The Light Of Quran

The Light Of Quran Allah is Watching me believe it!

17/09/2024

আলহামদুলিল্লাহ

وَلَلْءَاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।• আদ-দুহা | আয...
13/07/2024

وَلَلْءَاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।
• আদ-দুহা | আয়াত ৪

এটাই সত্য! ✅
10/07/2024

এটাই সত্য! ✅

08/07/2024

দাড়ি নিয়ে মনগড়া বক্তব্য দেয়ার সুযোগ নেই,
দাড়ি রাখা ওয়া*জি*ব।

প্রথমে সবাই নিচের চারটি শব্দ মুখস্ত করে নেন।
وفِّرُوا বাড়াও
وأوفوا পূর্ন কর
وَأَعْفُوا اللِّحى লম্বা কর
وأَرْخُوا اللِّحى ঝুলিয়ে দাও।

এক.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাড়ি লম্বা করার আদেশ করেছেন।
عن عبدالله بن عمر
عَنِ النبيِّ ﷺ أنَّه أمَرَ بإحْفاءِ الشَّوارِبِ، وإعْفاءِ اللِّحْيَةِ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোঁচ কাটার ও দাড়ি লম্বা করার আদেশ করেছেন।
মুসলিম-২৫৯
(২৫৯ মাদ্রাসা সিলেবাস অনুসারে)

দুই.
দাড়ি বাড়াও।
خالِفُوا المشْركينَ وفِّرُوا اللِّحى وأحْفُوا الشوارِبَ
মুশরিকদের বিরোধিতা কর। দাড়ি বাড়াও ও মোচ কাট।
বুখারী-৫৮৯২

তিন.
দাড়ি পূর্ন কর,
خالِفُوا المُشْرِكِينَ أحْفُوا الشَّوارِبَ وأَوْفُوا اللِّحى
মুশরিকদের বিরোধিতা কর এবং মোচ কাট ও দাড়ি পূর্ণ কর।
মুসলিম-২৫৯

চার.
দাড়ি লম্বা কর,
انْهَكُوا الشَّوارِبَ وَأَعْفُوا اللِّحى
মোচ উত্তমরূপে কাট এবং দাড়ি লম্বা কর।
বুখারী-৫৮৯৩

পাচ.
দাড়ি ঝুলিয়ে দাও
جُزُّوا الشَّوارِبَ وأَرْخُوا اللِّحى خالِفُوا المَجُوسَ
মোচ কাট ও দাড়ি ঝুলিয়ে দাও, অগ্নিপূজারীদের বিরোধিতা কর।
মুসলিম-২৬০

উপরের হাদীস গুলো থেকে চারটা বিষয় বুঝে আসে।
১.দাড়ি বাড়াও ,
২.দাড়ি পূর্ন কর,
৩.দাড়ি লম্বা কর,
৪.দাড়ি ঝুলিয়ে দাও।

ছয়.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি মোবারক লম্বা ছিল:
عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ سَأَلْنَا خَ بابا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ‏.‏ قُلْنَا بِأَىِّ شَىْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ‏.‏
আবূ মা’মার (রহঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমরা খাব্বাব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি যুহ্‌র ও ‘আসরের সালাতে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কী করে তা বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ির নড়াচড়ায়।

সহিহ বুখারী, হাদিস নং ৭৬০

সাত.
দাড়ি এক মুষ্টির বেশী হলে কাটা যাবে:
‏ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ‏
ইবনু ‘উমার (রাঃ) যখন হাজ্জ বা ‘উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশী থাকত, তা কেটে ফেলতেন।
সহিহ বুখারী, হাদিস নং ৫৮৯২

07/07/2024

বিবাহের পূর্বেই দাড়ি রাখুন।
কারন দাড়ি থাকার কারনে খারাপ মেয়েরা ছিটকে পড়বে আপনার জীবন থেকে!
ইনশাআল্লাহ।

02/07/2024

M. B. S কে যুগের "মুহাদ্দাস" বা "মুজাদ্দিদ" বা "আল আমিন" উপাধি দিয়ে তার পক্ষ থেকে প্রেসিডেন্ট পদ পাওয়া কোন ব্যক্তির মুখ থেকে নীরিহ নির্যাতিত মানুষগুলোর অধিকার আদায়ের কর্মপন্থা কে "ফিতনা" বলাটাই বড়ো "ফিতনা" মনে করি।

আরিফ বিন হাবিব!

01/07/2024

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্বনি - আজান!

25/06/2024

চ্যালেঞ্জিং উত্তর -ডা. জাকির নায়েক!

-যে লেকচারটা প্রতিদিন মানুষকে শোনা উচিত!

#প্রশ্ন #উত্তর #জাকির #নায়েক

25/06/2024

যে নারী ফেসবুকে...
নিজের ছবি আপলোড করে আনন্দ পায়!সে যত বড় নামাজি হোক
যতই পর্দা করুক না কেন!
সে কখনো দ্বীনদার হতে পারে না।

24/06/2024

চ্যালেঞ্জিং উত্তর -ডা. জাকির নায়েক!

-আল্লাহ কেন মানুষকে পঙ্গু করে বা প্রতিবন্ধি করে দুনিয়াতে পাঠায়?

#প্রশ্ন #উত্তর #জাকির #নায়েক

25/05/2024

নারীদের বাইরে যাওয়া আমি কোন রূপে ই সমর্থন করি না।

- মেয়েদের কণ্ঠের পর্দা আছে, কোন সেবামূলক কাজ আর যেখানেই যান না কেন আপনার কণ্ঠের পর্দা কখনো ই হয় না। আপনি সেবা গ্রহণকারী আর তার সংশ্লিষ্ট সকল মানুষ কে আপনার সুন্দর করে কথা বলতে ই হবে না হয় কাজ করতে পারবেন না আপনি।

- রিক্সা, সিএনজি তে না হয় একা যাচ্ছেন কিন্তু বাস বা মেট্রোরেলে, ভীড় জায়গাতে আপনি পর্দা কখনো ই মানতে পারবেন না।

- আপনার চাকরি করার জন্য আপনার সন্তানের হক ঠিক ই নষ্ট হয়। আপনি ঘরে আপনার মা যাকে ই রেখে যান না কেন নিজের বাচ্চা কখনো ই কেউ পেলে দিলে সে না হবে আপনার আদর্শের, না থাকবে আপনার সাথে কোন আন্তরিক সম্পর্ক। বাচ্চা ঠিক ই বড় হবে কিন্তু ১৫ বছর পর দেখবেন আপনি আর আপনার বাচ্চার কোন রুচি পছন্দ এক নেই।

- দিন শেষে যেই পুরুষ টা চাই একটা মিষ্টি মেয়ে তার দরজাটা খুলে একটা মিষ্টি হাসি ভরা মুখে সালাম দিক। তার জন্য কিছু খাবার সামনে এনে দিক, তাকে যত্ন করুক। আপনি চাকরি করলে আপনার বর কি সত্যি ই এই সেবাটুকু পায় আপনার কাছে থেকে?

- আপনার শ্বশুর শাশুড়ি হয় তো আপনার বাড়ীতে থাকুক আর না ই থাকুক তারা কিন্তু বুড়ো বয়সে একটু গল্প করার মানুষ চাই। তারা চাই কেউ আগ্রহ ভরে তাদের মনের কথাগুলো শুনুক।‌ তাদের কে সময় দিক। এখন একদল আসবে অন্যের বাবা মায়ের দায়িত্ব আমার না আমি কেন করবো? প্রথম কথা হলো আপনার স্বামী বাইরে থাকেন, আপনি তাদের সেবা করার মাধ্যমে তার কিছু টা মানসিক চাপ কমে।

- কারো বাবা মাকে দেখার কেউ না থাকলে সেক্ষেত্রে নিরুপায় হলে বিয়ের পূর্বে এইটা বলে বিয়ে করা। তবে মেয়েদের কখনো ই উচিত না শ্বশুরবাড়ির কথা না ভেবে টাকা পয়সা সবকিছু বাবা বাড়িতে পাঠিয়ে দেওয়া। কারণ দিন শেষে এইটা ই আপনার জায়গা । এজন্য এখানে এমন কিছু করা ঠিক না যা করলে শ্বশুরবাড়ির লোকজন অসন্তোষ প্রকাশ করে। নিজে খেয়ে না খেয়ে বাবা বাড়িতে ঠিক ই দিবেন কিন্তু আপনার নাম এর বদলে বদনাম ই বেশি করবে তারা। এইটা ই বেশি হয়।

Adresse

Dhaka
Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque The Light Of Quran publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager