19/10/2025
দৃষ্টি আকর্ষণ:- রাহানকে বাচাতে সবাই এগিয়ে আসুন
আপনারা সবাই অবগত আছেন আমাদের সকলের প্রিয় রায়হান খান ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
বর্তমানে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছে।
ডাক্তার'রা ইমার্জেন্সি আইসিইউ তে সিফট করতে বলছে।
কিন্তু ওখানের চিকিৎসা অত্যান্ত ব্যয়বহুল যা ওর পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
ওর বাবা নাই এবং রায়হান ই ওদের সংসার চালায়।
এই মুহুর্তে ওর ভাল চিকিৎসা একান্ত আবশ্যক।
কিন্তু যে পরিমান আইসিইউ খরচ ওরা তা ম্যানেজ করতে পারছেনা।
রায়হান সকলের কাছে আর্থিকভাবে হেল্প চেয়েছে।
আমরা যারা ওর সাথে ভাল সম্পর্ক আছে কিংবা ওর শুভাকাঙ্ক্ষী রয়েছি সবাই যদি আন্তরিকভাবে রায়হান এর পাশে থাকি তাহলে হয়তো আল্লাহ চাইলে আমাদের ভাই সুস্থভাবে ফিরে আসতে পারবে।
তাই আমি সকলের প্রতি অনুরোধ করছি যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব ওর জন্য আর্থিক সাহায্যের হাত বাড়াই।
01737481323
সাইফুল খান
(বিকাশ / নগদ)