BNM MD NASIR Ahmed 9300

BNM  MD NASIR Ahmed 9300 ১০০% বিশ্বাসের সাথে Follow দিন।❤️
আমি আপনাদের Follow back করব।✅✅
🥀🥀ইনশাআল্লাহ।🥀🥀

29/03/2024

একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুব্ধ হয়না। - চার্লস ল্যাম্ভ বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে।– প্লেটো //

26/03/2024

আবার আসিব ফিরে
--- জীবনানন্দ দাশ

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে।
হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায় – রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে,
দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।☝️❤️❤️❤️😍😍😍🥰🥰👬👬👬

তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায়,কেন চলে গেলে আমাকে ছেড়ে,তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি,কিন্তু তোমাকে ভুলতে পা...
21/03/2024

তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায়,
কেন চলে গেলে আমাকে ছেড়ে,
তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি,
কিন্তু তোমাকে ভুলতে পারি নাই...

আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া "আমার বন্ধুর সাথে আজকে বাইরে গেছিলাম ঘুরতে "আসার সময় মনে হল...
21/03/2024

আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া "আমার বন্ধুর সাথে আজকে বাইরে গেছিলাম ঘুরতে "আসার সময় মনে হল একটি ছবি তুলে শেয়ার করলাম বন্ধুদের মাঝে //22/3/2024

30/07/2022

বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকের যেই উদ্দেশ্য নিয়ে আমি ফেসবুক পেজে আমার নিজের যে কথাগুলো লেখব সেগুলো হলো পরবাসীদের কে নিয়ে আপনারা যারা এবং প্রধানমন্ত্রী প্শেখ হাসিনা যে কথা বললেন যে মালয়েশিয়া থেকে বা অন্যান্য রাষ্ট্র থেকে সৌদি আরব ভুটান নেপাল যেখানেই হোক যারা পরবাসী আছে তারা নাকি হুন্ডিতে টাকা পাঠায় সর্বশেষ কথা হলো যেন খুটিতে টাকা পাঠায় কেন এ কথাটি বলছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সরকারি একটা রেট দিয়েছেন মালয়েশিয়া আসার নিয়োগ দিয়েছে সেজন্য আপনারা কর্মী পাঠাবেন এ প্রশ্ন হল ৭৮ হাজার টাকা সে প্রাইজে এখন লোক আসতে পারছে না মালয়েশিয়া থেকে মালয়েশিয়া কেন সরকারি রেট অনুযায়ী অবশ্য যদিও বরাদ্দ বেশি আবদার করতে পারে তবে এক লক্ষ টাকা এখন তারা দশটি অনুমানিক ১০ টি এবং ২৫ টি এজেন্সির মাধ্যমে লোক আসবে মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাস এবং মালয়েশিয়া যাই হোক প্রবাসী ভাইয়েরা যারা আছেন আমার এই মেসেজটি সম্পূর্ণ পড়ে সুন্দর করে উত্তর দিবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করবেন আমি সাধারণ একটা জনগণ আমিও পরবাসী মালোশিয়া বাংলাদেশ থেকে এসেছি আমিও একজন বাংলাদেশী নাগরিক তবে কথাগুলো না বলে পারছি না এজন্য আমি মেসেজ করলাম আমি তুমি কি আছেন যে ভিডিও করে ছাড়ে আমি হয়তো ভিডিও করার ভালো লাগে না আমার কাছে তবে আমার লেখাগুলো সবাই পড়ে দেখবেন সুন্দর করে এবং বরাবর মালোশিয়া সরকারের কাছে আপনি আবেদন পত্র পাঠান যেন বাংলাদেশ থেকে কর্মী আসার নিয়োগ মালয়েশিয়া বরাবর সরকারের কাছে তাহলেই সিন্ডিকেট বাংলাদেশে হবে না আর এই সিন্ডিকেটের জন্য বাংলাদেশ থেকে একজন লোক আসতে মালয়েশিয়া থেকে সাড়ে চার লাখ টাকা এখন দাবি করছে সাড়ে চার লক্ষ টাকা উড়াতে একজন লোকের সর্বনিম্ন দুই থেকে তিন বছর লেগে যাবে তখন বাংলাদেশী ছেলেরা যারা পরবাসে আসবেন তারা কি পন্ডিতে টাকা পাঠাবেন না ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে অবশ্যই নিতে পাঠাবে কেন হুন্ডিতে টাকার রেট এখন বেশি আর ব্যাংকে টাকা রেট অনেক কম তিতে টাকা বর্তমানে 29 টাকা মালয়েশিয়া রিংগিত ২৯ টাকা বাংলাদেশী টাকা তবে আমি বরাবরের প্রধানমন্ত্রী এ কথাগুলা থেকে বিরত থেকে মাননীয় শেখ হাসিনা আপনি বাংলাদেশ থেকে কর্মী এক লক্ষ টাকা বেশি দিয়ে যাতে কোন এজেন্সি না আনতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করুন এবং পুলিশের আওতায় দায়িত্বটি তুলে দিন বাংলাদেশ যদি পুলিশ বাহিনীর হাতে দায়িত্ব দিয়েও আসলে সঠিক ভাবে রাখা যাবে না তবে আমি চাই এটি আর্মির মাধ্যমে সঠিকভাবে লোক গুলো বাংলাদেশ ধাতুটি যদি আর্মির মাধ্যমে দিয়ে আপনারা লোক বাংলাদেশ থেকে পাঠান তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথাটি বলেছেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন এটা অবশ্যই পাঠাবে আমরাও বাংলাদেশী ছবি এবং বাংলাদেশী ছেলে আমরা চাই মালয়েশিয়া থেকে টাকা ব্যাংকে বাংলাদেশে চলে যাক মাননীয় প্রধানমন্ত্রী আপনি হয়তো বুঝতে পারেননি ব্যাপারটা আজকে আমরা মালয়েশিয়া আসবো এবং আমার ছোট ভাই বড় ভাই ও আমাদের পরিবারের অনেক লোক অন্য অন্য পরিবারের লোক আছে এবং বাংলাদেশি বাংলাদেশ থেকে আসার সময় যদি তিন থেকে সাড়ে চার লক্ষ টাকা গোনা লাগে তাহলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসে সে তিন বছর ও চার বছর লেগে যাবে তার নিজস্ব ক্যাশ টাকাটা উঠাতে তখন নিতে অবশ্যই টাকা পাঠায় কেন পাঠাবে না তারা যেখানে দুই টাকা বেশি পাবে সেখানেই পাঠাবে তবে একটা কথা আপনারাই সিন্ডিকেট বন্ধ করুন দেখুন আপনাদের ব্যাংকে টাকা যায় কিনা আমরা যারা পরবাসী আছি আপনার কাছে কৃতজ্ঞ আমরা চাই আমাদের বাংলাদেশ আরো উন্নত হোক একটি সোনার বাংলায় পরিণত হোক মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বরাবরই আমার এই মেসেজটি যাতে পৌঁছে যায় এজন্য ভাই পরবাসী যারা আছেন তাদেরকে বলছি যে বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছে দিন হয়তো সে একটু হল বুঝবে আমাদের পরবাসীদের কে নিয়ে অনেক গালাগালি আপনাদের মন্ত্রী করে হয়তো মন্ত্রী অনেক মন্তব্য করে কিছু কিছু মন্ত্রী আছে যেন বলে পরবাসীদের কে তারা অবৈধভাবে এসে জঙ্গলে থাকে শহরে থাকুক সেটা তো দেখার বিষয় না আমরা তো সর্বশেষ বাংলাদেশী একজন ছবি তাই না আমরা সবাই ইনশাল্লাহ ব্যাংকে টাকা পাঠাবো যদি আপনি এক লক্ষ টাকার মধ্যে বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়ায় নিয়োগ দিতে পারেন এই মেসেজটি পৌঁছানোর জন্য সবাইকে আবারো অনুরোধ করে যাচ্ছি আমার পরবাসী ভাইদেরকে আসসালামুয়ালাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনাদের জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

10/07/2022

Adresse

Democratic Republic Of The

Téléphone

+60173829300

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque BNM MD NASIR Ahmed 9300 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à BNM MD NASIR Ahmed 9300:

Partager