
20/12/2024
আল্লাহ বেহেশতে নসিব করুন আমিন। কিছু লেখা শেয়ার করি কিছুদিন আগে ওনার একটা পারিবারিক ভিডিও ভাাইরাল হয়।তা হলো ওনার ছেলে বৌ ভিডিওতে বলে আপনার ছেলে কেনো আমাকে মারলো। এর বিচার করেন ওনার ছেলের বৌ ভিডিও করে ওনাকে এবং ওনার পরিবারকে হেনস্তা করছে।আমার কথা হলো এক জায়গায় থাকতে গেলে ঝগড়া বিবাদ হতে পারে। এটা স্বাভাবিক এর জন্য ভিডিও করার কি আছে।যদি সংসার করতে সমস্যা হয় আলাদা হয়ে যাক।কিংবা এদের বিয়ে না করাই উচিত। একজন সুনামধন্য মানুষকে যদি ছেলের বৌ এমনভাবে অপমান করে সে তো হার্ড এটাক্ট করবে এটাই স্বাভাবিক। আমি চাই ওনার ছেলের বৌ এর উপযুক্ত বিচার যাতে করে কেউ পারিবারিক ভাবে এই ভাবে হেনস্তা না করতে পারে।বর্তমানে শিক্ষিত বেশিরভাগ মেয়েদের এটা এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।তাঁরা মনে করে একটা ছেলেকে বিয়ে করেছে সে তাঁর কাছে যা চাইবে তা এনে দিতে হবে।মেয়েদের বুঝা উচিত কোন পুরুষ চায় না তাঁর বৌ কিছু না দিতে অনেকের সাধ থাকে স্বাধ্য থাকে না।আমার প্রশ্ন হলো তাহলে এই সব মেয়েদের বিয়ে করে কেনো নাইট ক্লাবে গিয়ে যা করার কর।আবার পুরুষ কিছু রয়েছে এমন তবে একটা পরিবার এর মধ্যে একজন খারাপ হলে ঐ পরিবার কখনো উঠে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি চাই কঠিন বিচার হক।আমি মনে মনে ভাবছিলাম এমন মানুষ অপমানিত হলে সুস্থ থাকার কথা না।