
08/10/2024
আমাদের কত অভিযোগ, যে আমার দু'আ কবুল হয়না। কত দু'আ করি কিন্তু দু'আ কবুল হয়না। এই ভেবে অনেকটা হতাশায় থাকি।
কিন্তু বিষয়টা এমনো হতে পারে, যে আল্লাহ আমার এই দু'আ করাটা পছন্দ করেন তাই বারবার শুধু দু'আ শুনতে চান। কবুল হয়ে গেলে হয়তো সেভাবে আর দু'আ করবেন না। তাই দু'আ টা শোনার জন্য আল্লাহ একটু দেরি করেন।
ভেবে দেখেছেন আপনার দু'আ করাটা আল্লাহর কাছে কত পছন্দের? আর দু'আ কি বিফলে যাবে বলেন? দুনিয়াতে না হোক আখিরাতে বিনিময় পাবেনই ইনশাআল্লাহ।
সুতরাং, দু'আ করতেই থাকুন আপনার রব আপনার দু'আ এবং চোখের পানি খুব পছন্দ করেন।
ভেবেই চোখ রবের ভালোবাসায় সিক্ত হয়ে যাচ্ছে। আমার রব আমার কন্ঠ পছন্দ করেন এর চেয়ে বড় কিছু কি হতে পারে? কোন দু'আ কখন আল্লাহ কবুল করবেন তিনিই ভালো জানেন। দু'আ কবুল না হোক দু'আ করতে তো পারছি! আর সেই দু'আ টা আমার রবের কাছে অনেক পছন্দের ও। দু'আর বিনিময় না হয় আখিরাতে চেয়ে নিবো ইনশাআল্লাহ।