Kachua 24.com

Kachua 24.com সত্য প্রকাশে প্রতিশ্রুতি বদ্ধ

দাড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা নিহত-৩ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইলে বিদ্যুতের খাম্বাবোঝাই ট্রাকের সাথ...
08/10/2022

দাড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা নিহত-৩

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইলে বিদ্যুতের খাম্বাবোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তিনজনই ভেটেরিনারি কলেজের ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থীরা হলেন- ভেটেরিনারি কলেজের ছাত্র মুরাদ হোসেন, তৌহিদ হোসেন ও সমরেশ। থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, রাত ১১টার দিকে সদর উপজেলার ঘোষপাড়া সংলগ্ন জোহান পার্কে ভেটেরিনারি কলেজের ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী সজিব আহত হন।

এসময় আহতের সহযোগী ও তিন শিক্ষার্থী তৌহিদ, মুরাদ ও সমরেশ মোটরসাইকেলযোগে দ্রুত লেবুতলা সংলগ্ন ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজ ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথিমধ্যে আঠারমাইল নামক স্থানে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খাম্বা বহনকারী ট্রাকের সাথে সংঘর্ষ হলে তারা তিনজনই ঘটনাস্থলে নিহত হন।

ওসি আরও জানান, এ খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

'নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ০৬ অক্টোবর ২০২২ তারিখ কচুয়া উ...
07/10/2022

'নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব'

-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ০৬ অক্টোবর ২০২২ তারিখ কচুয়া উপজেলায় "জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২" উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি জনাব আলমগীর তালুকদার, ইউপি সচিববৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউডিসি'র প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

Adresse

Kachua
Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Kachua 24.com publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager