R.A.K News Pagainst falsehood

আল্লাহ বেহেশতে নসিব করুন আমিন। কিছু লেখা শেয়ার করি  কিছুদিন আগে ওনার একটা পারিবারিক ভিডিও ভাাইরাল হয়।তা হলো ওনার ছেলে বৌ...
20/12/2024

আল্লাহ বেহেশতে নসিব করুন আমিন। কিছু লেখা শেয়ার করি কিছুদিন আগে ওনার একটা পারিবারিক ভিডিও ভাাইরাল হয়।তা হলো ওনার ছেলে বৌ ভিডিওতে বলে আপনার ছেলে কেনো আমাকে মারলো। এর বিচার করেন ওনার ছেলের বৌ ভিডিও করে ওনাকে এবং ওনার পরিবারকে হেনস্তা করছে।আমার কথা হলো এক জায়গায় থাকতে গেলে ঝগড়া বিবাদ হতে পারে। এটা স্বাভাবিক এর জন্য ভিডিও করার কি আছে।যদি সংসার করতে সমস্যা হয় আলাদা হয়ে যাক।কিংবা এদের বিয়ে না করাই উচিত। একজন সুনামধন্য মানুষকে যদি ছেলের বৌ এমনভাবে অপমান করে সে তো হার্ড এটাক্ট করবে এটাই স্বাভাবিক। আমি চাই ওনার ছেলের বৌ এর উপযুক্ত বিচার যাতে করে কেউ পারিবারিক ভাবে এই ভাবে হেনস্তা না করতে পারে।বর্তমানে শিক্ষিত বেশিরভাগ মেয়েদের এটা এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।তাঁরা মনে করে একটা ছেলেকে বিয়ে করেছে সে তাঁর কাছে যা চাইবে তা এনে দিতে হবে।মেয়েদের বুঝা উচিত কোন পুরুষ চায় না তাঁর বৌ কিছু না দিতে অনেকের সাধ থাকে স্বাধ্য থাকে না।আমার প্রশ্ন হলো তাহলে এই সব মেয়েদের বিয়ে করে কেনো নাইট ক্লাবে গিয়ে যা করার কর।আবার পুরুষ কিছু রয়েছে এমন তবে একটা পরিবার এর মধ্যে একজন খারাপ হলে ঐ পরিবার কখনো উঠে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি চাই কঠিন বিচার হক।আমি মনে মনে ভাবছিলাম এমন মানুষ অপমানিত হলে সুস্থ থাকার কথা না।

21/01/2024

অবশেষে খোদাইবিলের মাঠ ভরাট করা হচ্ছে। এই সম্পদ কাপাইকাপ, সাত বাড়ি ভাঙা, কীর্তন খোলা তিন গ্রামের মানুষের। এই তিন গ্রামের খেলার জন্য ভালো মাঠ ছিলোনা এখন ভরাট করার কাজ চলছে।এতে করে ছেলেরা খেলাধুলা করতে পারবে এবং মেধার বিকাশ হবে।ধন্যবাদ কতৃপক্ষকে এই কাজ করার জন্য এতে করে সবাই উপকৃত হবে, মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।

28/12/2023

কাপাই কাপ রাহমাতুল্লিল আল-আমীন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ আলামিন হুজুর আজ সকাল ১০ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন।জানাযার নামাজ বাদ মাগরিব নামাজের পর কাপাইকাপ রহমাতুল্লিল আল-আমীন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গন।

03/11/2023

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার অন্তরগত খোদাইবিলে খাল পাড়ের রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তার ওপর বিভিন্ন শাকসবজি করছে।এই খাল পাড় দিয়ে কাপাইকাপ, মারকী,ভারটা গ্রামের মানুষ যাতায়াত করে।যার ফলে রাস্তা বন্ধ থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। অবশ্য খাল পাড়ের রাস্তা বন্ধ করে, পুকুর পাড় দিয়ে যাতায়াত এর ব্যবস্থা করে দিয়েছে। খাল পাড়ের পাশে পুকুর আছে। কিন্তুু রাস্তা বন্ধ করা কি়ংবা বসতবাড়ি করে খাল পাড়ের রাস্তা বন্ধ করে দেওয়া আইন বিরোধী তাই কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।খাল পাড়ের রাস্তা উদ্ধার করে জনগণের চলাচলে পথ উম্মত করে দেওয়ার জন্য।

27/10/2023

গতকাল রাতে চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানার দ্বাদশ গ্রাম ইউনিয়নের খোদাইবিলে কাপাইকাপ প্রধানিয়া বাড়ির মজিব প্রাধানিয়ার কৃষি প্রজেক্ট এর লাউ গাছগুলো কে বা কারা নষ্ট করেছে। এর আগে কাপাই কাপ গ্রামের এর ডা.মো:হামিদ খান (রোমান) প্রায় পঞ্চাশ হাজার টাকা গাছ কেটে ফেলেছে। এগুলো কারা করছে তদন্ত করে এদের কঠিন শাস্তি দেওয়া উচিত।তা না হলে এরা করতেই থাকবে এমন আজ একজনের করবে কাল আপনার করবে।তাছাড়া খোদাইবিলে কৃষক এর ধান কেটে নিয়ে যায়,তাছাড়া খোদাইবিলে কোন গাছ লাগিয়ে রাখলে গরু ছাগল দিয়ে তা নষ্ট করে দেয়।এদের শাস্তির আওতায় আনা উচিত। আমি প্রশাসন, জনপ্রতিনিধি এবং এলাকার মুরব্বিদের দৃষ্টি আকর্ষণ করছি।

Adresse

P S :Hajiganj, Dist:Chandpur
Democratic Republic Of The
PS:HAJIGANJ,DIST:CHANDPUR

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque R.A.K News publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager