির কোষ সমূহেকে সুরক্ষিত রাখে।
🍂 Hyaluronic Acid ( HA ) প্রতিটি জয়েন্ট কে লুব্রিকেন্ট করতে ( লালা তৈরিতে করে ) এবং কার্যকরী।
🍂 যে কোন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে ( HA ) তৈরি কমতে থাকে, ফলে তাদের শরীরের জয়েন্ট প্রাকৃতিকভাবে তৈলাক্ততা হারাতে থাকে এবং ত্বক অমসৃণ ও শুষ্ক হতে থাকে।

পরিমাণঃ ৬০ টি সফটজেল।

সেবনবিধিঃ পূর্ণ বয়স্কদের ক্ষেএে খাবারের পর ১ টি করে সফটজেল দৈনিক ২ বার পানি দিয়ে সেব্য।

Made in USA.

If you want to order and more details please inbox. Thank you.



Adresse

Democratic Republic Of The
8652

Téléphone

+8801712319391

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Md Solayman publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Md Solayman:

Partager