20/09/2024
#জাতীয়_মাসজিদ!
আমরা যখন বাকরুদ্ধ হই, তখন প্রিয় নবীজি (স) এর হাদিসগুলো তার সবটুকুই ব্যখ্যা করে যা আমরা বলতে চাইছি আর যা বলতে পারছি না! বাইতুল মুকাররমের আজকের ঘটনার পর হাদিসটি আরেকবার মোতায়ালা করলাম। আপনারাও পড়ে দেখতে পারেন!
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى مِنَ الْإِسْلَامِ إِلَّا اسْمُهُ، وَلَا يَبْقَى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ، مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَهِيَ خَرَابٌ مِنَ الْهُدَى، عُلَمَاؤُهُمْ شَرُّ مَنْ تَحْتَ أَدِيمِ السَّمَاءِ مَنْ عِنْدَهُمْ تَخْرُجُ الْفِتْنَةُ وَفِيهِمْ تَعُودُ
‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
শীঘ্রই মানুষের ওপর এমন এক যুগ আসবে, যখন
শুধু নাম ব্যতীত ইসলামের কিছুই অবশিষ্ট থাকবে না।
সেদিন কুরআনের শুধুমাত্র অক্ষরটুকুই অবশিষ্ট থাকবে।
তাদের মাসজিদগুলো তো বাহ্যিকভাবে চাকচিক্যময় (আবাদ) হতে থাকবে, কিন্তু (ভেতরথেকে) হবে হিদায়াতশূন্য।
তাদের আলিমগণ হবেন আকাশের নীচে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি!
তাদের নিকট হতেই দ্বীনের ফিতনাহ্-ফাসাদ সৃষ্টি হবে। অতঃপর এ ফিতনা তাদের দিকেই ফিরে আসবে।
রেফারেন্স :
শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-১৭৬৩